গল্পগুলো আরও জানুন সিরিয়া মাস ডিসেম্বর, 2010
সিরিয়া: বরফ ঝরুক!
মধ্যপ্রাচ্যের এলাকা সিরিয়া, লেবানন, জর্ডানের বেশির ভাগ জায়গায় এই সপ্তাহের আবহাওয়া ছিল বৈরি আর সপ্তাহ জুড়ে ছিল ঘুর্ণি বাতাস, যা বৃষ্টিপাত এবং বিস্ময়করভাবে এই এলাকাকে বরফের চাদরে ঢেকে দেয়। সিরিয়ার রাজধানী শহরে বছরের এই প্রথম রাস্তাগুলো বরফে ঢেকে যায়। যদি দামেস্কের আকাশ মাঝে মাঝে বরফ ঝরায় কিন্তু খুব কম সময়ই তা রাস্তাকে বরফে ঢেকে দিতে পারে।