গল্পগুলো আরও জানুন সিরিয়া মাস জুন, 2009
সিরিয়া: কম রেটের দাবীতে টেলিকম কোম্পানিকে বয়কট করার প্রচারণা শুরু
২০০১ সাল থেকে সেলুলার নেটওয়ার্কগুলো লাইসেন্স পেয়েছিল সিরিয়াতে কাজ করার জন্য আর প্রথম দিন থেকেই সার্ভিসের রেট নিয়ে জনগনের অখুশির কথা তুলে ধরেছে মিডিয়া। সিরিয়ার ব্লগাররা বলছেন যে তারা অনেক সহ্য করেছেন তাই ঠিক করেছেন বিভিন্ন মোবাইল সেবা প্রদানকারীদের বিরুদ্ধে বয়কট কর্মসূচী নেবেন যার শুরু হওয়ার কথা পয়লা জুন থেকে।