তিউনিসিয়া: ইতিহাসের সঙ্গে সাক্ষাৎ

এ পোস্টটি তিউনিসীয় বিপ্লব ২০১১ সংক্রান্ত আমাদের আমাদের বিশেষ কাভারেজের অংশ

তিউনিসীয়রা আজ (২৩শে অক্টোবর) নতুন সংবিধান ও নতুন ক্রান্তিকালীন সরকার গঠনের লক্ষ্যে সাংবিধানিক সাংসদদের নির্বাচনের জন্যে ভোট প্রদান করবে।

দেশের গণতান্ত্রিক পরীক্ষার জন্য তিউনিসীয়রা সবখানেই ভোটাধিকার প্রয়োগ করবে আর আরবরা যে কোন স্থান থেকে নিবিড় পর্যবেক্ষণ করবে। নির্বাচনের শুরুতে এ ঐতিহাসিক মুহূর্তে ব্লগাররা তাঁদের অনুভুতি ব্যক্ত করেছেন।

তিউনিসীয় ভোট (ছবি-ইউরোপিয় সংসদ, সিসি বাই-এন সি- এন ডি ২.0 এর অধীনে পুনপ্রকাশ)


কিফে গ্রেভ ঘোষণা করেন:

Demain 23 Octobre 2011, je vais posé la dernière pierre sur ta tombe!
Demain tu n’aurais droit ni au fleurs, ni au pleure!
Demain, mort et enterré tu seras!
Demain, la dictature on décapitera!
Demain avec des millions de tunisiens nous allons donner de la voix,
Demain avec des millions de tunisiens nous allons donner naissance à la Tunisie Libre.
Demain avec des millions de tunisiens nous allons vivre en citoyens libres.
Demain est un rendez-vous avec l’Histoire,
Demain nous allons écrire l’Histoire,
Demain nous allons faire l’Histoire.
Demain rien ne sera plus jamais pareil,
Demain rien ne devra jamais plus être pareil,
Demain rien ne saura être pareil.
Demain, hommes et femmes seront égaux,
Demain, tous les tunisiens seront égaux,
Demain, nous seront tous égaux.

আগামীকাল অক্টোবর ২৩,২০১১, আমি অবশ্যই তোমার গোরে শেষ মাটি দেব!
আগামীকাল তুমি হবে ফুলের প্রতি অধিকার রহিত, কাঁদতেও পারবেনা তুমি!
আগামীকাল তুমি মরবে, তোমার কবর হবে!
আগামীকাল একনায়কতন্ত্রের শিরচ্ছেদ!
আগামীকাল লাখো তিউনিসীয়র সাথে আমরা মুখরিত হব,
আগামীকাল লাখো তিউনিসীয়র সাথে আমরা মুক্ত তিউনিসিয়ার জন্ম দেবো।
আগামীকাল লাখো তিউনিসীয়র সাথে আমরা মুক্ত নাগরিক হয়ে বাঁচবো।
আগামীকাল ইতিহাসের সাথে আড্ডা,
আগামীকাল আমরা ইতিহাস লিখব,
আগামীকাল আমরা ইতিহাস নির্মাণ করবো।
আগামীকাল সবকিছু বদলে যাবে,
আগামীকাল কিছুই আর ঠিক থাকবে না,
আগামীকাল কিছুই আর ঠিক থাকতে পারেনা।`
আগামীকাল নারী-পুরুষের সমতা হবে,
আগামীকাল সব তিউনিসীয় সমান,
আগামীকাল আমরা সবাই সমান।

ম্যান গুস্তা লিখেন:

Je ne voterai pas pour un parti libéral.
Je ne voterai pas pour un parti communiste.
Je ne voterai pas pour un parti islamiste.
Je ne voterai pas pour un parti héritier du RCD.
Je voterai pour une Tunisie libre, arabe et musulmane, juste, égalitaire, progressiste et humaniste.

আমি লিবারেল পার্টিকে ভোট দিব না।
আমি কম্যুনিস্ট পার্টিকে ভোট দিবনা।
আমি ইসলামী দলকে ভোট দিব না।
আর সি ডির উত্তরাধীকারী দলকে আমি ভোট দিব না।

আমি ভোট দিব আরব, মুসলমান, ন্যায়বাদী, সাম্যবাদী, প্রগতিশীল এবং মানবতাবাদী, স্বাধীন তিউনিসিয়ার জন্য।

জায়েদের এ পোস্টটির নাম “আমার ঘোষণা”। তিনি লিখেছেন:

Le sommeil boude mes paupieres
Je leve les yeux et j espere
Non.. Je crois, en un avenir meilleur

Mes larmes coulent de joie
Et je ne les retiens pas
pour la premiere fois

J'y trompe ma plume et j ecris
Le reve de toute une vie
Le reve de tout un pays

আমার চোখের পাতাগুলো ঘুম এড়ানোর চেষ্টা করছে
আমি চোখ তুলে আশাবাদী হই
না… আমি উন্নত আগামীতে বিশ্বাস করি

আনন্দাশ্রু বেয়ে পড়ে
আমি থামাতে পারিনা
প্রথমবারের মত
আমি তাতে কলম ডুবিয়ে লিখি
আমার সারা জীবনের স্বপ্ন
পুরো দেশের স্বপ্ন

তিনি আরো লিখেন:

Demain je vais voter
Demain je vais exister
Citoyen je serai

Je choisirai en mon ame est conscience
Le chemin vers la delivrance
Loin des sales maniguances

Mon pays sera libre et fier
Son peuple unis et solidaire
Cherissant cette dignité qui nous est chere

Une nation s'erigera
Des tenebres elle emergera
Son destin elle accomplira

Mon pays, mes frere et amis, a defaut de vous donner mon sang.. Je vous offre ma voix

আগামীকাল আমি ভোট দিব
আগামীকাল আমি প্রস্থান করব
নাগরিক হব আমি
আমি আমার স্বত্তা আর সচেতনতাকে বেছে নেব
বেছে নেব মুক্তির পথ
যা কিনা নোংরা ফন্দিবাজমুক্ত
আমার দেশ হবে মুক্ত ও গর্বিত
দেশের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করবে
পরম মমতায় আমরা মর্যাদাকে লালন করবো
জাতি নিজেকে প্রতিষ্ঠিত করবে
আমি অন্ধকার থেকে জেগে উঠবো
গন্তব্য অর্জিত হবে

হে আমার দেশ, আমার ভাইয়েরা, যদি ব্যর্থ হই তবে তোমরা আমাকে তোমাদের রক্ত দিয়ো… বিনিময়ে আমি দেবো আমার অধিকার

এ পোস্টটি তিউনিসীয় বিপ্লব ২০১১ সংক্রান্ত আমাদের আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .