গল্পগুলো আরও জানুন তুরস্ক মাস জানুয়ারি, 2010
তুরস্ক: হ্রান্ট ডিংক হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকী আজ
তিন বছর আগের এই দিনে, তুর্কী-আমেরিকান সাংবাদিক হ্রান্ট ডিংককে আরোগস সংবাদপত্রের অফিসের সামনে গুলি করে হত্যা করা হয়। তিনি তুরস্কের রাজধানী ইস্তানবুল থেকে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন। যখন তিনি জীবিত ছিল তখন প্রায়শ:ই তাকে উপেক্ষা, ঘৃণা এবং অপছন্দ করা হত। তিনি তুর্কী এবং আর্মেনিয় উভয় পক্ষের জাতীয়তাবাদীরা দ্বারা এসবের শিকার হতেন, তার সহনশীলতা ও সামঞ্জ্যসবিধানপূর্ণ বার্তার কারণে।