বলকান দেশসমূহে একটি নতুন আন্ত-আঞ্চলিক গুজব বিরোধী উদ্যোগ চালু হয়েছে

বলকান অঞ্চলের বেশিরভাগ অংশের স্যাটেলাইট ছবি। সূত্রঃ নাসা ভিজিবল আর্থ, পাবলিক ডোমেইন।

মেটামোর্ফোসিস ফাউন্ডেশন সহ পাঁচটি বলকান দেশের নয়টি সংস্থা এই অঞ্চলে বলকানদের জন্য প্রথম আন্তঃসীমান্ত গুজব প্রতিরোধী উদ্যোগ এন্টি-ডিসিশনফরমেশন নেটওয়ার্ক (এডিএন-বলকানস) চালু করতে একটি শিবিরে একত্রিত দিয়েছে।

এই নেটওয়ার্কটিতে উত্তর ম্যাসেডোনিয়া, গ্রীস, সার্বিয়া, কসোভো এবং আলবেনিয়া থেকে আসা সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলির অনুরূপ গোষ্ঠীর সাথে সহযোগিতা করে কাজ করবে।

আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) দ্বারা ঘোষিত ২ এপ্রিল আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং দিবসেই এই উদ্যোগটি শুরু হয়েছিল।

যদিও এই উদ্যোগের কিছু প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের সদস্য এবং এর নীতিমালার স্বাক্ষরকারী হিসেবে রয়েছে, কিন্তু এডিএন-বলকানস সদস্যপদ কেবল ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলির মধ্যেই সীমাবদ্ধ নয়, কারণ এটি নাগরিক সমাজ সংস্থা, মিডিয়া আউটলেট, স্কুল, এবং অন্যান্য সকল কিছুকে সহযোগিতা করার ক্ষেত্রে আশাবাদী।

এই জাতীয় সমস্যাযুক্ত ইতিহাসের সাথে একটি অঞ্চলে জাতীয় এবং ভাষাগত বিভাজনগুলিসহ একত্রিত করা সহজ কৃতিত্ব নয়। প্রতিষ্ঠাতা সংস্থাগুলি একটি ঘোষণা জারি করে জোর দিয়ে বলেছে যে বলকানদের অবস্থার জন্য বিস্তৃত আঞ্চলিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন, কারণ গুজবের প্রবণতা প্রতিটি দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক দৃশ্যের সীমানা অতিক্রম করে এবং নির্দিষ্টতার পরিবর্তন ঘটায়।

গত দুই বছরে, গ্লোবাল ভয়েসেস এডিএন-বলকানসের সহ-প্রতিষ্ঠাতা মেটামোর্ফোসিস ফাউন্ডেশন এবং ইস্তিনোমারের সাথে গ্রিস, স্লোভেনিয়া থেকে উত্তর ম্যাসেডোনিয়াতে হাঙ্গেরিয়ান-বিজ্ঞাপনের দ্বারা গুজবের প্রচারকে কভার করার বিষয়ে কাজ করেছে, সার্বিয়ান মিডিয়া ক্ষেত্রের উপর রাশিয়ার প্রভাবকে অন্য পোস্ট-যুগোস্লাভ দেশসমূহ প্রবেশদ্বার হিসাবে চিহ্নিত করেছে , অঞ্চলটিতে বিকল্প স্বাস্থ্য ম্যাগাজিনের মাধ্যমে রাশিয়ান কোমল শক্তির বিস্তার এবং এর সাথে সম্পর্কিত অসংখ্য সমস্যাও চিহ্নিত করেছে। গ্লোবাল ভয়েসেস এর প্রজেক্টের আওতায় নাগরিক মিডিয়া পর্যবেক্ষণের একটি পাইলট তদন্তের পরীক্ষামূলক ক্ষেত্র হিসাবে কাজ করেছিল বলকানসগণ।

এডিএন-বলকানস বিভিন্ন সংস্থার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বিকাশ লাভ করেছে, যার সহযোগিতা গত দুই বছরে আরও বৃদ্ধি পেয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকটি মিডিয়া আউটলেট প্রতিষ্ঠাতা, যারা এই নেটওয়ার্কে যোগ দিয়েছে।

এডিএন-বলকানসের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে মেটামোরফোসিস উত্তর ম্যাসিডোনিয়া থেকে   ট্রুথমিটার.এমকেপোর্টালব.এমকে এবং  মেটা.এমকে ইস্তিনোমার সার্বিয়া থেকে; ফক্টোজে.এল আলবেনিয়া থেকে ; কসোভো থেকে দুটি সংস্থা এবং তাদের মিডিয়া আউটলেট: কর্নো বেলি সোভেট (সিবিএস), এবং ইন্টারনিউজ কসোভা, প্রতিষ্ঠাতা  কেএএলএলএক্সও পোর্টাল। গ্রীস থেকে হল জেএজ.জিআর যা নিউজ লিটারেসি সেন্টার থেকে ক্ষমতাপ্রাপ্ত, এলিনিকা হোক্সেসপিস জার্নালিজম ল্যাব, এবং  ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্ক সাউথইস্ট ইউরোপ হাব।.

এডিএন-বলকানসের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে থেকে দুটি প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েসেস কন্টেন্টের অংশীদার, উত্তর মেসিডোনিয়া থেকে মেটামোরফোসিস ফাউন্ডেশন এবং সার্বিয়ার ইস্তিনোমর অন্তর্ভুক্ত রয়েছে।

বহু-জাতিগত কসোভোর নেটওয়ার্ক সদস্যদের মধ্যে শীর্ষস্থানীয় ফ্যাক্ট-চেকিং সংস্থা ইন্টারনিউজ কসোভা, ক্যালএক্সও পোর্টাল যা আলবেনিয়ান ভাষায় সংবাদ প্রকাশ করে এবং সার্বিয়ান ভাষার অনলাইন পোর্টাল ও সংস্থা করনো বেলি সেভেট (সিবিএস) অন্তর্ভুক্ত রয়েছে।

আলবেনিয়ার নেতৃস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থা ফক্টোজে.এল একটি প্রতিষ্ঠাতা সদস্য।

এডিএন-বালকানস গ্রিসের চার সদস্যকেও অন্তর্ভুক্ত করেছে: অ্যাথেন্স-ভিত্তিক জেএজে.জিআর (সাংবাদিকতা সম্পর্কে সাংবাদিক), যা সংবাদ সাক্ষরতার উপর দৃষ্টি নিবদ্ধ করে; থেসালোনীয় এলিনিকা হোক্সেস, দেশের শীর্ষস্থানীয় ফ্যাক্ট-চেকিং পরিষেবা; পিস জার্নালিজম ল্যাব, স্কুল অফ জার্নালিজম এবং গণমাধ্যম যোগাযোগ এর ল্যাবরেটরি ,অ্যারিস্টটল ইউনিভার্সিটি অব থেসালোনিকি একটি পরীক্ষাগার যা সংবাদ সাক্ষরতা, শান্তি সাংবাদিকতা এবং সাংবাদিকতা গবেষণায় পারদর্শী; এবং ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্ক সাউথইস্ট ইউরোপ হাব, এমন একটি সংস্থা যা ডিজিটাল যোগাযোগ, উদ্ভাবন এবং গবেষণায় বিশেষজ্ঞ।

এই পোস্টে মন্তব্য বন্ধ করা হয়েছে।