গল্পগুলো আরও জানুন তুরস্ক মাস জুন, 2010
র্যাচেল কোরি জাহাজের মিশনের মাধ্যমে ‘অমর’ হয়েছেন
এমভি র্যাচেল কোরি নামে একটি ত্রাণবাহী জাহাজ আয়ারল্যান্ড থেকে ১১ জন যাত্রী আর ৫ দেশের ৯ জন ক্রু নিয়ে যাত্রা করেছিল কিন্তু দ্রতই ইজরায়েলি বাহিনী দ্বারা বাধা প্রাপ্ত হয়। র্যাচেল কোরি এক তরুণ আমেরিকান শান্তিকর্মী ছিলেন যিনি ২০০৩ সালে আন্তর্জাতিক সংহতি মুভমেন্টের সাথে কাজ করার সময়ে গাজাতে নিহত হন।