এই পোস্টটি আমাদের লিবিয়া বিদ্রোহ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।
টুইটারে লিবিয়ার আল হুররা টিভি প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাব্বুসকে স্মরণ করে বার্তা ভরে যাচ্ছে। নাব্বুস গত ১৯শে মার্চ কর্মরত অবস্থায় গোলাগুলির মাঝে পড়ে নিহত হয়েছিলেন।
অনেক ভক্তের কাছে তিনি থেকে “মো” নামে পরিচিত ছিলেন। তিনি প্রতিবাদকারীদের উপর মুয়াম্মার আল গাদ্দাফির বাহিনীর চড়াও হবার ঘটনা সারা বিশ্বের দর্শক এবং শ্রোতার কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন তার আল হুররা টিভির সরাসরি অনলাইন প্রচার থেকে এবং আন্তর্জাতিক মিডিয়ায় বিভিন্ন ধরনের রেকর্ডকৃত কথোপকথন প্রচারের মাধ্যমে। তিনি বেনগাজিতে তার অবস্থান থেকে পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানিয়েছেন (মৃত্যুর আগ পর্যন্ত)।
তার অনেক ভক্তের মতে লিবিয়াতে আজকের ঘটনাবলী উদযাপন করছে নাব্বুস এর ‘আত্মা'।
এনপিআর এর অ্যান্ডি কারভিন জানাচ্ছেন:
@অ্যান্ডিকারভিন: মো নাব্বুস, যেখানেই থাকুন না আপনি: মনে হয় আপনি যুদ্ধে জয় লাভ করছেন। এবং আপনার আলো কোথাও নেভে নি, কারণ এটা সর্বত্র আছে।
আল জাজিরার আলী হাশেম টুইট করেছেন:
@আলী হাশেম: এই দিনে আমি মহান মোহাম্মদ নাব্বুস কে স্মরণ করছি, আমি নিশ্চিত আপনি স্বর্গ থেকে হাস্যমুখে আমাদেরকে দেখছেন দেখে …. আপনার আত্মার শান্তি হোক নায়ক।
এলিজাবেথ ডি নিলসেন বলেছেন:
@বেত্তান১৩: মোহাম্মদ নাব্বুসের কথা চিন্তা করা ছাড়া আজকের ঘটনা অনুসরণ অসম্ভব! আপনার আত্মার শান্তি হোক! আপনি হারেন নি! # লিবিয়া # ত্রিপোলি
এবং ফ্রেডরিক কাউদার স্মরণ করছেন:
@এফকাউদার: আমার মনে আছে মো আল নাব্বুস এর প্রথম সম্প্রচার। তার স্বপ্ন অবশেষে সত্যি হচ্ছে। # ত্রিপোলি # লিবিয়া
এই পোস্টটি আমাদের লিবিয়া বিদ্রোহ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।