সংস্থাগুলি কীভাবে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে

An illustration of a grey hand over a purple and blue background with lines and dots.

অলঙ্করণে ট্যাকটিক্যাল টেক (কৌশলগত প্রযুক্তি)।

একটি অংশীদারিত্ব চুক্তির অধীনে গ্লোবাল ভয়েসেস কৌশলগত প্রযুক্তি.অর্গে মূলত প্রকাশিত স্তেফানি ফেলসবার্গারের লেখা এই নিবন্ধটির একটি সম্পাদিত সংস্করণ পুনঃপ্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রে ২০২২ সালে গর্ভপাতের অধিকার বাতিলের পরে মানুষের প্রজনন জীবনের নজরদারি সম্পর্কিত বিতর্ক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ বিতর্ক মাসিক অনুসরণের বিভিন্ন অ্যাপ: কীভাবে তারা ব্যবহারকারীর ডেটা ভাগাভাগি করে সম্ভাব্য গর্ভাবস্থার অবসান ঘটাবে, জনগণ তাদের অ্যাপ মুছবে কিনা বা কোন অ্যাপগুলি নিরাপদ তা নিয়ে।

মাসিক অনুসরণের অ্যাপ্গুলির উপর এই মনোযোগ জনগণের প্রজনন অধিকারকে হুমকির মুখে ফেলার মতো সকল মানুষের অনলাইন আদান-প্রদান অনুসৃত ও “ডেটাকৃত” এবং অর্থে রূপান্তরিত গভীরতর, পদ্ধতিগত উপায়গুলি থেকে দূরে সরিয়ে দিয়েছে। বেসরকারি সংস্থাগুলির ডেটা সংগ্রহ ও বিভিন্ন রাজ্যের জনগণের প্রজনন অধিকার নজরদারির মধ্যে সংযোগগুলি কী কী? এই চলমান আলোচনার উপর কিছু আলোকপাত করা এই নিবন্ধটির লক্ষ্য।

বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানি প্রজনন, বিশেষ করে মাসিক সম্পর্কে ডেটা অনুসরণ ও সংগ্রহ করে। এটি প্রায়শই ডেটার আর্থিক মূল্য, অনুসরণের পরিমাণ বা এর ক্ষতিকারক ব্যক্তিগত বা সম্মিলিত পরিণতি সম্পর্কে জনগণের জ্ঞান বা সচেতনতা ছাড়াই ঘটে থাকে।

ডেটা পুঁজিবাদ: প্রজনন স্বাস্থ্য ডেটার মূল্য কতো?

আজ বেশিরভাগ প্রযুক্তি বা ইন্টারনেট-ভিত্তিক কোম্পানির ব্যবসায়িক মডেলগুলি ডেটার জন্যে বৃহৎ বাজারের সাথে গভীরভাবে সংযুক্ত। এই প্রতিষ্ঠানগুলির বেশিরভাগই ব্যবহারকারী ও সম্ভাব্য ব্যবহারকারীদের যেকোনো জায়গা থেকে যেকোনো উপায়ে যতোটা সম্ভব ব্যক্তিগত ডেটা বের করার চেষ্টা করে। তারপর বিভিন্ন ক্রিয়াশীলরা হয় এই ডেটা বিক্রি করে অথবা ভাগাভাগি বা একত্রিত করে ব্যবহারকারীর প্রোফাইলে প্রবেশযোগ্যতা বা এই ডেটাতে অন্তর্দৃষ্টি বিক্রি করে। এই ব্যবস্থা সরকারগুলিকে জনগণের ব্যক্তিগত তথ্যে প্রবেশযোগ্য করে। জনগণের প্রজনন বা অন্যান্য অধিকারের উপর নজরদারি করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি হয় জনগণের ব্যক্তিগত তথ্যে প্রবেশযোগ্যতার অনুরোধ করতে পারে কোম্পানিগুলির কাছে যাতে আইন অনুসারে সাবপোনার মাধ্যমে অথবা এমনকি বাজার থেকে ডেটা সেট কিনে তাদের তথ্য জমা দিতে হয়। তাই কোম্পানিগুলি কীভাবে ডেটা সংগ্রহ করে তার প্রয়োজনীয়তাকে অর্থে রূপান্তরিত করে তার উপর একটি বিস্তৃত মনোযোগ এই বিশ্লেষণের অংশ হওয়া দরকার।

মাসিক ও অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত ডেটা জনগণ, তাদের শরীর ও তাদের অভ্যাস সম্পর্কে ঘনিষ্ট বিবরণ প্রকাশ করতে পারে বলে ভাগাভাগি ও বিক্রি করা ডেটাসেটের অংশ হলো জনগণের মাসিক চক্রের তথ্য। একজন ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন, (বাস্তব বা অনুভূত) হরমোনের ওঠানামাকে কাজে লাগানোর চেষ্টা করে বিজ্ঞাপন তৈরি, অথবা কিছু বিজ্ঞাপনদাতা ও সরকার বা এমনকি সম্ভাব্য নিয়োগকর্তাদের জানতে চাওয়া যে কেউ গর্ভবতী হয়েছে বা গর্ভবতী হওয়ার চেষ্টা করছে কিনা তা নির্ধারণের মতো এমন বিভিন্ন উদ্দেশ্যে এই তথ্যটি ব্যবহৃত হতে পারে। এছাড়াও চক্র-অনুসরণের তথ্য কারো রাজনৈতিক বিশ্বাস সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে যা প্রভাব শিল্পে কর্মরত কোম্পানিগুলিকে রাজনৈতিক বিজ্ঞাপন দিয়ে বিশ্বব্যাপী নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার জন্যে জনগণকে লক্ষ্যবস্তু করতে দেয়।

Illustration of hands interacting with a cellphone.

অ্যানিমেশন ‘আপনার ঘনিষ্ট ডেটায় অনেক হাত।’ এসআইডিএ’র সহায়তায় তৈরি অ্যানিমেশন। বাচ্চাও প্রকল্পের গবেষণা। পোস্টারের নকশা করেছে কৌশলগত প্রযুক্তি, অ্যানিমেশন করেছে ক্লাস ডিয়ারসম্যান।

চক্র-ভিত্তিক বিজ্ঞাপন হিসেবে পরিচিত একটি চর্চা মাসিক চক্রের সময় সংঘটিত হরমোনের পরিবর্তনগুলিকে কাজে লাগাতে চায়। বিজ্ঞাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামকগুলির মধ্যে একটি হলো কেউ গর্ভবতী কিনা তা জানা। বাচ্চা হওয়ার অর্থ হলো যে কারো (কেনাকাটার) রুটিনগুলি সামনের বছরের জন্যে নতুন আকার পাওয়া। এটি নতুন পিতামাতার কেনাকাটার অভ্যাস, বিশেষ করে নারীদের ক্ষেত্রে কোম্পানিগুলির নিজেদেরকে সাজিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী কেনাকাটা গৃহস্থালীর শ্রমেরই অংশ যার জন্যে ঐতিহাসিকভাবে নারীরাই দায়ী৷ উদাহরণস্বরূপ অন্তত ২০ বছর ধরে এই ব্যবসায় থাকা উত্তর আমেরিকার খুচরা বিক্রেতা টার্গেট ২০১২ সালে কথিতভাবে একটি কিশোরীর পিতামাতার আগেই তার গর্ভাবস্থা সম্পর্কে জেনে শিরোনামে পরিণত হয়। এটি গর্ভবতী ব্যক্তিদের ডেটার আর্থিক মূল্যেও প্রতিফলিত করে: একজন গড় ব্যক্তির ডেটার মূল্য ০.১০ ডলার (প্রায় ১১ টাকা) হলে একজন গর্ভবতী ব্যক্তির ডেটার মূল্য ১.৫০ ডলার (প্রায় ১৬২ টাকা)। অতএব, গর্ভবতী ক্রেতাদের সনাক্ত করতে পারা কোম্পানিগুলিকে কোটি কোটি টাকা লাভে সহায়তা করতে পারে।

মাসিক অনুসরণকারী অ্যাপগুলি এমনকি জনগণের প্রজনন জীবন সম্পর্কিত তথ্যে কোম্পানি ও সরকারের প্রবেশকে সহজতর করতে পারে। ২০১৯ সালের একটি গবেষণায় গবেষকরা প্রকাশ করেছে গুগল প্লেতে অর্ধ কোটিরও বেশি ডাউনলোডকৃত একটি জনপ্রিয় মাসিক অনুসরণকারী মায়া ব্যবহারকারীরা কখন অ্যাপটি খোলেন তখন ফেসবুককে জানিয়ে দেয়। আরো গুরুত্বপূর্ণ হলো ব্যবহারকারীরা গোপনীয়তা নীতিতে সম্মত হওয়ার আগেই মায়া ফেসবুকের সাথে ডেটা ভাগাভাগি করেছে।

তবে মাসিক অনুসরণকারীরা প্রজনন সম্পর্কিত ডেটা বিক্রি ব্যবসার একমাত্র সংস্থা নয়। অবস্থান-ভিত্তিক তথ্য বিক্রি করা বিজ্ঞাপন কোম্পানিগুলি গর্ভবতী ব্যক্তিদের সম্পর্কে ডেটা থেকেও আয় করে — এবং এক্সটেনশনের মাধ্যমে কে গর্ভপাত ক্লিনিকে গিয়েছে বা প্রবেশ করেছে তা প্রকাশ করতে পারে৷ আরেকটি উদাহরণ হলো ক্লিনিকগুলিতে যাওয়া লোকেদের সম্পর্কে তথ্য বিক্রি ও গর্ভপাত করানো কোম্পানি নিরাপদ_লেখ। নিরাপদ_লেখ জনগণের গোষ্ঠী সম্পর্কে বেনামী তথ্য বিক্রি করলেও জনগণ কোথা থেকে এসেছে, তারা কতক্ষণ ক্লিনিকে ছিল এবং পরে তারা কোথায় গিয়েছিল তাও অন্তর্ভুক্ত করে। তথ্যের এই সেটটি ডেটাসেটের বেনামীতাকে বিপরীতমুখী করা সহজ করে তোলে।

সাধারণভাবে ডেটা দালালরা বিভিন্ন ব্যবহারকারীর প্রোফাইলে যুক্ত করার জন্যে জনগণ সম্পর্কে সকল ধরনের তথ্য পেতে চায়; প্রায়শই এর মধ্যে যৌন নিপীড়ন থেকে বেঁচে থাকা অথবা নির্দিষ্ট অবস্থা, অসুস্থতা বা চিকিৎসা সম্পর্কিত তথ্যের মতো অত্যন্ত সংবেদনশীল তথ্যও অন্তর্ভুক্ত থাকে।

এসআইডিএ’র সহায়তায় তৈরি অ্যানিমেশন। বাচ্চাও প্রকল্পের গবেষণা। পোস্টারের নকশা করেছে কৌশলগত প্রযুক্তি, অ্যানিমেশন করেছে ক্লাস ডিয়ারসম্যান।

বিজ্ঞাপনের লক্ষ্যবস্তু হওয়া ঘনিষ্ট ডেটায় প্রবেশ করা কোম্পানিগুলির জন্যে নির্বিরোধ ফলাফল বলে মনে হলেও ব্যাপারটি পুরোপুরি তা নয়। এই বিজ্ঞাপনগুলি আপনার কাছে পণ্য বিক্রি করার জন্যে আপনাকে লক্ষ্যবস্তু করা ছাড়াও রাজনৈতিক প্রার্থী ও মতাদর্শ প্রচারকারী বিজ্ঞাপনগুলিকেও জানাতে পারে। উপরন্তু গর্ভাবস্থা-সম্পর্কিত বিজ্ঞাপনগুলি ব্যাপক ও “আঠালো।” একবার “প্রত্যাশিত পিতামাতা” ও “নারী” হিসেবে চিহ্নিত হলে এমনকি গর্ভাবস্থা আগেই শেষ হয়ে গেলেও আপনি এই বিজ্ঞাপনগুলি সর্বত্র দেখতে পাবেন

মাসিকের তথ্য অন্তর্নিহিত স্বাস্থ্যের অবস্থা বা কেউ গর্ভবতী হওয়ার চেষ্টা করছে প্রকাশ করতে পারে বলে (যুক্তরাষ্ট্রে) নিয়োগকর্তারা নিয়মিতভাবে এই তথ্যটি সংগ্রহ করলে তা বীমা হারকে প্রভাবিত করতে পারে। লোকদের পদোন্নতি বা নিয়োগ না হওয়ার ক্ষেত্রে গর্ভাবস্থা এখনো একটি কারণ; তাই একজন নিয়োগকর্তার চক্র-সম্পর্কিত ডেটা সংগ্রহ চাকরির ভবিষ্যৎকেও ক্ষতিগ্রস্ত করতে পারে

এটা শুধু ‘পছন্দ’ সম্পর্কিত নয়

এই সমস্যার সমাধানটিকে প্রায়শই ব্যক্তিগত বা ভোক্তাদের পছন্দ ও গোপনীয়তা মতো করে দেখা হলেও ব্যক্তিদের তাদের ডেটার কী ঘটবে সে সম্পর্কে জানানো ও তাদের বিকল্পগুলি সরবরাহ করা সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অবশ্যই কীভাবে জাতি, লিঙ্গ, শ্রেণি ও ক্ষমতা লো্কদের পছন্দ সীমিত করতে পারে তার একটি আলোচনাও কথোপকথনের অংশ হতে হবে।

ব্যক্তিরা তাদের অনুসরণের সিদ্ধান্ত পরিবর্তন করলেও তা জনগণের প্রজনন জীবনের এই বিস্তৃত ডেটা সংগ্রহের যৌথ ক্ষতি ও নিম্নধারার প্রভাবগুলি খুব কমই প্রশমিত করতে পারে। এমনকি আপনি কোনো ডেটা বিক্রি না করা সবচেয়ে নিরাপদ মাসিক অনুসরণকারী খুঁজে পেলেও আপনার ডেটা অন্যদের অসুবিধায় ফেলতে ব্যবহার করা যেতে পারে।

আমাদের অনলাইন বা অফলাইনে মুখোমুখি হওয়া ঝুঁকি ও বাধাগুলি যে একইরকম নয় তা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। নজরদারির ক্ষেত্রে প্রান্তিক গোষ্ঠীগুলো বেশি ঝুঁকিতে থাকে এবং তাদের প্রজনন অধিকার ঐতিহাসিকভাবে ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। এই অপ্রতিরোধ্য পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ নিয়ে আলোচনায় এই ইতিহাস, সংহতি ও পারস্পরিক যত্নকে কেন্দ্রীভূত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .