ভেনিজুয়েলা এসসেকুইবো অঞ্চল পুনরুদ্ধারে উদ্যত, গায়ানার ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি'র জন্যে প্রস্তুতি

ক্যানভা প্রো উপাদান ব্যবহার করে তৈরি ভেনিজুয়েলা ও গায়ানার জাতীয় পতাকাসহ নিবন্ধের চিত্র।

কয়েকদিনের ব্যবধানে গায়ানা ও ভেনিজুয়েলা উভয় দেশই এসসেকুইবো নদীর পশ্চিমে ১,৫৯,৫০০ বর্গকিলোমিটার (৬১,৬০০ বর্গ মাইল) এলাকা এসসেকুইবো নিয়ে বহু পুরনো জমি বিবাদে নিজেদের দাবি করে জয় নথিভুক্ত করেছে, যা আসলে ১৮৯৯ সালের প্যারিস আরবিট্রাল অ্যাওয়ার্ড অনুসারে গায়ানার অংশ।

গায়ানা ২০২০ সালে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিষয়টি নিয়ে গেলে গত ১ ডিসেম্বর প্রাপ্ত আদালতের রায়ে জেনেছে চলমান আরবিট্রাল অ্যাওয়ার্ড মামলা নিয়ে কোনো পক্ষই কোনো শর্ত বাড়াতে পারবে না। গায়ানা আদালতের অস্থায়ী আদেশের ব্যাখ্যায় বুঝেছে ভেনিজুয়েলা এসসেকুইবোর উপর গায়ানার নিয়ন্ত্রণকে বিজয় বিবেচনা করবে না বলে আশা করছে এটি এই বিষয়ে যেকোনো আগ্রাসনকে বাধা দেবে।

এদিকে ভেনিজুয়েলা বিতর্কিত এসসেকুইবো অঞ্চল পুনরুদ্ধারের বিষয়টি ৩ ডিসেম্বরে একটি প্রকাশ্য গণভোটে তুলে ধরে। ভেনিজুয়েলাবাসীদের মালিকানা সাধারণভাবে সমর্থনের দাবি এবং গণভোটের জন্যে সরকারের প্রচারণা, কনসার্টের মতো অনুষ্ঠান ও প্রাতিষ্ঠানিক সমর্থন আয়োজন সত্ত্বেও সারাদেশে ভোটকেন্দ্রগুলির বেশিরভাগ খালি রেখে অধিকাংশ ভোটার রবিবারের ভোট এড়িয়ে গেছে

তবুও ভেনিজুয়েলার জাতীয় নির্বাচনী পর্ষদ কনসেখো ন্যাসিওনাল ইলেক্টোরাল (সিএনএ) জোর দিয়ে এক কোটিরও বেশি ভোটার গণভোটে অংশ নেওয়ার কথা বলেছে, যার মধ্যে ৯৫ থেকে ৯৮ শতাংশের মতো এসসেকুইবোর সংযুক্তি সম্পর্কিত পাঁচটি প্রশ্নের অনুমোদন দিয়েছে। ভেনিজুয়েলার ভোটার সংখ্যা এই ভোটদানকারীদের প্রায় সমান বলে ফলাফল হেরফেরের জন্যে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো সরকারকে অভিযুক্ত করে বিশ্লেষক ও মানবাধিকার আইনজীবীরা একে প্রশ্নবিদ্ধ করেছে। কিছু রাজনৈতিক বিশ্লেষকও অনুমান করেন সিএনএ প্রদত্ত ফলাফল ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে ভেনিজুয়েলার নির্বাচনী প্রতিষ্ঠানগুলিতে অবিশ্বাসকে আরো বাড়িয়ে তুলবে।

গণভোটের পর ভেনিজুয়েলার গোয়েন্দা পুলিশ সেবিন গণভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র করার বিনিময়ে মার্কিন তেল দানব এক্সনমোবিলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থা সুমাতের নেতা রবার্তো আব্দুল-হাদিকে গ্রেপ্তার করেছে। সাংবাদিক ক্লাউডিয়া মাসেরো, পেদ্রো উরুচুর্তু ও হেনরি আলভিয়ারেজসহ বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোর দলের সদস্য মিলে আরো ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

অন্যদিকে গণভোটের আগে ভেনিজুয়েলার ভাষা শুধু এসসেকুইবোকে সংযুক্তির অভিপ্রায়ের ইঙ্গিত দিয়ে ৫ ডিসেম্বরের মধ্যেই মাদুরোর সামাজিক গণমাধ্যম চ্যানেলগুলি ভেনিজুয়েলার একটি নতুন “সরকারি” মানচিত্র ধরে রাখার একটি ভিডিও পোস্ট করে৷ তার সরকার এই অঞ্চলে একজন গভর্নর নিযুক্ত করে খালি করার জন্যে এই অঞ্চলে কর্মরত তেল ও খনি কোম্পানিগুলির হাতে তিন মাস রয়েছে জানিয়ে ঘোষণা করেছে তারা রাষ্ট্রীয় কোম্পানিগুলিকে অবিলম্বে এই অঞ্চলের তেল, গ্যাস ও খনিজ সম্পদ অন্বেষণের নির্দেশ দিয়েছে — যার সমস্তই আইসিজে’র বিদ্যমান সীমান্ত বিতর্কে আরো জটিলতা সৃষ্টির পদক্ষেপ থেকে বিরত থাকার আদেশের লঙ্ঘন।

সিবিএস নিউজের সাথে একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ইরফান আলী আইসিজে’র আইনি প্রক্রিয়ায় ভেনিজুয়েলার অসহযোগিতার আখ্যানকে চ্যালেঞ্জ করে এখতিয়ারের বিষয়ে দুইবার আন্তর্জাতিক আদালতে যাওয়ার মাধ্যমে তাদের “ইতোমধ্যে অংশগ্রহণের” বলেছেন। আলীর মতে, তাদের বিরুদ্ধে আদালতের রায় সীমান্ত বিরোধে তাদের এখতিয়ার নিশ্চিত করে বলে ভেনিজুয়েলা তার সুর পরিবর্তন করেছে:

গায়ানার রাষ্ট্রপতি মোহাম্মদ ইরফান আলী সিবিএস নিউজকে তার দেশ ভেনিজুয়েলার নিয়ন্ত্রণের কাছে কোনো ভূখণ্ড সমর্পণ করতে চায় না বলে দেশগুলোর প্রতি [এখানে কিছু হয়তো অনুপস্থিত? কোন দেশগুলি?] ভেনিজুয়েলাকে “অঞ্চলের মধ্যে শান্তি ব্যাহত করার মতো বেপরোয়া বা দুঃসাহসিক উপায়ে কাজ না করতে উৎসাহিত করতে” আহ্বান জানিয়েছে।

আলী আরো বলেছেন গায়ানার ভেনিজুয়েলার সামরিক শক্তিকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিরক্ষা সংস্থান সম্পন্ন ওএএস, কমনওয়েলথ, ক্যারিকমের মতো সংস্থা ও যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। তবে মাদুরো কতদূর যেতে চায় তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন:

আজ @মন্ত্রীব্লিঙ্কেন রাষ্ট্রপতি @ড_মোহাম্মদ_ইরফা_আ১ এর সাথে গায়ানার সার্বভৌমত্ব ও আমাদের শক্তিশালী নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার প্রতি আমাদের সমর্থন সম্পর্কে কথা বলেছেন। গায়ানা ২০২৪ সালে @জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যোগদান করলে আমরা আমাদের শক্তিশালী অংশীদারিত্ব অব্যাহত রাখতে উন্মুখ।

গায়ানার প্রতিরক্ষার প্রথম সারি কূটনীতি হলেও রাষ্ট্রপতি আরো বলেছেন তারা “আমাদের যা আছে তা রক্ষায় সবচেয়ে খারাপ পরিস্থিতি […] মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে”:

#গায়ানার রাষ্ট্রপতি #ভেনিজুয়েলার আক্রমণের হুমকি নিয়ে জাতির সাথে কথা বলেছেন।

১. গায়ানা “পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা” নিচ্ছে
২. #গায়ানা_সেনাবাহিনীকে সম্পূর্ণ সতর্কাবস্থায় রাখা হয়েছে
৩. গায়ানা তার মিত্র: #যুক্তরাষ্ট্র, #ব্রাজিল, #যুক্তরাজ্য ও #ফ্রান্স এর সাথেই আছে

মাদুরোর প্রশাসন ভেনিজুয়েলার জাতীয় পর্ষদকে “গায়ানা এসেকুইবা” উল্লেখ করে প্রতিরক্ষার জন্যে জৈব আইন অনুমোদনের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমান জাতীয় পর্ষদ দেশটির বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই নির্বাচিত, যার মানে এটি মাদুরোর রাজনৈতিক এজেন্ডাকে পুরোপুরি সমর্থন করে। ইতোমধ্যে বিভিন্ন ক্যারিবীয় মিত্ররা গায়ানার প্রতি তাদের দ্ব্যর্থহীন সমর্থন ঘোষণা করেছে, এমনকি আঞ্চলিক ব্যবসায়িক চেম্বারগুলি ঘটনার অগ্রগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সমর্থন জানিয়েছে। উভয় দেশের দক্ষিণ সীমান্তবর্তী ব্রাজিল ভেনিজুয়েলার কাছে গায়ানার বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ এড়ানোর আবেদন জানিয়েছে

জাতিসংঘ (ইউএন) নিরাপত্তা পরিষদ ৮ ডিসেম্বর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যে বৈঠক করে কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নেয়নি বলে জানা গেলেও পরিষদের ১৫ জন সদস্যের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে।

আঞ্চলিক নেটনাগরকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দ্বীপপুঞ্জের উত্তর প্রান্তে,জ্যামাইকার ওয়েন চেন ভাবছেন:

মার্কিন সেনাবাহিনীর দক্ষিণ নেতৃত্ব #গায়ানার উপর বিমান অভিযান পরিচালনা করছে: গায়ানার উপর দিয়ে কয়েকটি এফ-১৮ এর উড়ান ভেনিজুয়েলাকে থামিয়ে দেবে। বৃহৎ শক্তিগুলির তরবারি ঝনঝন করছে।

অন্যান্য এক্স ব্যবহারকারীরা ইতোধ্যে উল্লেখ করেছেন:

জনগণ বুঝতে পারছে না আমাদের বোনের সাথে যাই ঘটুক না কেন তা আমাদের এখানে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। দ্বীপের সম্পর্কগুলি এক সারি ডোমিনোর মতো, প্রথমটি যে নজির স্থাপন করে সেই পরিণতি আমাদের সকলের উপরই বর্তাবে।

ভেনিজুয়েলার উপকূল থেকে প্রায় ১১ কিলোমিটার (৭ মাইল) দূরের ত্রিনিদাদ ও টোবাগো থেকে মারিয়া রিভাস-ম্যাকমিলানের শেষ কথা হলো:

#মাদুরো যেমন বিশ্বের এই অংশে #পুতিনের মতো জমি দখলের চেষ্টা করছেন, আমরা কি এমন একটি খারাপ পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছি যেখানে গায়ানার উদ্বাস্তুরা ইতোমধ্যে ভেনিজুয়েলা থেকে এখানে আগতদের সাথে যোগ দিয়েছে? এটা বের করতে, অনুগ্রহপূর্বক, কিছু না হওয়া পর্যন্ত না হয় অপেক্ষা করা যাক।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .