ব্রাজিলে সর্বোচ্চ আদালতের রায়ের ভোটের প্রাক্কালে রাজনীতিবিদদের গর্ভপাত-বিরোধী একটি অনলাইন প্রচারাভিযানে অর্থায়ন

ছবি: ব্রুনো ফনসেকা/ এজেন্সিয়া পাবলিকা

গ্লোবাল ভয়েসেস মূলত ২১ সেপ্টেম্বর, ২০২৩-এ এজেন্সিয়া পাবলিকার ওয়েবসাইটে প্রকাশিত ব্রুনো ফনসেকা ও মারিয়ামা কোরিয়ার লেখা এই নিবন্ধটি একটি অংশীদারি চুক্তির আওতায় সম্পাদনাসহ এখানে পুনঃপ্রকাশ করেছে।

রক্ষণশীল বিভিন্ন ব্রাজিলীয় রাজনীতিবিদ ও গণমাধ্যম কেন্দ্র দেশটির সর্বোচ্চ আদালতের একটি রায়ের আগে গর্ভপাত-বিরোধী প্রচারাভিযান চালাচ্ছে যা গর্ভাবস্থার ১২ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতকে অপরাধীকরণের দিকে নিয়ে যেতে পারে।

তৎকালীন রাষ্ট্রপতি রোজা ওয়েবারের অনুকূল ভোটে ২২ সেপ্টেম্বর ভার্চুয়াল আদালত ব্যবস্থার মাধ্যমে শুনানি শুরুর পর আরেক বিচারপতি লুইস রবার্তো বারোসোর অনুরোধে ভোটটি ব্যক্তিগতভাবে বিচারকদের তাদের ভোটের পক্ষে মৌখিকভাবে যুক্তি প্রদানের জন্যে আদালতের অধিবেশনে পাঠাতে স্থগিত করা হয়।

সর্বোচ্চ আদালতের (এসটিএফ) নতুন সভাপতি বারোসো জানিয়েছেন পুনরায় শুনানি শুরুর কোনো তারিখ নির্ধারিত হয়নি।

বর্তমানে ব্রাজিলের আইনে শুধু ধর্ষণে গর্ভবতী নারীর জীবনের ঝুঁকির ক্ষেত্রে ভ্রূণের মস্তিস্ক না হওয়া অবস্থায় গর্ভপাত অনুমোদিত।

এজেন্সিয়া পাবলিকার একটি সমীক্ষা অনুসারে, রাজনীতিবিদ, গির্জার সাথে যুক্ত দল, প্রভাবক ও রক্ষণশীল গণমাধ্যম গোষ্ঠীগুলি গর্ভপাতের অপরাধীকরণের বিরুদ্ধে থাকা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করতে মেটার মঞ্চগুলিতে বিজ্ঞাপনের ব্যবহার বেছে নিয়েছে। প্রতিবেদনটি সেপ্টেম্বরে সর্বাধিক মাত্রায় পৌঁছানোর সাথে বিজ্ঞাপনগুলি বিশ্লেষণ করে দেখেছে ১৫টি প্রোফাইল মঞ্চগুলিতে প্রায় ১০,০০০ লিরা (প্রায় ২.২ লক্ষ টাকা) অর্থায়ন করেছে। বিশ্লেষিত বিজ্ঞাপনগুলি ২৩ সেপ্টেম্বরে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ২০ লক্ষেরও বেশি বার দেখানো হয়েছে।

এই সময়ের এই বিজ্ঞাপনগুলির উদ্যোক্তা রেনাতো আন্তুনেস পার্নাম্বুকো রাজ্যের রাজ্য সাংসদ ও প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর মতো লিবারেল পার্টির (পিএল) সদস্য। তিনি সেপ্টেম্বরে এই মঞ্চগুলিতে ৪,৬০,০০-এরও বেশিবার দেখা পোস্টের একটি ধারাবাহিক এগিয়ে নেওয়ার জন্যে ৩,৮০০ লিরারও (প্রায় ৮২,৫০০ টাকা) বেশি অর্থ প্রদান করেছেন।

পোস্টগুলিতে তার যুক্তি এই বিষয়ে ব্রাজিলীয় কংগ্রেসের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সর্বোচ্চ আদালতের শুনানি “জীবনের অধিকারকে আক্রমণের আরেকটি প্রচেষ্টা।” আন্তুনেস ২০২০ সালে নিজ চাচা কর্তৃক ধর্ষিত একটি ১০ বছর বয়সী মেয়েকে আইনী গর্ভপাত থেকে বিরত রাখার চেষ্টা করা ব্রাজিলের রাজনীতিবিদদের একটি গোষ্ঠীর একজন৷ সেই সময়ে রক্ষণশীল গর্ভপাত-বিরোধী দলগুলি প্রতিবাদ ও প্রার্থনা করতে হাসপাতালের বাইরে জড়ো হয়।

তারপরে রয়েছে “ডানপন্থী নেটফ্লিক্স” হতে চাওয়া একটি রক্ষণশীল তথ্যচিত্র ও অনুষ্ঠান প্রযোজনা সংস্থা ব্রাসিল প্যারালেলোর বার্তা। কোম্পানিটি গর্ভপাত নিয়ে তার অনলাইন কোর্সের বিজ্ঞাপনের একটি ধারাবাহিকের জন্যে কমপক্ষে ২,০০০ লিরা (প্রায় ৪৪,০০০ টাকা) প্রদান করেছে।

এদের একটিতে ব্রাসিল প্যারালেলো বলেছে ”এই বিতর্কিত সমস্যা” ও সর্বোচ্চ আদালতের আসন্ন রায়ের কারণে সংস্থাটি “গর্ভপাত: প্রকৃত শিকার কে?” কোর্সের উদ্বোধনী ক্লাসে বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি বলেছে ক্লাস পরিচালনাকারী আইনজীবী অন্যান্য বিষয়ের সাথে গর্ভপাতের “বৈধকরণ”-এর পরিণতি এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে কাজ করেন।

ব্রাসিল প্যারালেলো দেশের মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামে সর্বাধিক সংখ্যক বিজ্ঞাপন পোস্ট করেছে — ২০২০ সালের আগস্টে পরিসংখ্যান প্রকাশের শুরু থেকে সংস্থাটি ইতোমধ্যে ২ কোটি লিরার (প্রায় ৪৪ কোটি টাকা) বেশি প্রদান করেছে। পরিমাণটি এমনকি এই মঞ্চগুলিতে ২০২২ সালে ব্রাজিলের কেন্দ্রীয় সরকারের বা জাইর বলসোনারোর নির্বাচনী প্রচারণায় ২৭ লক্ষ লিরা (প্রায় ৬ কোটি টাকা) ব্যয়ের চেয়েও বেশি।

রাজনীতিবিদদের প্রোফাইলের পাশাপাশি এজেন্সিয়া পাবলিকা এছাড়াও অত্যন্ত রক্ষণশীল ঈশ্বরের রাজ্যের সর্বজনীন গির্জার সাথে যুক্ত একটি দল রিপাবলিকানদের বিজ্ঞাপন খুঁজে পেয়েছে। দলটি ২০ সেপ্টেম্বর থেকে সামাজিক গণমাধ্যমে “গর্ভপাতের বিরুদ্ধে” এবং এর সদস্যরা “তাদের সর্বশক্তি দিয়ে” গর্ভধারণের মুহূর্ত থেকে জীবনকে রক্ষা করবে বলে বিষয়বস্তু প্রচার করছে। দলটি আদালতের সভাপতি রোজা ওয়েবারের রায়ের সময় নির্ধারণের সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রকাশ্যে বলে “এসটিএফ [সর্বোচ্চ কেন্দ্রীয় আদালত] গর্ভপাতের বিষয়ে আইন প্রণয়ন করতে পারে না।” তারা বলে তারা “এরকম সিদ্ধান্ত এগিয়ে যাওয়া ঠেকাতে” জাতীয় কংগ্রেসে সংগঠিত করতে যাচ্ছে।

মেটা থেকে পাওয়া ডেটা ২৪ ঘন্টারও কম সময়ে ১০০ লিরা (প্রায় ২,২০০ টাকা) বেশি বিনিয়োগ দেখায়, যা প্রচারাভিযান সক্রিয় থাকার কারণে পরিমাণে বাড়তে পারে বলে মনে হচ্ছে। ২১ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত, বিষয়বস্তু ৩৫,০০০ বারের বেশি দেখানো হয়েছে।

রিপাবলিকানদের প্রচারে দলের স্বাক্ষরকারী ছয়জন রাজনীতিবিদের মধ্যে রয়েছে: সিনেটর ও বলসোনারোর সরকারের নারী, পরিবার ও মানবাধিকার বিষয়ক প্রাক্তন মন্ত্রী দামারেস আলভেস, পরিবার প্রতিরক্ষা ও জীবন সুরক্ষায় আন্ত-পার্টি পার্লামেন্টারি গ্রুপের সহ-সভাপতি দিয়েগো গার্সিয়া এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষা গ্রুপের সহ-সভাপতি ও ইভানজেলিকাল পার্লামেন্টারি গ্রুপের সভাপতি সাইলাস কামারা।

সর্বোচ্চ আদালতের রায়

এডিপিএফ ৪৪২ ([সংবিধানের] নীতিমালার সাথে অসঙ্গতিপূর্ণ নিয়ন্ত্রণের যন্ত্র, নম্বর ৪৪২) গর্ভাবস্থার দ্বাদশ সপ্তাহ পর্যন্ত ব্রাজিলে গর্ভপাত অপরাধীকরণের সাথে সম্পর্কিত। সমাজতন্ত্র ও স্বাধীনতা পার্টি (পিএসওএল) ২০১৭ সালে এটি দায়ের করে। অক্টোবরে অবসরে যাওয়া বিচারক রোজা ওয়েবার অপরাধীকরণের পক্ষে ভোট দিয়েছেন। প্রক্রিয়া পুনরায় শুরু হলে তার ভোট বৈধ থাকবে।

গর্ভপাত সম্পর্কিত জাতীয় গবেষণা অনুসারে, প্রতি সাতজনে একজন ব্রাজিলীয় নারীর গর্ভপাত করা হয়। আনুমানিক ৫০ লক্ষ ১৮ থেকে ৩৯ বছর বয়সী নারীর সংখ্যা।

গোপন, অনিয়ন্ত্রিত গর্ভপাত পদ্ধতির সমস্যার  কারণে ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে ৩৬৭ জন নারী মারা গেছে। অনিরাপদ গর্ভপাত ব্রাজিলে মাতৃমৃত্যুর অন্যতম বড় কারণ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .