ব্রাজিলের একটি পৌরসভায় চ্যাটজিপিটি-লিখিত একটি প্রবিধান অনুমোদিত

পোর্তো আলেগ্রে নগর কাউন্সিলে একটি অধিবেশন চলাকালে কাউন্সিলর রামিরো রোজারিও| গ্লোবাল ভয়েসেস সম্পাদিত লিওনার্দো লোপেস/ সিএমপি-এর ছবি, অনুমতিসহ ব্যবহৃত।

ব্রাজিলের দক্ষিণতম রাজ্য রিও গ্রান্ডে ডো সুলের নগর কাউন্সিল ও মেয়রের অনুমোদনের পরে উপস্থাপনকারী নগর কাউন্সিলর জানানোর সিদ্ধান্ত নেন যে এই প্রবিধানের পাঠ্যটির লেখক ও প্রস্তাবক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

চুরি হওয়া একটি নতুন জল ব্যবহার মিটারের জন্যে অর্থ প্রদান থেকে জনগণকে ছাড় দেওয়ার আইনটি কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।

কাউন্সিলর রামিরো রোজারিও জানিয়েছেন পাঠ্য নকশায় তার অবদান হলো চ্যাটজিপিটি-কে একটি ২৮৯-অক্ষরের নির্দেশিকা পাঠানো। সরঞ্জামটি আটটি প্রবন্ধ ও যুক্তিসহ একটি আইন তৈরি করে, যা অক্ষরের সীমাবদ্ধতার কারণে প্রাথমিক খসড়া অসম্পূর্ণ ছিল – যা কক্ষটির আইনি খসড়া বিভাগের সতর্কতার পূর্ব পর্যন্ত কাউন্সিলর সনাক্ত করতে না পারায় তিনি অতিরিক্ত সাহায্যের জন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মঞ্চে ফিরে আসেন।

ফোলহা ডি এস পাওলো সংবাদপত্রের সাথে একটি সাক্ষাৎকারে তিনি জানান:

É comum vereadores, para elaborarem leis nas suas cidades, buscarem como base uma lei parecida de outra cidade com a mesma finalidade e copiarem a redação. O ChatGPT faz a mesma coisa do jeito dele, recorrendo a um banco de dados de leis que já estão na internet. Considerando que estamos falando de dinheiro público, acho que a tecnologia tem muito a contribuir

তাদের শহরে আইনের খসড়া তৈরির সময় ভিত্তি হিসেবে একই উদ্দেশ্যে অন্য শহরের অনুরূপ আইন সন্ধান ও শব্দাবলী অনুলিপি করা কাউন্সিলরদের জন্যে সাধারণ ব্যাপার। চ্যাটজিপিটিও তার নিজস্ব উপায়ে একই কাজ করতে গিয়ে ইতোমধ্যে ইন্টারনেটে বিদ্যমান আইনের ডাটাবেস ব্যবহার করে। আমরা যেহেতু জনগণের অর্থের কথা বলছি তাই আমি মনে করি প্রযুক্তির অনেক অবদান রয়েছে

কাউন্সিলর কৃত্রিম বুদ্ধিমত্তা’র গ্যাজেট প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত সম্পত্তির মালিককে জলের বিল পরিশোধ থেকে অব্যাহতি দেওয়ার একটি মূল প্রস্তাবে সন্তুষ্ট ছিলেন।

ম্যাটিনাল জর্নালিসমোর মতে তিনি বলেছেন, “আমার না হলেও একটা ভাল ধারণা বিবেচনায় আমি এটি রেখে দিয়েছিলাম ৷”

রোজারিওর মতে, মেয়র এটি অনুমোদনের আগে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করতে পারে বলে তিনি শুধু তার এআই ব্যবহার প্রকাশ করেন। ব্রাজিলের আইনে কৃত্রিম বুদ্ধিমত্তা-লিখিত প্রবিধান প্রতিরোধের কোনো আইনি বাধা না থাকলেও নগর কাউন্সিলের সভাপতি হ্যামিল্টন সোসমেয়ার সংবাদ সংস্থা জি১-কে বলেছেন তিনি এটিকে “বিপজ্জনক নজির” বিবেচনা করেছেন:

Considero estranho. É a primeira vez que acontece, e não tem nenhuma lei que indique que eu não possa aprovar. Hoje, não tem nada que proíba. Mas, na minha ótica, é um precedente perigoso, complicado. Podem vir outras leis mais complexas, que gerem outros tipos de impacto. Por enquanto, fica minha preocupação pessoal.

আমার কাছে এটা অদ্ভুত। প্রথমবারের মতো এটি ঘটলেও এমন কোনো আইন নেই যা নির্দেশ করে যে আমি এটি অনুমোদন করতে পারি না। আজকে এমন কিছু নেই যা এটি নিষিদ্ধ করে। তবে আমার দৃষ্টিকোণ থেকে এটি একটি বিপজ্জনক নজির। এটা সমস্যাজনক। অন্য ধরনের প্রভাব তৈরি করে আরো জটিল অন্যান্য আইন হতে পারে। আপাতত (এটাই) শুধু আমার ব্যক্তিগত উদ্বেগ।

সম্ভাব্য ঝুঁকি

মার্কিন-ভিত্তিক প্রযুক্তি সংস্থা ওপেনএআই ২০২২ সালে জনসাধারণের জন্যে প্রকাশিত একটি ভাষা মডেলের ভিত্তিতে চ্যাটজিপিটি তৈরি করেছে। চ্যাটবট ডিজাইন চালিত এটি মানুষের মতো লেখা তৈরি করতে গভীর শিক্ষা প্রয়োগ করে। বৃহৎ ভাষার মডেলের নমনীয়তা ও উৎপাদন ক্ষমতা উদাহরণস্বরূপ, গদ্য, কবিতা ও প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সাহায্য করতে পারে, বলে তারা অপব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

ব্রাজিলের বাইরেও আইন প্রণয়নে চ্যাটজিপিটি ব্যবহার করা হয়েছে। ২০২৩ সালের গোড়ার দিকে একজন ম্যাসাচুসেটস বিধায়ক জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিয়ন্ত্রণ করার জন্যে আইন লিখতে চ্যাটজিপিটি ব্যবহার করেন। ম্যাসাচুসেটস সিনেটর ব্যারি ফিনগোল্ড বলেন, “চ্যাটজিপিটি দিয়ে আমরা এই আইনের খসড়া তৈরি করতে চাইলেও এতে আমরা আমাদের প্রয়োজনের ৭০ শতাংশ পেয়েছি, পুরোটা পাইনি।”

চ্যাটজিপিটি তার ডেটা সেটের উপর ভিত্তি করে বাক্য তৈরি করে। এটি দুটি মডেলে কাজ করে: একটি প্রদত্ত সংস্করণ, ২০২৩ সালে হালনাগাদ করা একটি ডাটাবেসসহ, এবং অন্যটি বিনামূল্যের সংস্করণ যাতে ২০২১ সাল পর্যন্ত জ্ঞানসহ সবচেয়ে বর্তমান ডেটাসেট রয়েছে৷ মালিকানা ও কপিরাইট সম্পর্কে প্রশ্ন উত্থাপনের পাশাপাশি, বস্তুনিষ্ঠতা বজায় রাখা ও রাজনৈতিক প্রেক্ষাপটে পক্ষপাত এড়ানো নিয়ে কিছু পর্যবেক্ষক উদ্বিগ্ন।

উপরন্তু চ্যাটজিপিটি’র বিভ্রান্তি ও “অমূল্প্রত্যক্ষণ” তৈরির একটি বড় সম্ভাবনা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদত্ত প্রশিক্ষণের ডেটার উপর ভিত্তি করে স্বাভাবিক থেকে বিচ্যুত মডেল আউটপুট তৈরি করলে অমূল্প্রত্যক্ষণ ঘটে।

ব্রাজিলের জাতীয় কংগ্রেস বর্তমানে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি খসড়া আইন বিশ্লেষণ করছেপাঠ্যের বর্তমান গঠন অনুসারে স্বচ্ছতা, গোপনীয়তা সুরক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা সবই অবশ্যই মেনে চলতে হবে।

ব্রাজিলের সিনেটে আরেকটি খসড়া আইনও আলোচনায় রয়েছে, যার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও বাস্তবায়ন নিয়ন্ত্রণ করা। দেশে পরিষেবাটি ব্যবহারের আগে একটি ঝুঁকি মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .