গল্পগুলো আরও জানুন তুরস্ক মাস মে, 2012
তুরস্কঃ উলুদেরের বিমান হামলায় নিহতদের কাব্যিক স্মরণ
২০১১ সালের ২৯ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব তুরস্কে কিছু তুর্কি যুদ্ধবিমান এফ-১৬ তুর্কি কুর্দিদের একটি দলের উপর, যারা মূলত সীমান্ত বাণিজ্যের সাথে যুক্ত ছিল, তাদেরকে কুর্দি বিদ্রোহী ভেবে ভুল করে তাদের উপর বোমা নিক্ষেপ করে। চৌত্রিশ জন নিহত হয়েছিল। কবি বেজান মাতুর ঐ এলাকা পরিদর্শন করেন এবং টুইটারে তার অনুভূতি কবিতা ও ছবির মাধ্যমে ব্যক্ত করেন।