রাশিয়ায় অনলাইন মানচিত্র বিক্ষোভের সংগঠককে জনসমর্থিত অশ্লীলতার দায়ে জরিমানা

Screenshot of the Yandex.Maps cyber-rally organised by Aleksandr Rimov in Moscow and St Petersburg. The comment icons on the map represent participants' messages. Image from Aleksandr Rimov on Instagram.

মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে আলেকজান্ডার রিমভ আয়োজিত ইয়ানডেক্স মানচিত্র সাইবার-সমাবেশের পর্দাছবি। মানচিত্রে মন্তব্য আইকনগুলি অংশগ্রহণকারীদের বার্তাগুলির প্রতিনিধিত্ব করে। ইনস্টাগ্রামে আলেকজান্ডার রিমভের ছবি।

শিক্ষাগত কার্যকলাপকে সীমাবদ্ধ করা নতুন আইনের বিরুদ্ধে রাশিয়ার মানচিত্র মঞ্চ ইয়ানডেক্সে একটি ‘সাইবার-সমাবেশ’ এর সংগঠককে অনলাইন সমাবেশে অংশগ্রহণকারীদের ‘অশ্লীল ভাষা’ ব্যবহারের জন্যে জরিমানা জারি করা হয়েছে।

মধ্য মস্কোর উত্তর-পশ্চিমে ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত মস্কো ওব্লাস্টের ছিটমহল জেলেনোগ্রাদে বসবাসরত আলেকজান্ডার রিমভ ১ জুন রুশ সংসদে গৃহীত কঠোরভাবে একাডেমিক স্বাধীনতা এবং আন্তর্জাতিক সহযোগিতা সীমাবদ্ধ করা নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে এই সমাবেশটির আয়োজন করেছেন।

Screenshot of the Yandex.Maps cyber-rally organised by Aleksandr Rimov in Moscow and St Petersburg. The comment icons on the map spell out the word "вор" (thief) in Russian. Image from Aleksandr Rimov on Instagram.

মস্কো ও সেন্ট পিটার্সবার্গে আলেকজান্ডার রিমভ আয়োজিত  ইয়ানডেক্স.মানচিত্র সাইবার-সমাবেশের পর্দাছবি। মানচিত্রে মন্তব্য আইকনগুলি রুশ ভাষায় “বোর” (চোর) শব্দটি উচ্চারণ করছে। আলেকজান্ডার রিমভের ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি।

সাইবার-সমাবেশ থেকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মানচিত্রের মঞ্চে বেশ কয়েকটি পর্দাছবি পোস্ট করে রিমভ অতি আনন্দে লিখেছেন:

সাইবার-সমাবেশটি মস্কো ও পাইটার (সেন্ট পিটার্সবার্গ – জিভি) জুড়ে ছড়িয়ে পড়েছে। সত্যিই, এটি ফা*ং আশ্চর্যজনক !!! জনাব, আপনারা ফা*ং  চমকপ্রদ !!! তারা যাই বলুক না কেন, এটি কর্তৃপক্ষের কাছে একটা নাগরিক বার্তা। কিছুটা সোজা এবং কিছুটা অশ্লীল হলেও, একটি আন্তরিক বার্তা বটে। আমার মতো নাগরিকদেরও যথেষ্ট হয়েছে, এবং পোস্টারগুলিতে লেখা হাজার হাজার শব্দের তুলনায়, এটা তাৎক্ষণিক জনসমাবেশ তৈরি করেছে। এটাকে একটা সম্মান জানানো উচিৎ! এটাই গণতন্ত্র!

সমাবেশটির কিছুক্ষণ পরেই পুলিশ রিমভকে আটক কর নিয়ে যায়  । সমাবেশে অংশ নেওয়া লোকজন ‘অনলাইনে অশ্লীল ভাষা’ ব্যবহারের জন্যে পুলিশ কর্মকর্তারা তাকে ১০,০০০ রুবল (প্রায় ১১,৭৫৬ টাকা) জরিমানা ধার্য করেছে। রুশ প্রশাসনিক লঙ্ঘন বিধির ৫.৬১ অনুচ্ছেদের ২য় অংশ অনুসারে, “ইন্টারনেটের সহায়তায় সংঘটিত প্রকাশ্য অপমান” প্রশাসনিক জরিমানার আওতায় পড়ে।

এই সক্রিয় কর্মী স্বাধীন সংবাদ সংস্থা এমবিকে মিডিয়াকে বলেছেন যে তিনি এই জরিমানার বিরুদ্ধে আবেদন করতে চান: “পুলিশ এটাকে ‘অনলাইন অশ্লীলতা'র সমান বলতে শুরু করলে আমি বলেছি আমি এটা লিখিনি, অন্য লোকেরা লিখেছে।” পুলিশ তখন রিমভকে সাইবার-সমাবেশের জন্যে নিবন্ধিতদের ব্যক্তিগত তথ্য দিতে অনুরোধ করার পর অস্বীকৃতি জানিয়ে সে বলেছে যে তাদের তদন্তকারীরাই “যেকোন একভাবে অংশগ্রহণকারীদের ডেটা পর্যবেক্ষণ করে প্রবেশাধিকার অর্জন করে ফেলবে।”

মানচিত্রটি নিয়ে অসন্তুষ্টি

ভার্চুয়াল সমাবেশগুলি তুলনামূলকভাবে নতুন হলেও রাশিয়ার প্রতিরোধের জনপ্রিয় রূপ। রাস্তার বিক্ষোভের মতো অনলাইন সমাবেশগুলির জন্যে স্থানীয় কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন প্রয়োজন নেই, কৌশলগতভাবে এগুলি একই বিধিনিষেধের অধীন নয়। তবে মনে হয় রুশ আইন প্রয়োগকারীরা প্রকাশ্য স্থান পেতে যাওয়া একেবারে ডিজিটাল প্রচেষ্টাগুলিকেও দমন করার উপায় খুঁজে পাওয়ার ক্ষেত্রে সৃজনশীল হয়ে উঠছে।

সক্রিয় কর্মীরা সাধারণত নির্দিষ্ট স্থানে (উদাহরণস্বরূপ, মস্কোর রেড স্কয়ার) তাদের অবস্থান চিহ্নিত করার জন্যে ইয়ানডেক্স.মানচিত্র এবং ইয়ানডেক্স নেভিগেটরের কথোপকথন বৈশিষ্ট্য ব্যবহার করে প্রতিবাদের বার্তাগুলির সাথে মন্তব্য যুক্ত করতে তাদের কর্মকাণ্ড সমন্বয় করে থাকে। কখনো কখনো অবস্থান চিহ্নিতকারীরা নিজেরাই এমনভাবে একটি শব্দ বা বাক্যাংশ গঠনের জন্যে সুসংবদ্ধ হয় (যেমন রিমভের সমাবেশ এর একটি ছবি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে (চক্রের তৃতীয়টি) যা রাষ্ট্রের শিক্ষা ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাওয়ার প্রতি বিক্ষোভকারীদের রাগের বহিঃপ্রকাশ হিসেবে একটি অশ্লীল প্রতিক্রিয়ার বানান নির্দেশ করে।)

২০২০ সাল রাশিয়ায় সাইবার-সমাবেশের প্রথম বৃহত্তম তরঙ্গগুলির মধ্যে একটি দেখেছে। বেশ কয়েকটি বড় শহরের বাসিন্দারা কোভিড-১৯ মহামারী চলাকালীন বিভিন্ন জনস্বাস্থ্য বিধিনিষেধের প্রতি তাদের অসন্তুষ্টি প্রকাশ করতে ইয়ানডেক্স.মানচিত্র এবং ইয়ানডেক্স.নেভিগেটরে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রহসনমূলকভাবে, “জনসাধারণের ডিজিটাল সমাবেশগুলি”র স্থান থেকে ইয়ানডেক্স ব্যবহারকারীদের মন্তব্য মুছতে শুরু করলে সমাবেশগুলি দ্রুত’ ছত্রভঙ্গ’ হতে শুরু করে।

একাডেমিক কর্মকাণ্ডে সীমাবদ্ধতা আরোপ

রিমভ এবং তার সহযোগী ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতিবাদ জানানো শিক্ষার বিষয়ে আইনের সাম্প্রতিক পরিবর্তনগুলি জুনের ১ তারিখ থেকে কার্যকর হয়। এই সংশোধনীগুলি সম্ভবতঃ “শিক্ষাব্যবস্থায় নেতিবাচক বিদেশী প্রভাব” এবং “শিক্ষামূলক কর্মকাণ্ডের ছদ্মাবরণে প্রচারণা” প্রতিরোধ করার জন্যে বিদেশী শিক্ষাবিদ বা প্রতিষ্ঠানের সাথে অনুমোদিত কোন বেসরকারি শিক্ষামূলক কার্যক্রম এবং সহযোগিতা নিষিদ্ধ করেছে। একাডেমিক সম্প্রদায় এবং অন্যান্য বিশেষজ্ঞরা পরিবর্তনগুলি অত্যধিক বিস্তৃত হওয়ার কারণে এর নিন্দা করে এগুলি যে অনলাইন কোর্স, ইউটিউবে পাঠদান, এমনকি পডকাস্টের মতো কম আনুষ্ঠানিক শিক্ষামূলক কর্মকাণ্ডকে হুমকির সম্মুখীন করার স্বরূপ পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রান্তিক জনসাধারণকেও প্রভাবিত করতে পারে বলে সতর্ক করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .