ইতালির প্রতিবেশী আলবেনিয়ায় আশ্রয়-প্রার্থী কেন্দ্র স্থাপনের পরিকল্পনায় বিতর্ক

অভিবাসীরা ইতালির লাম্পেদুসা দ্বীপে দ্বীপে নামছে। ছবি: ভিতো মানজারি – ফ্লিকার থেকে। (সৃজনী সাধারণ অনুমতি ২.০)।

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে উদ্ধারকৃত অভিবাসীদের আশ্রয়ের মামলাগুলি ইতালীয় কর্তৃপক্ষ মূল্যায়ন না করা পর্যন্ত আলবেনিয়া একটি নির্দিষ্ট কেন্দ্রে থাকতে দেবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আলবেনিয়ার এদি রামা এটি ৬ নভেম্বর রোমে একমত হয়।

আজ ইতালি ও আলবেনিয়া মানব পাচারের বিরুদ্ধে লড়াই ও অনিয়মিত অভিবাসী প্রবাহ রোধে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। একটি ঐতিহাসিক চুক্তির জন্যে আমি প্রধানমন্ত্রী @এদিরামাল ও পুরো আলবেনিয়ান সরকারকে ধন্যবাদ জানাতে চাই।

চুক্তি অনুসারে ইতালি আলবেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শেনজিন ও গিয়াদার বন্দরে দুটি অভিবাসন কেন্দ্র নির্মাণের আর্থিক ব্যয় বহন করবে বলে এর আগে জানানো হলেও বুধবার (৮ নভেম্বর) রায়সংবাদ২৪-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আলবেনিয়ার প্রধানমন্ত্রী রামা স্পষ্ট করেছেন কেন্দ্র দুটি হবে না।

“দুটি নয়, একটি কেন্দ্র হবে। দুটির কথা হলেও হবে একটি মাত্র,” রামা বলেছেন।

ইতালীয় প্রধানমন্ত্রী চুক্তির ঘোষণা দিয়ে বলেছেন ২০২৪ সালে কেন্দ্রটি চালু হলে আলবেনিয়া প্রায় ৩,০০০ জন লোককে আতিথেয়তা দেবে। মেলোনি আরো বলেন ইতালীয় সরকার বার্ষিক ৩৬,০০০ অভিবাসী প্রক্রিয়ার ক্ষমতা বাড়ানোর আশা করছে। তারা আশ্রয় আবেদনের ২৮ দিনের দ্রুত-পরিষেবার সময়কালে কেন্দ্রটিতে থাকবে। ইতালীয় এখতিয়ারের অধীনে আলবেনিয়া স্থাপনাটিতে নিরাপত্তা প্রদান করবে।

মেলোনি ২০২২ সালের অক্টোবরে একটি শক্তিশালী অভিবাসন-বিরোধী মঞ্চের কথা বলে ক্ষমতায় এলেও পলিটিকো প্রকাশিত সরকারি তথ্য অনুসারে ২০২৩ সালে অভিবাসীদের আগমন প্রায় দ্বিগুণ হয়েছে।

ইতালি ১৯৯০-এর দশকে বিপুল সংখ্যক আলবেনীয়কে গ্রহণ করায় রোম এখন আলবেনিয়ার ইইউ যোগদানের আশার অন্যতম শক্তিশালী সমর্থক।

“আমরা বন্ধু এবং বন্ধুরা পরস্পরকে সাহায্য করে,” রামা ইতালিতে বলেছেন বলে রয়টার্স জানিয়েছে।

তড়িঘড়ি চুক্তিতে ভ্রুকুটি

সংবাদটি ছড়িয়ে পড়ার পর বেশিরভাগ চুক্তি-বিরোধী প্রতিক্রিয়া আসতে শুরু করে। মেলোনির রাজনৈতিক অংশীদাররা এটিকে একটি ভাল চুক্তি বলে অভিহিত করলেও এর বিরুদ্ধে দাঁড়িয়েছে বিরোধীরা, যার মধ্যে ইউরোপা প্লাস পার্টি নামে পরিচিত আরো ইউরোপের সাধারণ সম্পাদক রিকার্ডো ম্যাগি বলেছেন এই চুক্তিটি আলবেনিয়াতে গুয়ানতানামোর মতো একটি কারাগার তৈরি করছে জানিয়েছে ইউরোসংবাদ।

আলবেনিয়ায় বিরোধীদলীয় গণতান্ত্রিক পার্টি ইতালির সাথে চুক্তির ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী রামাকে সংসদে বুঝিয়ে বলার অনুরোধ করে এটিকে সাংবিধানিক আদালতে পাঠানো হবে বলে সতর্ক করেছে।

আপত্তি ভাগাভাগি করতে আলবেনিয়ার নাগরিক ও স্থানীয় সুশীল সমাজ সংস্থার প্রতিনিধিরা সামাজিক গণমাধ্যমের আশ্রয় নিয়েছে:

“আলবেনিয়া কখনোই খুব ধনী দেশগুলির নিজস্ব #উদ্বাস্তুদের ডাম্প করার ক্যাম্প তৈরির জায়গা হবে না। কখনোই না!”

- #আলবেনিয়ার প্রধানমন্ত্রী #এদিরামা ২০২১ সালে (#ইতালির সাথে #চুক্তি স্বাক্ষরের ২ বছর আগে … যার মানে গতকাল…যা ঠিক একই জিনিসের অনুমতি দিয়েছে)

এই এক্স (আগের টুইটার) ব্যবহারকারী প্রশ্ন করেছে এই কেন্দ্রটি অনেকগুলির মধ্যে প্রথম কিনা:

দীর্ঘদিন ধরে আলবেনিয়াতে ইইউ’র এমন কেন্দ্র খোলার বিষয়ে গুজব থাকলেও এখন তা সত্য মনে হচ্ছে। প্রশ্ন হলো এই একটাই নাকি পরে আরো হবে?

অন্য এক্স ব্যবহারকারী অনিয়মিত অভিবাসন রোধে ইইউ-তিউনিসিয়া চুক্তির সাথে একটি তুলনা করেছেন:

এই সমস্যাটি সমাধান করবেন বলে ইতোমধ্যেই নির্বাচনী ভোটারদের প্রতিশ্রুতি দেওয়ার কারণে মেলোনির একটি রাজনৈতিক কারণ রয়েছে। তিউনিসিয়ার চুক্তির দক্ষিণমুখী হওয়ায় ইতালি না চাইতেই এদি নিজেই প্রস্তাবটি দিয়েছেন।
বিনিময়ে ইইউতে দ্রুত স্বাগত জানানোর আশায় আলবেনিয়া এটি ব্যবহার করছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে এটি শুধু ইতালি-আলবেনিয়া চুক্তির বা একটি দলের বিষয় নয়, বর্তমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলির কাছ থেকে আরো তথ্য দরকার। তবে ইউএনএইচসিআর আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা জানানোর আবেদন করেছে:

ইতালি-আলবেনিয়া চুক্তিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার বিবৃতি: আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের স্থানান্তরের চুক্তিতে অবশ্যই আন্তর্জাতিক শরণার্থী আইন অনুযায়ী হতে হবে

ইউএনএইচসিআরের প্রতিক্রিয়ায় নরম সুর থাকলেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই চুক্তির কঠোর নিন্দা করেছে:

ইতালীয় কর্তৃপক্ষের #ইউরোপে নিরাপত্তা চাওয়া সমুদ্রে উদ্ধারকৃত লোকদের আশ্রয়ের অনুরোধ পরীক্ষার আগে অন্য দেশে নেওয়া যাবে না।

এটা খুবই পরিষ্কার কথা।

‘উদ্বেগজনক প্রবণতা’

অভিবাসন বিশেষজ্ঞরা বলেছে আশ্রয়প্রার্থী কেন্দ্রের জন্যে ইতালি ও আলবেনিয়ার চুক্তিটি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির তাদের ব্লকের সীমানা পেরিয়ে অভিবাসন ব্যবস্থাপনা প্রচেষ্টার একটি উদ্বেগজনক প্রবণতা। তারা আশ্রয়-প্রার্থীদের আফ্রিকায় সরানোর ডেনমার্কের অনুরূপ একটি পদক্ষেপের কথা স্মরণ করে পরে যা স্থগিত হয়।

ইউরোপের ২০১৫ সালের অভিবাসন সংকটের সময় ইইউ সরকারগুলি তুরস্ক থেকে গ্রীসে পাড়ি জমানো বেশিরভাগ সিরীয় শরণার্থীসহ ১০ লক্ষেরও বেশি লোকের আগমনে অপ্রতিরোধ্য নিরাপত্তা ও কল্যাণ নেটওয়ার্ক এবং অতি-ডানপন্থী মনোভাবের আলোড়ন নিয়ে লড়াই করে। তারপর থেকেই অভিবাসীরা ভূমধ্যসাগরে নৌকায় করে ইতালি, গ্রীস, স্পেন, সাইপ্রাস, মাল্টাসহ সকল ইইউ সদস্য-রাষ্ট্রে আসতে শুরু করে।

ইতালি-আলবেনিয়া চুক্তি সম্পর্কে মন্তব্য করে ইইউর নির্বাহী শাখা ইউরোপীয় কমিশন (ইসি) বলেছে তারা চুক্তির বিশদ বিবরণ সম্পর্কে তথ্যের অনুরোধ করেছে। এএনএসএ নিউজ এজেন্সির বরাত দিয়ে ইসির মুখপাত্র আনিতা হিপার বলেছেন:

আমাদের ইতালীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হয়েছে। আমরা আলবেনিয়ার সাথে অভিবাসী চুক্তির বিশদ বিবরণ পেতে চেয়েছি। আরো মন্তব্যের আগে আমাদের বুঝতে হবে উদ্দেশ্যটি ঠিক কী।

ইতালি ও আলবেনিয়ার মধ্যে কেন্দ্রটির জন্যে চুক্তিটি প্রাক্তন ইইউ সদস্য যুক্তরাজ্যের রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের পাঠানোর পরিকল্পনার মতো কিনা জানতে চাইলে হিপার বলেন:

আফ্রিকার দেশটিতে অভিবাসীদের পাঠাতে রুয়ান্ডার সাথে ব্রিটেনের চুক্তি থেকে এটি আলাদা বলেই মনে হচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .