কর্তৃপক্ষ ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধ সত্ত্বেও পাকিস্তানে নারী দিবসে নারীরা মিছিল করেছে

Aurat March in Lahore, Pakistan. Match 8, 2023. Image by the author.

পাকিস্তানের লাহোরে নারীদের মিছিল। ৮ মার্ছ, ২০২৩। লেখিকার তোলা ছবি।

লাহোর, করাচি এবং মুলতানে আওরাত মার্চের (নারীদের  মিছিল) আয়োজকরা এই সপ্তাহে পাকিস্তান জুড়ে পরিকল্পিত আন্তর্জাতিক নারী দিবসের সমাবেশের কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের বিরোধিতার মুখোমুখি হয়। কিছু বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও সমাবেশের জন্যে কিছু বিধিনিষেধ মেনে তারা শেষ পর্যন্ত ৮ মার্চ তারিখে বিশাল সংখ্যায় বেরিয়ে আসতে সক্ষম হয়।

সাংবাদিক ভিনগাস টুইট করেছেন:

#ঘোটকিতে #নারীমিছিলের স্লোগান: ‘যতদিন নারী হত্যা চলবে, ততোদিন আমরা লড়াই চালিয়ে যাবো।’
আমি জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে কোন স্লোগান আছে কিনা ভাবছি 🤔

নারীবাদী কর্মী নিশাত আনজুম টুইট করেছেন সব লিঙ্গের মানুষ ইসলামাবাদের মিছিলে যোগ দিয়েছে:

ইসলামাবাদে নারীদের মিছিলে ট্রান্স সম্প্রদায়, হাজারা সম্প্রদায়, আফগান নারী, তরুণী, পরিবার, সাধারণ নারী সবাই রয়েছে। কি সুন্দর দিন #নারীমিছিল২০২৩ #নারীদেরমিছিলএসবি

নারীবাদী কর্মী, অভিনেত্রী ও লেখিকা শামা জুনেজো টুইট করেছেন:

সে কী দুর্দান্ত ছেলেকে বড় করেছে 💞#নারীদেরমিছিল #আইডাব্লিউডি২০২৩

নারীদের মিছিলটি পাকিস্তানে পিতৃতন্ত্রের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের সমর্থক আমরা নারীরা নারীবাদী সমষ্টি নামের নারীবাদী গোষ্ঠী আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান। তিনটি বড় শহরে ২০১৮ সালে নারী দিবসে প্রথম মিছিল হলে সর্বস্তরের নারীরা রাস্তায় নেমে আসে। তারপর থেকে আন্দোলনটি পাকিস্তানের আরো অনেক শহরকে অন্তর্ভুক্ত করার জন্যে বিস্তৃত হয়। দাবি তুলে ধরার জন্যে প্রতিটি অধ্যায়ের নিজেদের স্বকীয় থিম, ডিজিটাল চিত্র, ব্যানার, স্লোগান এবং রাস্তার পরিবেশনা রয়েছে।

বিগত বছরগুলিতে নারীদের মিছিলটি প্রশাসন ও ধর্মীয় গোষ্ঠীগুলির বিরোধিতার মুখোমুখি হয়। এবছরও তার ব্যাতিক্রম হয়নি।

লাহোরে নারীদের মিছিল

উদাহরণস্বরূপ, লাহোরে সমাবেশের আয়োজকদের সমাবেশ ও বড় প্রকাশ্য অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া একটি অনাপত্তি শংসাপত্র (এনওসি) প্রত্যাখ্যান করা হয়। জেলা প্রশাসন লজ্জা-শরমের মিছিল (ধর্মীয় গোষ্ঠীগুলির সংগঠিত একটি পাল্টা পদযাত্রা) এবং নারীদের মিছিলের মধ্যে সম্ভাব্য সংঘর্ষের উদ্বেগের কথা উল্লেখ করে। আদালতের ২০২০ সালে আয়োজকদের প্রতিবাদ করার অধিকার দেওয়ার কথা মনে করিয়ে দেওয়া সত্ত্বেও এই বছর তাদের এনওসি প্রত্যাখ্যান করা হয়।

আমরা শহরের প্রশাসককে মনে করিয়ে দিতে চাই যে আদালত ইতোমধ্যে নারীদের মিছিল অনুষ্ঠানের অধিকার সমুন্নত রেখেছে। ২০২০ সালে লাহোর এবং ইসলামাবাদের উচ্চ আদালত যথাক্রমে মিছিলটিতে বক্তৃতা ও সমাবেশের সাংবিধানিক অধিকার বহাল রেখে সরকারকে অনুমতি প্রদানের নির্দেশ দিয়েছে।

পাকিস্তানের মানবাধিকার কমিশন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া প্রশাসন প্রদর্শিত প্রতিরোধের সমালোচনা করেছে। জনসাধারণের প্রতিক্রিয়ার প্রভাবে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি প্রদেশটিতে প্রশাসনের মিছিল করতে বিক্ষোভকারীদের বাধা না দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

লাহোর উচ্চ আদালত উভয় পক্ষকে যতো তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করার নির্দেশ দেয়। মিছিলকারীরা স্থান পরিবর্তনে রাজি হলেও আদালত আয়োজকদের একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অতিথিদের আমন্ত্রণ না করার এবং সামাজিক গণমাধ্যমে বিতর্কিত বিবৃতি পাঠানো থেকে বিরত থাকার নির্দেশ দেয়। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফও একই তারিখে লাহোরে একটি নির্বাচনী সমাবেশ করার কথা বললেও কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোন উদ্বেগ প্রকাশ করেনি।

৮ মার্চ পরিকল্পিত সমাবেশের প্রাক্কালে লাহোরের নারীদের মিছিল আয়োজকরা ৬০ টি দাবির একটি তালিকা প্রকাশ্যে ঘোষণা করে যার মধ্যে পিতৃতান্ত্রিক সহিংসতার অবসান এবং নীতিনির্ধারণী ভূমিকায় নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি রয়েছে। চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও তারা পরিকল্পনা অনুযায়ী মিছিল অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে

অবশেষে লাহোর উচ্চ আদালতের আশীর্বাদে আমরা  বলতে পারি: নারীদের মিছিল শুভ হোক!

📍জাতীয় তথ্যভিত্তি ও নিবন্ধন কর্তৃপক্ষের কেন্দ্র ফ্যালেটিস হোটেলের বাইরে শিমলা পাহাড়ির কাছে
⏱️ দুপুর ২-৬ টা
জল, একটি টুপি, আপনার মুখোশ এবং প্ল্যাকার্ড নিয়ে আসুন – এবং আপনার জোশ! #নারীদেরমিছিললাহোর #নারীদেরমিছিল২০২৩ #সমাধানশুধুনারীবাদ

মুলতানে নারীদের মিছিল:

নারীদের মিছিল মুলতান অধ্যায়ের আয়োজকরা একই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে তারাও তাদের জেলা প্রশাসনের কাছ থেকে এনওসি পায়নি।

ডিসি মুলতানের নাওয়ান শেহার চকে নারীদের মিছিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের উপর আক্রমণ। তবে আমরা নিরুৎসাহিত হবো না। আমরা লিঙ্গ সমতা, জলবায়ু ন্যায়বিচার এবং নারী ও ট্রান্স অধিকারের জন্যে আমাদের কণ্ঠ তোলার আরেকটি উপায় খুঁজে বের করবো।

কিন্তু অনেক আলোচনার পর শেষ পর্যন্ত কিছু বিধিনিষেধসহ তাদের মিছিল করার অনুমতি দেওয়া হয়।

আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে জেলা প্রশাসন এই বছরের #নারীদেরমিছিলমুলতানের জন্যে এনওসি দিয়েছে। আমরা আশা করছি আগামীকাল বিকাল ৪ টায় নতুন শেহার চকে আপনাদের সবার সাথে দেখা হবে। আপনার প্ল্যাকার্ড আনুন এবং আমাদের সাথে ভগিনীত্ব উদযাপন করুন। #মিছিলতোহবেই #নারীদেরমিছিল২০২৩

করাচিতে নারীদের মিছিল:

Image from Facebook Page of Aurat March Karachi chapter. Used with permission.

করাচিতে অংশগ্রহণকারীদের উত্থাপিত স্লোগানগুলিকে “পাকিস্তানি সমাজের মূল্যবোধের বিরুদ্ধে” উল্লেখ করে মিছিলটিকে নিষিদ্ধ করার জন্যে সিন্ধু আদালতে একটি আবেদন জমা দেওয়া হয়। তবে আদালত আবেদনটি প্রত্যাখ্যান করে পর্যবেক্ষণে বলেছে স্লোগানগুলি আপত্তিজনক নয় এবং পাকিস্তানের সংবিধান সমস্ত নাগরিকের চলাচলের স্বাধীনতার নিশ্চয়তা দেয়। আদালত আবেদনকারীদের পাকিস্তানি ২৫,০০০ রুপি (প্রায় ৯,৫০০ টাকা) জরিমানা করেছে এবং  অনাদায়ে জাতীয় তথ্যভিত্তি ও নিবন্ধন কর্তৃপক্ষকে (এনএডিআরএ) তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইসি) ব্লক করার নির্দেশ দিয়েছে। এছাড়াও আদালত আবেদনটিকে প্রচারের কৌশল বিবেচনা করেছে। এদিকে নারীদের মিছিলের করাচি অধ্যায় ৮ মার্চ সাপ্তাহিক কর্মদিবস হওয়ায়  শ্রমিক-শ্রেণির নারীদের বাসস্থানের জন্যে ১২ মার্চ বিক্ষোভ করবে

ইসলামাবাদে নারীদের মিছিল:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুলিশ ৮ মার্চ, ২০২৩ তারিখে “নারীদের মিছিলে” শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে। দিনের শুরুতে ইসলামাবাদ উচ্চ আদালত শহরটিতে নারীদের মিছিল সমাবেশের অনুমতিকে চ্যালেঞ্জ করে একজন রাজনীতিকের দায়ের করা একটি আবেদন প্রত্যাখ্যান করে।

রাজনীতিবিদ খুশাল খান টুইট করেছেন:

ইসলামাবাদ প্রেসক্লাবের সামনে ইসলামাবাদের নারীদের মিছিল। মিছিল যাতে না হয় সেজন্যে প্রশাসন ও পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। চরমপন্থী গুন্ডারাও অংশগ্রহণকারীদের ভয় দেখানোর জন্যে জড়ো হয়েছে। নিতান্তই লজ্জাজনক।

জলবায়ু কর্মী হানিয়া উল্লেখ করেছেন:

আজ ইসলামাবাদে নারীদের মিছিল। বিশৃঙ্খল, হৃদয়বিদারক এবং হতাশাজনক।

শিক্ষা, সহিংসতা থেকে মুক্তি, মৌলিক মানবাধিকারের দাবি সমাজকে খুব সাংঘাতিকভাবে আলোড়িত করে।

তারা বন্দুকওয়ালা একটি মেয়েকে ভয় পায়

চলচ্চিত্র নির্মাতা ও লেখক জাভারিয়া ওয়াসিম প্রতিবাদ করেছেন:

এই মুহূর্তে #ইসলামাবাদের #নারীদেরমিছিলে গণমাধ্যম কর্মী ও পুলিশ বাহিনীর প্রদর্শিত আচরণে নিদারুণ বিরক্ত।
তারা শুধু আমাদের মত প্রকাশের স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়াচ্ছে না, তারা ট্রান্সলিঙ্গ সম্প্রদায় ও সংগঠকদের উপরেও শারীরিক আক্রমণ করেছে।

ডন পত্রিকার মতামত অংশে প্রাক্তন সাংবাদিক ও শিক্ষাবিদ মারিয়া আমির জোর দিয়ে বলেছেন প্রাকৃতিকভাবে সম্প্রসারিত নারীদের মিছিল শেষ পর্যন্ত বিজয়ী হবে। দীর্ঘদিন ধরে পুরুষতান্ত্রিক ব্যবস্থার দুর্ব্যবহার ও অবহেলা সহ্যকারী পাকিস্তানি নারীরা তাদের ক্ষোভ ও প্রতিবাদকে শিল্পে রূপান্তরিত করে তাদের ভীতি প্রদর্শনের চেষ্টাকারী পুরুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .