তুরস্ক: কুর্দী নউরুজ উদযাপনে পুলিশী আক্রমণ

আজ পূর্ব-পরিকল্পিত অনুষ্ঠান হিসেবে নউরুজ (বসন্তের প্রথম দিন) উদযাপনের জন্যে হাজার হাজার কুর্দী রাস্তায় নেমে আসলে তাদের জল-কামান ও টিয়ার গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করে ফিরে যেতে বাধ্য করা হয় তুরস্ক জুড়ে। দিয়ার বাকিরে বর্বরতার সম্মুখীন হওয়া সত্ত্বেও কুর্দীরা বসন্তের প্রথম দিনের সূচনায় যেখানে নউরুজ উদযাপিত হবে সেই চত্বরের দিকে এগিয়ে যেতে থাকে। অতীতে  প্রকাশ্যে তারা তাদের কুর্দী পরিচয় প্রকাশ করতে পারত না। কিন্তু ১৯৮০র দশক থেকে নউরুজ কুর্দী সংস্কৃতি ও পরিচয় বিশেষভাবে তুলে ধরার প্রতীকী অনুষ্ঠানে পরিণত হয়েছে।

নউরুজ সাধারণতঃ ১৮ থেকে ২১ মার্চের মাঝামাঝি পালিত হয়ে থাকে, কিন্তু নউরুজের সরকারী তারিখ ২১শে মার্চ। নউরুজের সময় কুর্দী জনগণ ঐতিহ্যবাহী পোশাক পরে লোক-সাংস্কৃতিক নৃত্যে অংশ নেয়। আজ দুর্ভাগ্যবশত পুলিশের উপস্থিতি এবং  চত্বরের ঢোকার পথটি অবরোধ করে রাখার কারণে সহিংসতা বেড়ে যায়।

তুরস্কের রাজধানী আঙ্কারায় কুর্দী নারীরা নউরুজ উদযাপন করছে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় কুর্দী নারীরা নউরুজ উদযাপন করছে। ছবির কৃতজ্ঞতা: জিয়ান আজাদী্, টুইটারে পাঠানো

আমেদ (দিয়ার বাকির) থেকে ইয়েকবুন আল্প টুইট করেছেন:

@ইয়েকবুনআল্প: তুর্কী পুলিশ আমেদ অবরোধ করে রেখেছে এবং কাউকে শহর ছেড়ে নউরুজ উদযাপন করতে যেতে দিচ্ছে না।

তুর্কী দাঙ্গা পুলিশ অনর্থক বলপ্রয়োগ করে কুর্দীদের ছত্রভঙ্গ করার দুর্বল প্রচেষ্টা করলেও তারা নউরুজ উদযাপন চত্বরের পথে এগিয়ে যেতে থাকে। আল্প ব্যাখ্যা করছেন:

@ইয়েকবুনআল্প: তুর্কী পুলিশ উদযাপনকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস ব্যবহার করছে!!!

সহিংসতা অব্যাহত থাকলে ইস্তানবুলে শান্তি ও গণতন্ত্র পার্টি (বিডিপি)-এর একজন নির্বাহী মারা যান। বিডিপির সহ-সভাপতি গুলতাঁ কিষানক তার টুইটার একাউন্টে হাসি জেঙ্গিনের মৃত্যু নিশ্চিত করেছেন।

এই ঘটনাটির উপর রয়টার্স রিপোর্ট করেছে:

রবিবার সারাদেশে কুর্দী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তুর্কী পুলিশ জল-কামান, টিয়ার গ্যাস ও লাঠি ব্যবহার করছে। বিক্ষোভে একজন স্থানীয় রাজনীতিবিদ মারা যাওয়ায় আগামী সপ্তাহে কুর্দী নববর্ষের প্রাক্কালে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .