ইজরায়েলের মোট জনসংখ্যার প্রায় শতকরা ২০ শতাংশ ফিলিস্তিনী (যাদের ইজরায়েলী আরব বলে ডাকা হয়)। তারা জানাচ্ছে যে জীবনের নানা ক্ষেত্রে তারা কি রকম বৈষম্যের শিকার হয়। সম্প্রতি ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় প্রচার মাধ্যমে আসা সংবাদের উপর ফিলিস্তিনী এক ব্লগার দ্রুত প্রতিক্রিয়া জানাচ্ছে।
দি আদার ডোর ব্লগের লেখক তার “ খুব সাধারণ এক বর্ণবাদ” নামের লেখায় এই সংবাদ সম্বন্ধে জানাচ্ছে,
عنصرية عادية جداً
حادث طرق عادي جداً, سيارة عادية جداً انحرفت عن مسارها بشكل عادي جداً, واصطدمت بشكل عادي جداً بسيارة تاكسي , عادية جداً.
سائق السيارة الخصوصية يهودي عادي جداً وصديقه العربي, العادي جداً, قتلا في الحادث بشكل عادي جداً, 5 من راكبي التاكسي اصيبوا بجراح متوسطة بشكل عادي جدا وأخرى اصيبت اصابات بالغة بصورة عادية جداً, ركاب التاكسي ممثلي مسرح يهود, عاديون جداً.
بعد تنظيف الشارع من الدم بشكل عادي جدا, أنتشر الخبر في جميع وسائل الاعلام بشكل عادي جداً.
فعلى سبيل المثال في نشرة اخبارقناة 10 الاسرائيلية, تم بث تقرير عن الحادث مدته 7:34 د, منها 1:08 د عن السائق اليهودي وعائلته,
والباقي عن الممثلة الاسرائيلية واصدقائها , اما القتيل العربي فأكتفوا بذكر اسمه وانه محامي يسكن في كريات شمونة , ولقطة قصيرة جداً لصورة بورتريت, وليس صدفة انني نسيت اسمه فور انتهاء التقرير…
উক্ত গাড়ির মালিক একজন ইহুদি এবং তার বন্ধু খুবই সাধারণ এক আরব, খুব সাধারণ ব্যাপার যে ওই দুই ব্যক্তি এই ঘটনায় মারা যায়। ওই ট্যাক্সির পাঁচ আরোহী সাধারণ ভাবে জখম হয় এবং অন্য এক যাত্রী সাধারণ ভাবে গুরুতর জখম হয়। ইহুদি যাত্রীরা ছিলেন রঙ্গমঞ্চের অভিনেতা, এটি খুব সাধারণ একটা বিষয়।
যখন রাস্তায় জমে থাকা রক্ত খুব সাধারণ ভাবে পরিষ্কার করা হয়, তখন এই সংবাদটি প্রচার মাধ্যমে খুব সাধারণ ভাবে ছড়িয়ে পড়ে।
এখন উদাহরণ হিসেবে বলা যায় ইজরায়েলের চ্যানেল ১০ নিউজ উক্ত দুর্ঘটনার উপর ৭.৩৪ মিনিটের একটি সংবাদ প্রচার করে। সে সংবাদের ১.০৮ মিনিট ছিল ইহুদি ড্রাইভার ও তার পরিবার সম্বন্ধে এবং পরবর্তী অংশ ছিল ইজরায়েলী অভিনেত্রী ও তার বন্ধুদের সম্বন্ধে। যে আরবটি মারা গেছে সংবাদে তার নামমাত্র উল্লেখ করা হয় এবং জানানো হয় যে তিনি ছিলেন একজন আইনজীবী। তিনি কিরিয়াট সামোনা নামক এলাকায় বাস করতেন। সংবাদে সংক্ষিপ্ত আকারে তার ছবি প্রদর্শন করা হয়। এ ক্ষেত্রে বলা যায় সংবাদ প্রকাশের পরপরই আমি তার নাম ভুলে গিয়েছিলাম সেটি মোটেও কোন দুর্ঘটনা নয়….