
অজ্ঞাত ব্যক্তিদের লাঞ্ছনার পর সার উৎপাদক নই নাক হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। নই নাকের ফেসবুক পৃষ্ঠা থেকে নেওয়া ছবি।
কম্বোডিয়ার কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় (এমএএফএফ) কৃষিমন্ত্রী দিথ টিনাসহ সরকারি কর্মকর্তাদের সুনাম ক্ষুন্নকারী একটি প্রতিবেদনের জন্যে স্বাধীন সংবাদ কেন্দ্র কম্বোডীয় সাংবাদিক জোট সমিতির (কম্বোজা) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।
রাজধানী নম পেনের কাছে ১২ সেপ্টেম্বর আটজন হেলমেট-পরিহিত, লাঠিসহ মোটরবাইক চালকদের দ্বারা আক্রান্ত কম্বোজা কৃষক উদ্যোক্তা নই নাক ও তার স্ত্রী সোক সাইনেটের উপর হামলার খবর দিয়েছে।
সার উৎপাদনকারী ও ফল গাছের বিক্রেতা নই নাক সরকারের সীমাবদ্ধ কোভিড-১৯ নীতির সমালোচনার জন্যে ১৮ মাস জেলে খাটেন। গত জুনে মুক্তির পর তিনি তার ৪০ হাজার অনুসরণকারী বিশিষ্ট ফেসবুক পৃষ্ঠায় সরকারি বিশেষ করে কৃষি সম্পর্কিত কর্মসূচির সমালোচনা করতে থাকেন। তার সাম্প্রতিক পোস্টগুলি কম্বোডীয় শ্রমিক ও কৃষকদের অবস্থার উন্নতি করতে ব্যর্থতার জন্যে শ্রম ও কৃষি কর্মকর্তাদের নিন্দা করে। এছাড়াও তিনি তাকে সরকারকে আক্রমণ বন্ধ করতে উৎসাহিত করার জন্যে তার সাথে দেখা করতে আসা কিছু কর্মকর্তার তাকে ক্ষমতাসীন দলে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যানের কথা উল্লেখ করেন।
মানবাধিকার পর্যবেক্ষক উল্লেখ করেছে নই নাককে আক্রমণের পদ্ধতিটি এই বছর লাঠিওয়ালা মোটরসাইকেল চালকদের দ্বারা লাঞ্ছিত বিরোধী সদস্যদের ঘটনার মতো। তারা কর্তৃপক্ষের আক্রমণটিকে ডাকাতির একটি ঘটনা হিসেবে প্রাথমিক সাফাই প্রত্যাখ্যান করা এনই নাককেও উদ্ধৃত করেছে। “আমি মনে করি আমাকে মারধর করা ব্যক্তিরা সরকারের সমালোচনা করার জন্যেই আমাকে হত্যা করার চেষ্টা করেছে,” এনই নাক বলেছেন।
স্থানীয় অধিকার গোষ্ঠী লিকাধোর প্রধান অ্যাম স্যাম আথও কর্তৃপক্ষকে নই নাকের উপর হামলার দ্রুত তদন্ত করার আহ্বান জানিয়ে বিরোধী সদস্যদের বিরুদ্ধে হামলার কথা তুলে ধরেছেন:
বিরোধী দলের অনেক কর্মী হামলার শিকার হলেও এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়নি। বাকস্বাধীনতার উপর বিধিনিষেধের সমালোচনা বা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলার অভিযোগ এড়াতে কর্তৃপক্ষকে অবশ্যই ঘটনাটি তদন্ত করতে হবে।
এমএএফএফ ১৫ সেপ্টেম্বর “সাংবাদিক নৈতিকতার গুরুতর লঙ্ঘন”সহ একটি প্রতিবেদন প্রকাশের জন্যে কম্বোজার নিন্দা করার সময় নই নাকের “ভিত্তিহীন দাবি ও অভিযোগ” খারিজ করে তাদের ফেসবুক পৃষ্ঠায় একটি বিবৃতি প্রকাশ করেছে।
নিবন্ধটি শুধু নই নাকের সরকারি কর্মকর্তা/প্রতিষ্ঠানের সমালোচনা সাম্প্রতিক ভিত্তিহীন বিভিন্ন পোস্ট ও তথাকথিত অধিকার গোষ্ঠীর জল্পনার উপর ভিত্তি করে আক্রমণটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনুমান করে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।
এমএএফএফ কম্বোজার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে তাদের প্রতিবেদনটি “সংশোধন” করতে বলেছে৷
এমএএফএফ কম্বোজা নিউজকে ভবিষ্যতে এই ধরনের বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য ও মানহানিকর জল্পনার পুনরাবৃত্তি বন্ধ নিশ্চিত করার পদক্ষেপ নিতে উৎসাহিত করে, যাতে আইনি পদক্ষেপ গ্রহণের ফলে তৎকালীন ভিওডি’র মতো পরিণতি বরণ করতে না হয়।
প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেন এই বছরের শুরুতে স্বাধীন গণমাধ্যম কেন্দ্র ভিওডি বা গণতন্ত্রের কণ্ঠস্বরের অনুমোদন প্রত্যাহার করেন।
আরো পড়ুন: কম্বোডিয়ার প্রধানমন্ত্রী স্বাধীন সংবাদ কেন্দ্র ভয়েস অফ ডেমোক্রেসির লাইসেন্স প্রত্যাহার করেছেন
The Ministry of Agriculture threatens @cambojanews with the “same outcome” as that of @VOD_English. The ministry claims a story about an activist being beaten bloody was in breach of journalistic ethics.
The spox of the ministry is a former journalist.
So much for “new blood.” pic.twitter.com/t0zTayzvgD
— Ananth Baliga (@antbaliga) September 18, 2023
কৃষি মন্ত্রণালয় @কম্বোজানিউজকে @ভিওডি_ইংরেজির মতো “একই পরিণতি” করার হুমকি দিয়েছে। মন্ত্রণালয় দাবি করেছে একজন রাজনৈতিক কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার গল্পটি সাংবাদিকতার নৈতিকতার লঙ্ঘন।
মন্ত্রণালয়ের মুখপাত্র একজন সাবেক সাংবাদিক।
“নতুন রক্ত”-এর বাড়াবাড়ি।
কম্বোজা নিবন্ধে কৃষিমন্ত্রীর নাম মুছে এবং কিছু নাম সংশোধন করে তার প্রতিবেদন হালনাগাদ করেছে।
গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা
“ডিপ্লোম্যাট” পত্রিকার দক্ষিণ-পূর্ব এশিয়া সম্পাদক সাংবাদিক সেবাস্তিয়ান স্ট্র্যাঞ্জিও লিখেছেন মন্ত্রণালয়ের বিবৃতিটি নতুন সরকারের আমলে সংবাদমাধ্যমের স্বাধীনতার অবস্থা অপরিবর্তিত থাকার একটি ইঙ্গিত:
এমএএফএফের অভিযোগ সমালোচনামূলক প্রতিবেদনকে সরকারি কর্মকর্তাদের খ্যাতি এবং সম্মানের উপর আক্রমণ ঘৃণ্য বিরোধী উদ্দেশ্যের সম্ভাব্য চিহ্ন হিসেবে দেখা সেই পরিচিত রাজনৈতিক নিয়মগুলিকে প্রতিফলিত করে। এই ব্যবস্থায় সাংবাদিকদের তাদের চ্যালেঞ্জের পরিবর্তে ক্ষমতার কাঠামোর সাথে সঙ্গতি বিধানের আশা করা হয়।
বাস্তবে কোনো মন্ত্রণালয় ও রাজনীতিবিদের সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করা একটি গণমাধ্যম কেন্দ্র বন্ধ করার হুমকি দেওয়ার সাহস পিতার চেয়ে হুন মানেত প্রশাসনের প্রতিপক্ষ প্রতিবেদনের প্রতি একটু বেশি সহনশীল হওয়ার একটি প্রাথমিক চিহ্ন বটে।
হুন মানেট ১৯৮৫ সালে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হুন সেনের পুত্র। হুন সেন বিরোধী দলগুলিকে অযোগ্য করার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত যা তার দল ও ছেলের সহজ নির্বাচনী বিজয়ের পথ প্রশস্ত করে। স্বাধীন সংবাদপত্রের উপর দমনাভিযান ছাড়াও হুন সেনের নেতৃত্বাধীন সরকারকে জনগণের নাগরিক স্বাধীনতার উপর পদ্ধতিগত আক্রমণের জন্যে মানবাধিকার গোষ্ঠীগুলিকেও দায়ী করা হয় ।
সীমান্তবিহীন প্রতিবেদকের (আরএসএফ) ২০২৩ বিশ্ব প্রেস স্বাধীনতা সুচকে ১৮০টি দেশের মধ্যে কম্বোডিয়া ১৪৭তম স্থানে।