কেন ‘বার্ট সিম্পসন’ এবং ‘মাঙ্কি ডি. লুফি’ ফিলিপাইনে সিম কার্ড নিবন্ধিত করেছে?

Protesters have warned that the mandatory SIM registration will undermine privacy and the people's right to information.

প্রতিবাদকারীরা বাধ্যতামূলক সিম নিবন্ধন জনগণের গোপনীয়তা ও তথ্যের অধিকারকে ক্ষুন্ন করবে বলে সতর্ক করেছে। #জাংকসিমনিবন্ধন নেটওয়ার্কের টুইটার পোস্ট থেকে নেওয়া ছবি

টিভি চরিত্র কার্টুন সিরিজ “সিম্পসনস” এর বার্ট সিম্পসন এবং অ্যানিমে শো “ওয়ান পিস” এর মাঙ্কি ডি. লুফি বাধ্যতামূলক সিম নিবন্ধন আইন পাস হওয়ার পর ফিলিপাইনে সিম কার্ড নিবন্ধন করা সাম্প্রতিকতম “দুই নাগরিক।” রাষ্ট্রপতির সংগঠিত অপরাধ কমিশন (পিএওসিসি) কার্টুন ছবি ও ভুয়া পরিচয়পত্র নিবন্ধিত করায় দেখানো যায় কীভাবে নতুন প্রবিধান থাকা সত্ত্বেও প্রতারকরা তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যেতে পারে।

অক্টোবর ২০২২ সালে পাস করা আইনটি অনুসারে সকল মুঠোফোন ব্যবহারকারী ও বিদেশী ভ্রমণকারীদের ফোন সম্পর্কিত অপরাধের বিরুদ্ধে সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে তাদের সিম কার্ড নিবন্ধন করতে হবে। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে নিবন্ধনটি পাঠ্য স্প্যাম, ফোন প্রতারণা ও অন্যান্য অযাচিত বার্তার অবসান ঘটাবে। অন্যদিকে আইনের বিরোধিতাকারী অংশীজনরা সতর্ক করেছে বাধ্যতামূলক নিবন্ধন কেবল নিবন্ধিত সিম কার্ড বিক্রির একটি কালো বাজার তৈরি করবে এবং এটি গণনজরদারির একটি হাতিয়ারও হতে পারে।

সর্বোচ্চ আদালতে দাখিল করা একটি আবেদনের দাবি অনুসারে আইনটি “অযৌক্তিক অনুসন্ধান ও বাজেয়াপ্ত করার বিরুদ্ধে সংবিধানে নিশ্চিত সকল সুরক্ষা সরিয়ে দিয়ে গোপনীয়তার অঞ্চলগুলি পদদলিত করে দেয়।” আবেদনের একটি অংশ বলে:

ওটিপি (একবার ব্যবহার্য পাসওয়ার্ড) নির্ভরশীল সকল অ্যাকাউন্ট সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে সকল যোগাযোগ – স্বামী ও স্ত্রী, আইনজীবী ও সেবাগ্রহীতা, ডাক্তার ও রোগী, পুরোহিত ও অনুতপ্ত, সাংবাদিক ও উৎসের মধ্যে সকল কথোপকথন – এর সবই সিম নিবন্ধন আইনের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার চাহিদা অনুযায়ী মাছ ধরার ন্যায্য শিকার হয়ে উঠেছে।

ফিলিপাইনে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ইতোমধ্যে প্রায় ১১.৯ কোটি সিম কার্ড নিবন্ধিত হয়েছে। এটি দেশের জনসংখ্যা ১১ কোটির চেয়ে বেশি। একজন আইন প্রণেতার সন্দেহ বেআইনি নয় বলে ফোন ব্যবহারকারীরা একাধিক সিম কার্ড নিবন্ধন করলেও এর মধ্যে কিছু অতিরিক্ত নিবন্ধন অপরাধমূলক কার্যক্রমের সাথে সম্পর্কিত হতে পারে।

বাস্তবে কর্তৃপক্ষ বেশ কয়েকটি অভিযান চালিয়ে কয়েক হাজার প্রাক-নিবন্ধিত সিম কার্ড বাজেয়াপ্ত করেছে। শুধু একটি অভিযানে পুলিশ ২৮,০০০ নিবন্ধিত কার্ড খুঁজে পায়। এটি পাঠ্য-ভিত্তিক প্রতারণার ক্রমাগত বিস্তারকে ব্যাখ্যা করতে পারে। জাতীয় টেলিযোগাযোগ কমিশন ৫ সেপ্টেম্বর জানিয়েছে তারা সিম নিবন্ধন আইন পাস হওয়ার পরে ইতোমধ্যে পাঠ্য ও ফোন প্রতারণা সম্পর্কিত ৪৫,০০০-এর বেশি অভিযোগ পেয়েছে৷

কেউ কেউ সামাজিক গণমাধ্যমে এই স্প্যাম বার্তার পর্দাছবি পোস্ট করেছে।

@স্মার্টকেয়ার এই ব্যাংক প্রতারকদের স্প্যাম দেখুন

আমি ভেবেছিলাম এখন সিম কার্ড নিবন্ধন অত্যাবশ্যক? কীভাবে আমরা এরকম চেষ্টা করি?

অন্য একটি পর্দাছবিতে ব্যবহারকারীকে একটি সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার জন্যে প্রলুব্ধ করার চেষ্টা করতে দেখানো হয়েছে।

সিম নিবন্ধন আইন নিষ্ক্রিয় করুন, আমাদের সিমগুলো নয়! #জাংকসিমনিবন্ধন

এমনকি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ইভান জন উই প্রতিদিন স্প্যাম বার্তা পাওয়ার কথা স্বীকার করেছেন। গণমাধ্যম এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতারকরা ব্যবহারকারীদের লক্ষ্যবস্তু করার জন্যে বিভিন্ন নতুন উপায় অবলম্বন করেছে।

… এই পদ্ধতিটি বন্ধ করার জন্যে আমাদের আইন প্রণেতারা সিম কার্ড নিবন্ধন নিয়ে এসেছে। এর অর্থ এই নয় যে অপরাধীদের কাছে তাদের প্রতারণা চালানোর অন্য কোনো উপায় নেই।

তিনি নিবন্ধিত সিম কার্ডের বেআইনি ক্রয়, ভুয়া পরিচয়পত্র তৈরি ও মুঠোফোন ব্যবহারকারীদের তথ্য সংগ্রহে সামাজিক গণমাধ্যমের ভূমিকার কথা স্বীকার করেছেন।

আইনটির বাস্তবায়নের দায়িতে থাকা সিনেটের শুনানিতেও এই বিষয়গুলি আলোচনা করা হয়। জাতীয় তদন্ত ব্যুরো জানিয়েছে তারা একটি হাস্যরত বানরের ছবি দেখানো একটি পরিচয়পত্র নিবন্ধন করতে সক্ষম হয়েছে।

এনবিআই অনুসারে, ভুয়া ছবি ও পরিচয় দিয়ে সহজেই ফিলিপাইনে সিম কার্ড নিবন্ধনকে প্রতারিত করা যায়।

এক সপ্তাহ পরে পিএওসিসি বার্ট সিম্পসন ও মাঙ্কি ডি. লুফির জন্যে সিম কার্ড নিবন্ধিত করে

দেখুন: টেলিযোগাযোগ কোম্পানির ভুল ফাঁস; কার্টুন চরিত্র বার্ট সিম্পসন ও অ্যানিমে চরিত্র মাঙ্কি ডি. লুফির ফটোসহ পরিচয়পত্র সিম নিবন্ধনে ব্যবহার করা হয়েছে।

আইনটির অন্যতম প্রবক্তা সিনেটর উইন গ্যাচালিয়ান ক্ষুব্ধ:

বৈধকরণের অন্তত কিছু ধরন থাকা দরকার যাতে আমরা সর্বশেষ বৈধকরণের জন্যে দায়ী তা সনাক্ত করতে পারি। আমরা ঘোড়া, বানর ও গরিলাদের নিবন্ধিত হতে দিতে পারি না। আমাদের কিছু একটা করতে হবে। আমরা কিছু করলে এটা বারবার ঘটবে।

আইনের আরেকজন প্রণেতা সিনেটর গ্রেস পো সিম নিবন্ধনের জন্যে একটি সরাসরি সেলফি যুক্ত করে নিয়ম সংশোধন করতে চান। তিনি আইনটি স্থগিতের আহ্বানও খারিজ করে দেন।

সমস্যাটি সিম নিবন্ধন আইনের নয়, এটি প্রয়োগের মধ্যে।

আইনটিতে প্রতারকদের বিরুদ্ধে যথেষ্ট দাঁতের পাশাপাশি আমাদের জনগণের গোপনীয়তার সুরক্ষা রয়েছে।

সংশ্লিষ্ট এজেন্সি ও যোগাযোগ কোম্পানিগুলি অবশ্যই নিবন্ধন বন্ধ না করে তাদের কার্যকর বাস্তবায়নের ত্রুটিগুলি বন্ধ করতে সক্ষম হবে।

প্রতারকদের বিরুদ্ধে হাল ছেড়ে দেওয়া কোনো বিকল্প নয়।

এদিকে কিছু আইন প্রণেতা কড়া জরিমানাএকাধিক সিম কার্ড নিবন্ধনের জন্যে খরচ নেওয়ার আহ্বান জানিয়েছে৷ ডিজিটাল অধিকার আইনজীবী টনিও ক্রুজ প্রতারকদের পিছনে দৌড়ানোর পরিবর্তে মনোযোগ দানে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন:

কর্তৃপক্ষের নির্বিচার সীমাবদ্ধতা বা অপ্রয়োজনীয় ফি চার্জের মাধ্যমে বৈধ ব্যবহারে বাধা দেওয়া উচিত নয়। এর পরিবর্তে তাদের সিন্ডিকেটগুলির হাজার হাজার সিম কার্ড দখলে রাখা থেকে শুরু করে ই-মানি ও অনলাইন ব্যাংক লেনদেনে এগুলির ব্যবহার বিবেচনায় রেখে পূর্ণ মাত্রায় আইনটির প্রয়োগ করা উচিত।

ডিজিটাল অধিকার কর্মীরা আইন প্রণেতাদের ব্যক্তিদের আরো বেশি গোপনীয়তা ও নাগরিক স্বাধীনতা লঙ্ঘন করা অতিরিক্ত নিয়ম প্রবর্তনের বিষয়ে সতর্ক করেছেন।

সিনেটের কোনো তদন্ত বা প্রস্তাব অকার্যকর ও নিবর্তনমূলক সিম নিবন্ধন আইনটিকে ঠিক করবে না
জাংক সিম নিবন্ধন নেটওয়ার্কের প্রেস বিবৃতি

ব্যাপক পাঠ্য অপরাধ ও প্রতারণা মোকাবেলায় সিম নিবন্ধন আইনকে “ঠিক করার” জন্যে বিভিন্ন আইন প্রণেতাদের পাঠানো নানা প্রস্তাব

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .