আফ্রিকার সাতটি সরকার নজরদারির জন্যে গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করছে

নাগরিক গবেষণাগার এর একটি মানচিত্র সার্কেলসের গোয়েন্দা যন্ত্রপাতি ব্যবহারকারী দেশগুলিকে দেখাচ্ছে

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিষয়ক গবেষণা ইউনিট নাগরিক গবেষণাগারের নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে আফ্রিকার সাতটি দেশ – বতসোয়ানা, নিরক্ষীয় গিনি, কেনিয়া, মরক্কো, নাইজেরিয়া, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করছে।

সমীক্ষাটিতে ইসরায়েলের এনএসও গোষ্ঠীর সাথে যুক্ত সংস্থা সার্কেলসের মাধ্যমে তৈরি নজরদারি সফটওয়্যার মোতায়েনকারী  বিশ্বের কমপক্ষে ২৫ টি দেশ চিহ্নিত করা হয়েছে। সমীক্ষাটি অনুসারে সার্কেলস শুধু জাতীয় রাষ্ট্রগুলির সাথে কাজ করার দাবি করেছে।

বিল মারকজাক এবং অন্য চারজনের লেখা এই প্রতিবেদনটি “সার্কেলসের মোতায়েনগুলিতে ব্যবহৃত চেক পয়েন্ট ফায়ারওয়ালের হোস্টনামের সাথে যুক্ত একটি অনন্য স্বাক্ষর আবিষ্কার করেছে যা থেকে আমরা সার্কেলসের মোতায়েনগুলি সনাক্ত করতে পেরেছি।” চেক পয়েন্ট একটি শীর্ষস্থানীয় মার্কিন-ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান।

সমীক্ষাটি অনুসারে, সার্কেলসের প্রযুক্তিটি বৈশ্বিক মোবাইল ফোন ব্যবস্থায় কল এবং লিখিত বার্তা সক্রিয়করণের সময় একটি সাধারণ সিগন্যাল ত্রুটি কাজে লাগিয়ে অবৈধ অনুপ্রবেশ ও ফোন অনুসরণের মাধ্যমে পরিচালিত হয়।

প্রতিবেদনটিতে বলা হয়েছে যে সার্কেলস ব্যবহৃত অবৈধ অনুপ্রবেশ কৌশলটিকে “তারযুক্ত বিভিন্ন টেলিযোগাযোগ সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান এবং ফোন কল রাউটিংয়ের জন্যে ১৯৭৫ সালে বিকশিত একটি প্রোটোকল স্যুট” সিগন্যাল ব্যবস্থা ৭ (এসএস৭) বলে পরিচিত। এসএস৭ বর্তমানে ২য় এবং ৩য় প্রজন্মের মোবাইল নেটওয়ার্কে ভ্রমণকারীদের বিভিন্ন কলের আন্তর্দেশীয় বিল করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।

নাগরিক গবেষণাগারের সমীক্ষায় প্রতিবেদনকারী ফোর্বসের সাইবার নিরাপত্তা বিশ্লেষক টমাস ব্রিউস্টার আরো ব্যাখ্যা করেছেন কেউ অন্য দেশে ভ্রমণ করার সময় এসএস৭ নেটওয়ার্কটি আপনার ফোনটিকে অংশীদার কোন টেলিযোগাযোগ সংস্থায় প্রতিস্থাপন করে সেই অনুসারে বিল সামঞ্জস্য করে। তবে, “হ্যাক অথবা এটির মালিকানার মাধ্যমে” যেভাবেই হোক “একটি নজরদারি কর্তৃপক্ষ” এসএস৭ নেটওয়ার্কে ঢুকতে পারলেই প্যাঁচটি তখন লাগে। এসএস৭ তখন গ্রাহকের “নিজ নেটওয়ার্কে আদেশগুলি” পাঠিয়ে গ্রাহক ভ্রমণ করছে এমন মিথ্যা নির্দেশ করে। এর ফলে এরা তাদের অবস্থান প্রকাশ করে দেয়। যদিও সেগুলি শুধুই সেল টাওয়ারগুলির স্থানাঙ্ক, বলেছেন ব্রিউস্টার।

নাগরিক গবেষণাগার চিহ্নিত আফ্রিকায় সার্কেলসের খদ্দেররা হলো: বতসোয়ানার গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবা (ডিআইএসএস), মরোক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নাইজেরিয়ার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) এবং জাম্বিয়ার একটি অজানা সংস্থা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .