গল্পগুলো আরও জানুন তিউনিশিয়া মাস জুন, 2012
তিউনিসিয়া: সামরিকবাহিনীর স্বচ্ছতার অভাব ও সেন্সরশীপ বিষয়ে প্রতিবাদ
২০১১ সালে তিউনিসীয় গণজাগরণের সময় বিক্ষোভকারীদের হত্যা কাণ্ড বিষয়ক শুনানীর ভিডিও ধারন কালে সেনাবাহিনী কর্তৃক ভিডিও টেপিং যন্ত্রপাতি বিনষ্টের প্রতিবাদে দু'জন তিউনিসীয় সাংবাদিক অনশন ধর্মঘট শুরু করেছেন। সাংবাদিকরা মামলা পরিচালনায় সামরিক বিচার ব্যবস্থায় অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন।