[বাইরের সকল লিঙ্কের লেখা ফরাসী ভাষায়]
শনিবার, ২১ জানুয়ারি ২০১২-এ, ইকুয়াটোরিয়াল গিনির বাটায় এক দুর্দান্ত ফুটবল প্রতিযোগিতার শুরু হয়েছে, যা তিন সপ্তাহব্যাপী চলবে। এই প্রতিযোগিতার নাম কাপ অফ নেশনস, আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। এবার এই প্রতিযোগিতা যৌথভাবে গ্যাবন এবং ইকুয়াটোরিয়াল গিনিতে অনুষ্ঠিত হচ্ছে। যা ২১ জানুয়ারি থেকে ১২ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে।
আফ্রিকা এবং সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এর উদ্বোধনী দিনের দুটি খেলা, উপভোগ করে; নাচ আলোক সজ্জা এবং আওয়াজ ছিল দেখার মত এক বিষয়ঃ
এই প্রতিযোগিতার প্রথম তিন দিনে কি কি ঘটেছে, তার কিছু বিবরণ এখানে তুলে ধরা হল।
প্রথম দিনের খেলা।
প্রতিযোগিতার পর্দা উঠে ২১ জানুয়ারি তারিখে, এবং প্রথম খেলায় লিবিয়া, সহ-আয়োজক ইকুয়াটোরিয়াল গিনির মুখোমুখি হয়, যারা এই প্রতিযোগিতায় এই প্রথম অংশ গ্রহণ করছে। তারা বিস্ময়কর ভাবে ১-০ গোলে লিবিয়ার বিরুদ্ধে জয়লাভ করে।
যখন খেলা শেষ হতে আর মাত্র ছয় মিনিট বাকী, সেই সময় ইকুয়াটোরিয়াল গিনির ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় বালবোয়া অবশেষে গোলের খাতা খোলেন। তিনি লিবিয়ার গোলরক্ষককে একা সামনে পেয়ে তাকে পরাস্ত করেন। শেষ বাঁশী বাজা পর্যন্ত খেলার ফলাফল ১-০ থাকে। স্টেডিয়াম ভর্তি দর্শকরা খেলার এই ফলাফলে উল্লাস প্রদর্শন করে।
প্রথম খেলাতেই সেনেগাল নামক দলটি পা হড়কায়। যারা একই দিনে জাম্বিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়। সেনেগালের সমর্থকরা ওয়েবে এর জন্য তাদের জাতীয় দলের কোচকে দায়ী করে।
সেনাওয়েব নিউজে তোয়ু লিখেছে [ ফরাসী ভাষায়]:
le souci avec un entraîneur local c'est que même s'il se rend compte que le capitaine par exemple Niang n'est pas au niveau il aura la crainte la peur ou la pudeur de le faire sortir au détriment de la victoire bien sur!!
আরএফআই-এ আমারা ত্রায়োরে এই ঘটনার আমাদের সামনে তুলে ধরছে :
Tout le monde savait avant même le début de la CAN que les zambiens sont très vifs et utiliseraient cette vivacité pour gérer les sénégalais beaucoup plus costauds. Alors lui l’entraîneur et son staff devraient trouver un bon système pour les contenir avant de les attaquer.Donc je trouve kil n'a pas fais son boulot qui était de voir les choses venir et de jouer avec des joueurs rapides mais surtout de ne pas trop bourrer cette attaque ou personne ne se retrouve .
দ্বিতীয় দিনের খেলা
দ্বিতীয় দিনে ছিল, প্রতিযোগিতার অন্যতম জনপ্রিয় দল আইভরিকোস্টের খেলা, যাদের কোঁত দি আইভরির হস্তি বলে ডাকা হয়। খেলার ৩৯ মিনিটে দিদিয়ের দ্রগবার এক অপূর্ব গোলে আইভরি কোস্ট নামক দলটি সুদানের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে। তবে ইন্টারনেটের সকল আইভরিয়ানের কাছে এই জয় ঠিক যথেষ্ট ছিল না। অনেকে মনে করেন যে আইভরি কোস্ট খেলায় আরো ভালো ফলাফল করতে পারত।
পোহক্স হারমান বলছে [ ফারসী ভাষায়]:
la vérité est bonne à dire heinnn. ELEPHANT ke moi jai vu là c N'IMPORTE KOI
বি তিয়া ভিন সেন্ট তোহ এর সাথে যোগ করেছে :
la conservation d'un unique but nous a donné des sueurs froides.
Que Mr Gervino soit un peu plus réaliste devant les buts,
Que Mr Yaya Touré regagne sa place au milieu et joue effectivement comme à city
Que la defense cesse d etre trop permeable,
কেবল গোলের সামনে যদি গারভিনহো [ অসুস্থ] গোলের সামনে আরেকটু ভালো খেলা দেখাতেন।
যদি ইয়াইয়া তোরে মাঝখানে তাঁর জায়গা খুঁজে পেত এবং ম্যানচেস্টার সিটিতে যেমনটা খেলে, তেমন খেলা প্রদর্শন করত।
যদি রক্ষণব্যুহে ফাটল না ধরত।
এ্যাঙ্গোলাও তাদের প্রথম খেলাটি খেলে ফেলেছে এবং তারা বুর্কিনা ফাসোকে ২-১ গোলে পরাজিত করেছে ।
তৃতীয় দিনের খেলা
২০১২ সালের আফ্রিকান কাপ অফ নেশনসের সহ আয়োজক দেশ গ্যাবন তাদের শক্তিমত্তা প্রদর্শন করে ২-০ গোলে নাইজারকে পরাজিত করে। সি গ্রুপের এই উদ্বোধনী খেলাটি লিব্রাভিলের স্টাডে দে ল’আমিতে নামক স্টেডিয়ামের এক চমৎকার পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়।
ফেসবুকে রড্রিগো মাগায়া [ফারসী ভাষায়], আবুমায়াঙ্গার গোলের ব্যাপারে মন্তব্য করেছে :
que dire?!!!merci aux gars, il fallait ça pour la beauté du spetacle et naturelement monter a tt nos adversaires que nous sommes la!!bien en place et on a pas peur!!!vive la can, et vive encore plus nos pantheres;que Dieu benisse le gabon!!!!!!
আফ্রিকান কাপ অফ নেশনস ২০১২ নামক প্রতিযোগিতার খেলাগুলো, টেভে৫ (সাঙ্ক) মন্দে , সানাল+ আফ্রিক-এ, দেখা যাবে এবং টুইটার ও গুগল+, #সিএএন২০১২ ( ফরাসী ভাষায়) এবং #এসিএন২০১২ (ইংরেজি ভাষায়) হ্যাশট্যাগের মাধ্যমে অনুসরণ করা যাবে