গল্পগুলো আরও জানুন সিরিয়া মাস সেপ্টেম্বর, 2011
সিরিয়াঃ সরকারি ওয়েবসাইটে এ্যানোনিমাস নামক হ্যাকারদের হামলা
সিরিয়ার প্রধান প্রধান শহর সংক্রান্ত প্রতিটি সরকারি ওয়েবসাইট হ্যাক করে ফেলা হয়েছে। এ্যানোনিমাস নামক হ্যাকটিভিস্টরা তাদের অপারেশন সিরিয়া নামক কর্মকাণ্ডের অংশ হিসাবে এই ঘটনা ঘটিয়েছে। টুইটারে, নেট নাগরিকরা #অপসিরিয়া নামক হ্যাশট্যাগের অধীনে এর ছবি ধারণ করে তা একে অন্যের মাঝে বিনিময় এবং প্রদর্শন করছে।