জর্জিয়া: নতুন মিডিয়া ফোরাম

ডোডি খারখেলি (ছদ্মনাম ডোডি কিসি, ডোডকা), জিগা পাইচাদজে (ছদ্মনাম দভোরস্কি), মারী তালাখাজে (ছদ্মনাম সুইট), নতুন মিডিয়া ফোরাম, তিবিলিসি, জর্জিয়া: ছবি © অনিক ক্রিকোরিয়ান / ওয়ানওয়ার্ল্ড মাল্টিমিডিয়া ২০০৯

ডোডি খারখেলি (ছদ্মনাম ডোডি কিসি, ডোডকা), জিগা পাইচাদজে (ছদ্মনাম দভোরস্কি), মারী তালাখাজে (ছদ্মনাম সুইট), নতুন মিডিয়া ফোরাম, তিবিলিসি, জর্জিয়া: ছবি © অনিক ক্রিকোরিয়ান / ওয়ানওয়ার্ল্ড মাল্টিমিডিয়া ২০০৯

গত বছর জর্জিয়ার তিবিলিসিতে ককেশাস বারক্যাম্প শেষ হওয়ার পরে নতুন খবর হচ্ছে যে এই সপ্তাহে ‘নতুন মিডিয়া ফোরাম‘ চালু হয়েছে যার পৃষ্ঠপোষকতা করেছে ওপেন সোসাইটি জর্জিয়া ফাউন্ডেশন (ওএসজিএফ) আর মাতাতসমিন্দা পার্ক। মতান্তরে জর্জিয়ার ব্লগ জগৎ এই এলাকার সব থেকে কম উন্নত হওয়ায়, এই দুই দিনের অনুষ্ঠান চেষ্টা করেছে বিশেষজ্ঞ দর্শকের কাছে নতুন আর সামাজিক মিডিয়ার সম্ভাবনা তুলে ধরতে।

প্রায় ২০০ সাংবাদিক, ছাত্র আর সামাজিক কর্মী জমা হয়েছেন মাতাতসমিন্দা পাহাড়ের এই পার্কে নতুন মিডিয়ার বিভিন্ন সুবিধা, ব্লগিং, সামাজিক নেটওয়ার্ক, নাগরিক সাংবাদিকতা, পডকাস্টিং, ইন্টারনেট টিভি, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা আর অবশ্যই সমাজে নতুন মিডিয়ার প্রভাব সম্পর্কে শিখতে।

গ্লোবাল ভয়েসেস অনলাইন এই অনুষ্ঠানে যোগ দিয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য থেকে আগত অতিথি বক্তাদের সাথে। এই অনুষ্ঠানে উন্মোচিত হয় একটি নতুন পোর্টাল ব্লগরোল.জিই, যা এই ভূতপূর্ব সোভিয়েত প্রজাতন্ত্রের ব্লগগুলোর তালিকা করে আর ব্লগকে জনপ্রিয় করার কাজ করে। স্থানীয় মূলধারার টিভি, প্রিন্ট মিডিয়া আর ব্লগাররা এই ফোরাম সম্পর্কে প্রচার করেছে।

এই সুযোগে গ্লোবাল ভয়েসেস অনলাইনের ককেশাসের সম্পাদককে জর্জিয়ার তিনজন বিশিষ্ট আর বিখ্যাত নতুন মিডিয়ার প্রচারকের সাক্ষাৎকার নিয়েছেন – ডডি কিসি (http://dodka.ge আর http://ni2news.ge), দভোরস্কি (http://www.dgiuri.com আর http://www.face.ge) আর সুইট (http://www.sweet.ge) এর।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .