চলমান গৃহযুদ্ধটির দ্রুত ঘটমান বিভিন্ন বিষয় মালিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে। গত ৬ এপ্রিল, শুক্রবার আজাওয়াদ জাতীয় স্বাধীনতা আন্দোলনের তুয়ারেগ বিদ্রোহীরা (এমএনএলএ) “আজাওয়াদের স্বাধীনতা” [ফরাসী] ঘোষণা করে [ফরাসী]। পুরো সাহেল অঞ্চল জুড়ে হুমকি সৃষ্টি করা এই সঙ্কটটিতে পরস্পরবিরোধী লক্ষ্যবিশিষ্ট কয়েকটি নিয়ামক প্রভাবশালী ভূমিকা পালন করছে।
ক্যামের.বিই’র একটি পোস্টে ভ্যালেরে ম্বেগ এই যুদ্ধের পিছনের সমস্যাগুলো উপস্থাপন করেন [ফরাসী]:
Le Mali est un vaste pays de 1.241.238 km² et une population galopante de 15.000.000 d’habitants selon le recensement de 2009, la région de l’AZAWAD couvre les 2/3 de la superficie pour une population ne représentant que 10 % des habitants avec d’énormes richesses naturelles qui sont actuellement peu exploitées en raison de l’absence de financement en infrastructures de transports qui renchérissent le coût des exploitations. Le Mali est également le troisième producteur africain d’or après l’Afrique du Sud et le Ghana, de quoi aiguiser les appétits des multinationales qui verraient bien dans l’AZAWAD un nouveau Sud Soudan avec peu de populations pour beaucoup de richesses naturelles ….
স্লেট আফ্রিকের সামরিক পরিস্থিতি সম্পর্কে সেবাইন সেসু লিখেছেন [ফরাসী]:
“La donne est complexe dans le désert: les rebelles touaregs du MLNA disent ne pas poursuivre les mêmes objectifs qu’Aqmi. Ils ne se battent pas pour une République islamique de l’Azawad, mais pour la création d’un État laïc.
মালিজেট.কম-এ নুহুম ডিকো পরিস্থিতি পর্যালোচনা এবং নিয়ামকগুলো প্রবর্তন করেন [ফরাসী] মাঠ পর্যায়ে:
Le mouvement islamiste Ansar dine, (l'Armée de la religion), est l'un des autres groupes armés de la région dirigé par Iyad Ag Ghaly, principal artisan de la prise de Kidal, dont il est originaire. Celui qui fut le principal chef de la rébellion touareg des années 1990, aurait subi l'influence des islamistes pakistanais. Ansar dine serait composé de jeunes radicalisés au contact d'Al-Qaïda au Maghreb islamique (Aqmi).
Un nouveau groupe islamiste a fait irruption en décembre 2011, le Mouvement pour l'unicité et le jihad en Afrique de l'Ouest (Mujao). Se présentant comme une dissidence d'Aqmi, il serait dirigé par des activistes maliens et mauritaniens. Il avait revendiqué l'enlèvement des trois humanitaires européens dans un camp de réfugiés sahraouis. Ce groupe revendique sa participation à la prise de Gao, le samedi dernier.
আনসার দাইনের নেতারা তাদের সত্যকার চেহারা দেখাতে একটুও সময় নষ্ট করেনি। আসলেই মালিয়াক্তু.নেট রিপোর্ট করেছে [ফরাসী] যে:
Le leader d’Ansar Dine, Iyad Ag Ghaly, ex-figure des rébellions touareg des années 1990, a rencontré lundi soir les imams de Tombouctou, une ville d’environ 30.000 habitants où il compte instaurer la loi islamique, selon un fonctionnaire de l’agglomération. A la faveur de l’avancée foudroyante des rebelles touareg dans le nord du Mali, le groupe Ansar Dine et des éléments d’Al-Qaïda au Maghreb (Aqmi) ont pris lundi le contrôle de Tombouctou, aux portes du Sahara, à environ 800 km au nord-est de la capitale Bamako. Tombouctou, grand centre intellectuel de l’islam et ancienne cité marchande prospère des caravanes, surnommée “la perle du désert”, est inscrite sur la liste du patrimoine mondial de l’Unesco.
“মালি: তুয়ারেগ বিদ্রোহী এবং ইসলামপন্থী আনসার দাইন, প্রত্যেকেই তিম্বাক্তু দখলের দাবি করে,” শিরোনামে প্রেসআফ্রিক.কম-এর একটি পোস্টে ইব্রাহিমা লিসা ফায়ে লিখেছেন [ফরাসী]:
Le chef du mouvement Ansar Dine, Iyad Ag Ghali, semble en effet contrôler la ville après avoir fait reculer les rebelles touaregs du MNLA qui étaient entrés les premiers dans Tombouctou dimanche. Alors contrairement au MNLA qui ne s'intéresse qu'au nord du Mali, dont il réclame l'indépendance, Iyad Ag Ghali, lui, veut imposer la charia, la loi islamique, à tout le pays et à Tombouctou on signale même la présence de dirigeants d'Aqmi.
মানবাধিকার নিয়ে মালির জনগণের ভীষণ উদ্বেগ রয়েছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন নগরগুলিতে ধর্ষণ ও লুটের অভিযোগ রয়েছে। আফ্রিকইনফোস.কম-এর একটি পোস্ট অনুসারে, উত্তর মালির অধিবাসী সম্মিলনী’র (কোরেন) প্রেসিডেন্ট মালিক আলহুসেইনি বামাকোতে অনুষ্ঠিত একটি বিশেষ সাধারণ সভাতে বলেন [ফরাসী] যে:
cette rencontre se tient à un “moment douloureux de notre histoire, avec notre pays occupé, notre terroir natal aux mains des envahisseurs et des terroristes”.
Il a rappelé que depuis dimanche dernier, le Mali est un pays coupé en deux, de fait que les assaillants et les terroristes ont tout dévasté dans les localités qu'ils occupent : banques cassées, administration pillée, centres de santé vandalisés, entre autres.
আজাওয়াদ জাতীয় স্বাধীনতা আন্দোলন (এমএনএলএ) ইঙ্গিত দিচ্ছে যে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে এজন্যে তারা স্বাধীনতা ঘোষণার পূর্বে কয়েক দিনের জন্যে যুদ্ধবিগ্রহে ক্ষান্ত দিয়েছে।
তবে লড়াইয়ে অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দেশ্যের পার্থক্যের প্রমাণ রয়েছে: এটলাসইনফো.এফআর (বিজিত শহরগুলোর মধ্যে গাওয়ের আলজেরীয় দূতাবাস একটি) অনুসারে এমএনএলএ বিবৃতিটি দিয়েছে যে আরেকটি আন্দোলনের ছয়জন কর্মকর্তাকে একটি অজানা জায়গায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে [ফরাসী]:
L’attaque s’est produite en fin de matinée. Un groupe armé a attaqué le consulat. Il a remplacé le drapeau algérien par un drapeau noir avec des écritures arabes, emblématique des mouvements salafistes.
মুক্ত শহরগুলিতে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সমস্ত অপহরণ এবং বর্বরতা এবং আক্রমণের সব ঘটনাকে নিন্দা জানিয়ে যোগাযোগ, তথ্য এবং মিডিয়া সংযোগ কর্মকর্তা বাকায়ে আগ হামেদ আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে [ফরাসী] নিচের বিবৃতিটি দেয়া হয়:
Le Mouvement National de Libération de l’Azawad se désolidarise de toutes les organisations mafieuses s’étant introduite ces jours-ci dans l’Azawad, contribuant à instaurer un climat de chaos et de désordre, après la libération du territoire.
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আমাদু তুমানি তুরে’কে উৎখাত এবং পরবর্তী ঘটনাপ্রবাহের পর মালির উপর পশ্চিম আফ্রিকা রাস্ট্র সম্প্রদায় (ইকোয়াস), আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘ অবরোধ আরোপ করলে এই সমস্যাটি আরো জটিল হয়ে যায়।
মালির বাইরের প্রতিবেশী সব রাস্ট্রগুলোর তুয়ারেগ জনগণকে ভেঙ্গে পড়ার মতো অবস্থায় রয়েছে। তুয়ারেগ এবং অন্যান্য কালো সংখ্যালঘু যাদের অনেকেই যাযাবর এমন জনগোষ্ঠী অধ্যূষিত উত্তরের সাহেলীয় এলাকা, এবং স্থিতিশীলভাবে বসবাসকারী জনঅধ্যূষিত অপেক্ষাকৃত অতিথিপরায়ণ এলাকা – সব জায়গারই জনতাত্ত্বিক কাঠামো একই ধরনের। সবগুলো দেশেই দ্বিতীয় এলাকাটিতেই অধিকাংশ বিনিয়োগ হয়েছে এবং প্রধানতঃ কালোমানুষ অধ্যুষিত। ফলে প্রথম এলাকার অধিবাসীরা সম্পদের অসমবন্টন হয়েছে মনে করে তাদের উপর অসন্তুষ্ট।
এই জটিল অবস্থাটি অসামরিক জনগণের জন্যে একটি হুমকিস্বরূপ এবং একে আরো জটিল করেছে বোকো হারাম-এর [ফরাসী] ক্ষতি করার সম্ভাবনা, লিবিয়ার অস্ত্রাগার [ফরাসী] থেকে অস্ত্র প্রবাহ, দীর্ঘস্থায়ী পানির অভাব এবং দুর্ভিক্ষের ঝুঁকি।