গল্পগুলো আরও জানুন সিরিয়া মাস জুন, 2011
সিরিয়া: সিরিয়ার জন্য ব্লগ দিবস
সিরিয়ায় বিক্ষোভ তার পদচিহ্ন রাখার পর আজকের দিনটি হচ্ছে তার ১০০তম দিন। বিক্ষোভ শুরু হবার ১০০ দিনের মাঝে ১৪০০ জনের বেশী নাগরিক নিহত হয়েছে এবং রাষ্ট্রপতি তিনবার ভাষণ প্রদান করেছে, এদিকে আন্দোলন এখনো পূর্ণ মাত্রায় বিরাজমান। এই শুক্রবারটিকে “ সবকিছুকে অবৈধ ঘোষণা করার শুক্রবার হিসেবে” অভিহিত করা হয়েছে।
সিরিয়া: বিপ্লব এবং অর্থনীতি
এই শুক্রবার ছিল সিরিয়ার বিক্ষোভ শুরু হবার ১০০তম দিন। প্রতি শুক্রবার বিক্ষোভ করা এখানে প্রায় এক রীতিতে পরিণত হয়েছে। এই ১০০ দিন ধরে দেশটির অর্থনীতি স্থবির হয়ে আছে। কোন ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ড নেই এবং লক্ষণ দেখে মনে হচ্ছে না আগামী পর্যটন মৌসুম খুব একটা ভালো যাবে। এ ছাড়াও হাজার হাজার শঙ্কিত সিরীয় নাগরিক তাদের সঞ্চয় সিরীয় পাউন্ডকে হয় মার্কিন ডলার অথবা ইউরোতে রূপান্তরিত করে ফেলছে, যার ফলে সিরীয় পাউন্ডের উপর প্রচণ্ড চাপ পড়ছে। ঘটনাক্রমে এপ্রিল মাসের শুরুর ৪৮ ঘণ্টায় মধ্যে সিরীয় পাউন্ডের ১০ শতাংশ অবমূল্যায়ন ঘটে, এর ফলে এক শঙ্কা দেখা দিয়েছে যে তার আরো ব্যাপক অবমূল্যায়ন হতে যাচ্ছে।
সিরিয়াঃ “আমরা বাসারকে সমর্থন করি এবং আমরা চাই বিশ্ব আমাদেরকে যেন আমাদের হাতে ছেড়ে দেয়”
সিরিয়ার সকল নাগরিক কি বাসার আল আসাদ এবং তার শাসনকে ঘৃণা করে, নাকি করে না? সিরিয়ার “বিপ্লবের” বিষয়ে সংবাদ প্রদানের ক্ষেত্রে গ্লোবাল ভয়েসেস অনলাইনের প্রতি করা এক অভিযোগের প্রেক্ষিতে গ্লোবাল ভয়েসেস এক এমন যাত্রায় যায়, যা দেশটিতে বাসার আল আসাদের প্রতি সমর্থন এবং তার সমর্থকদের দেশের প্রতি যে আবেগ তা তুলে ধরে। এখানে তার সমর্থকদের কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল।
সিরিয়াঃ মনে হচ্ছে সিরিয়া আসলে দু'টি রাষ্ট্র-যার রয়েছে দু'টি ভিন্ন বাস্তবতা
সরকারিভাবে সিএনএনকে সিরিয়ায় প্রবেশের অধিকার প্রদান করা হয়েছে এবং আরওয়া দামন দামেস্ক থেকে এই ঘটনার উপর টুইট করেছে, বিক্ষোভকারীরা শাসক আসাদকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করার তিন মাস পরে এই অনুমোদন প্রদান করা হল। বিক্ষোভ শুরু হবার পরপরই সিরিয়া আরব এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমের জন্য তার দুয়ার বন্ধ করে দেয়। দামনের প্রাথমিক কিছু মনোভাব এখানে প্রদান করা হল।
সিরিয়াঃ আসাদের ভাষণের পর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে
সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদ আজ এক ভাষণ দিয়েছেন, যেখানে তিনি তার সংস্কার পরিকল্পনা তুলে ধরেন, এর মধ্যে রয়েছে সংস্কার বিষয়ে গবেষণা এবং জাতীয় আলোচনার জন্য বিশেষ এক কমিটি গঠনের জন্য এক কমিটি নির্মাণের প্রতিশ্রুতি। আসাদের এই ভাষণের প্রক্ষাপটে টুইটারে ক্রমাগত প্রতিক্রিয়া আসতে থাকে। রাষ্ট্রপতির প্রতিশ্রুতির প্রেক্ষপটে দেশটিতে আরো বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই বিক্ষোভে তাকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বলা হয়।
সিরিয়াঃ আসাদের চাচাতো ভাই দাতব্য কাজের জন্য ব্যবসা করা ছেড়ে দিচ্ছে
শুক্রবার, ১৬ জুন তারিখে সিরিয়ার আরেকটি বিক্ষোভের প্রাক্কালে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা প্রদান করে যে ৪১ বছর বয়স্ক ব্যবসায়ী রামি মাখলুফ দাতব্য কাজের জন্য ব্যবসায়িক কাজ থেকে অবসর নেবার কথা ঘোষণা করছে। এই ঘোষণায় নেট নাগরিকরা তাদের প্রতিক্রিয়া প্রদান করছে।
সিরিয়াঃ আন্তর্জাতিক নিন্দা সত্বেও হামলা অব্যাহত রয়েছে
সারা সিরিয়া জুড়ে বিক্ষোভ চলছে। এদিকে আন্তর্জাতিক নিন্দা সত্বেও বিক্ষোভকারীদের উপর সিরীয় সরকারের প্রচণ্ড নির্মম হামলা অব্যহত রয়েছে। নেট নাগরিকরা টুইটারে সাম্প্রতিক ঘটনাবলী ব্যাপারে তাদের প্রতিক্রিয়া প্রদান করছে।
সিরিয়াঃ দামেস্কে সরকার পন্থীদের শোভাযাত্রায় ২.৩ কিলোমিটার লম্বা একটা পতাকা
সিরিয়ায় আজ রাষ্ট্রপতি বাসার-আল আসাদ পন্থীরা এক শোভাযাত্রার আয়োজন করে। শোভা যাত্রায় তারা রাজধানী দামেস্কের মেজ্জাহতে একটা ২.৩ কিলোমিটার লম্বা পতাকা বহন করে। সে শোভাযাত্রায় স্লোগান দেওয়া হচ্ছিল “ জনতা বাসার আল আসাদকে চায়”। এই ঘটনার উপর সামাজিক প্রচার মাধ্যমে আসা কিছু প্রতিক্রিয়া।
সিরিয়াঃ সমকামী ব্লগার আমিনা আসলে এক বিবাহিত আমেরিকান পুরুষ
জানা গেছে যে ব্লগারগে গার্ল ইন দামেস্ক আদতে এক বিবাহিত আমেরিকান পুরুষ। মনে হচ্ছে, আমিনা আরাফকে সিরীয় কর্তৃপক্ষ ধরে নিয়ে গেছে বলে দাবী করে বিশ্বকে এই মিথ্যা ঘটনার পেছনে ছোটানোর ক্ষেত্রে তার বিশেষ কোন উদ্দেশ্য ছিল না। এক সপ্তাহ আগে তার এই ব্লগে এই বিষয়টি দাবী করা হয়। তার স্বীকারোক্তির ঘটনায় নেট নাগরিকরা তাদের প্রতিক্রিয়া প্রদান করছে।
সিরিয়াঃ গ্রেফতারকৃত ব্লগারের প্রকৃত পরিচয় নিয়ে এখন প্রশ্ন উঠেছে
এই সংবাদ সব জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে যে সোমবার, ৬ জুন, ২০১১-তারিখে সিরিয়ার আমিনা আরাফ নামক ব্লগারকে কর্তৃপক্ষ আটক করেছে, যে “গে গার্ল ইন দামেস্ক” নামে পরিচিত। তবে এই বিষয়ে ভয়ানক সন্দেহ দেখা দিয়েছে যে, যাকে আমিনা বলে দাবী করা হচ্ছিল, সে আমিনা নয়।