লেইনএন্ডার শ্রীলন্কায় ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে লিখছেন এবং মন্তব্য করছেন: “জাফনা খুবই সুন্দর এবং একটি ভুস্বর্গ হবার সব উপকরনই এতে আছে। এখানে বেশ গরম.., বন্ধুভাবাপন্ন মানুষ আছে, পাম আর নারিকেল গাছ আছে, সুন্দর উপহ্রদ আছে.. এবং এটি এখন যুদ্ধে লিপ্ত, প্রতিটি মোড়ে মোড়ে সেনাদের চেকপয়েন্ট এবং রাত নয়টার পর কার্ফিউ।”