গল্পগুলো আরও জানুন তিউনিশিয়া মাস নভেম্বর, 2009
তিউনিশিয়ার নির্বাচন: সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে!!?
তিউনিশিয়ার বর্তমান রাষ্ট্রপতি জিনে আল আবেদিনে বেন আলি ৮৯.৬২ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মত দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তার দল দি ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল র্যালী সংসদের ২১৪ টি আসনের মধ্যে ১৬১টিতে জিতেছে। তিউনিশিয়ার ব্লগাররা এই পোস্টে নির্বাচন নিয়ে তাদের বক্তব্য প্রদান করছে।