অনেক আরব দেশে মে দিবস, বা শ্রম দিবস, বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস একটি সরকারী ছুটির দিন হিসেবে স্বীকৃত এবং এদিনে বিভিন্ন ইউনিয়ন এবং রাজনৈতিক দলগুলো শ্রমিকদের ভূমিকার প্রতি শ্রদ্ধা এবং শ্রমিকদের অধিকারের দাবি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে।
লিবিয়ার অন্তর্বর্তীকালীন জাতীয় পরিষদ এবছর থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে একটি জাতীয় সরকারী ছুটির দিন ঘোষণা করেছে [আরবী]। ত্রিপোলি থেকে হামিদ টুইট করছেন:
@২০১১ফেব১৭: বিগত ৪২ বছরের মধ্যে #লিবিয়া’র প্রথম #মেদিবস (শ্রমিক দিবস)! অবশ্যই, সবাইকে ছুটির দিন শুভেচ্ছা! #লিবিয়া পরিবর্তিত হয়েছে 😉
বাহরাইনী এক্টিভিস্ট মারিয়াম আলখাওয়াজার উপসাগরীয় অভিবাসী শ্রমিকদেরকে স্মরণ:
@মারিয়ামআলখাওয়াজা: শ্রম দিবসে আমরা সকল অভিবাসী শ্রমিকদেরকে শ্রদ্ধা জানাই যাদের প্রতি আধুনিক দাসের মতো আচরণ করা হয় #উপসাগরীয় দেশগুলোতে
বিক্ষোভে অংশ নেয়ার কারণে গত বছর বরখাস্ত হওয়া শত শত শ্রমিক পুণর্বহালের দাবিতে সারা বাহরাইন জুড়ে বিক্ষোভ করেছে। অনেক বিক্ষোভেই দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করেছে। মানামার সুক (বাজার) থেকে সাংবাদিক মাজেন মাহদি রিপোর্ট করেছেন:
@মাজেনমাহদি: #মানামার সুক এলাকায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করা সত্ত্বেও শ্রমিক দিবসের বিক্ষোভ এখনো চলছে #বাহরাইন
ইমাদ বাজ্জি লেবাননের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিং সম্পর্কে টুইট করছেন:
@ত্রেল্লালবি: #লেবাননের শ্রম দিবসে শ্রম মন্ত্রণালয় থেকে বিশেষ সরবরাহ, একটি সার্বিক পরিবর্তন 😀 হা-হা-হা-হা-হা http://www.labor.gov.lb/ ধন্যবাদ #আরওয়াইভি
ওয়েবসাইটে নিচের কথাগুলো বলার জন্যে ওয়েবসাইটটি পরিবর্তন করা হয়েছে:
আমরা, আরওয়াইভি – আওয়াজ তুলুন-এর সংক্ষিপ্ত রূপ, জনগণের এমন একটি গোষ্ঠী যারা লেবাননে চলমান সকল অপরাধ এবং অবিচার শুধু নীরব চেয়ে দেখতে পারছি না। আমাদেরকে চুপ করানো যাবে না এবং আপনার মিডিয়া মগজ-ধোলাই করতে পারবে না। লেবাননের জনগণ সংগঠিত হওয়া, দাবিগুলো তোলা এবং তাদের সেগুলো অর্জন না করা পর্যন্ত আমরা থামবো না। আমরা থামবো না লেবাননে জনগণের যে জীবনযাত্রার মান থাকা উচিৎ সে পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত। বিদ্যুৎ ও পানির ঘাটতি, গ্যাস ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির মতো এই সরকারের নিজের তৈরী করা সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আমরা আরওয়াইভি, আমাদের নীরবতা ভাঙ্গানোর জন্যে প্রস্তুত থাকুন, সেটা হতে পারে রাস্তাতে অথবা ইন্টারনেটে।