
৯ সেপ্টেম্বর, ২০১৯ আশুরার সকালে ফয়সালাবাদে মুসলমানের এই শোক পালনের জন্য সমবেত হয়েছে। ছবি লেখকের, অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।
পৃথিবীর সকল মুসলমানদের জন্য পবিত্র মাস মুহাররম, তার প্রথম দিনটি ইসলামের বর্ষপঞ্জি অনুসারে বছরের প্রথম দিন। আশুরা বা মুহররম মাসের দশম দিনটি শোকের এক সময় যেদিন মুসলমান বিশেষ করে শিয়া সমপ্রদায় হজরত আলীর (রাঃ) পুত্র ও নবী মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হুসাইনের (রাঃ) শহীদ হওয়ার ঘটনাটি স্মরণ করে।
পাকিস্তানের মোট জনসংখ্যার ১৫ থেকে ২০ শতাংশ নাগরিক শিয়া মুসলমান অবশিষ্ট নাগরিকেরা সুন্নি মুসলমান। শিয়া ও শিয়া হাজার জনগোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রদায়িক হামলা খুব সাধারণ এক ঘটনা। এই সকল হামলার আশঙ্কা ও কঠোর নিরাপত্তা সত্ত্বেও প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক আশুরার এই দিনটি পালন করার জন্য বাইরে বেড়িয়ে আসে।
এই বিষয়ে আরো পড়ুন: পাকিস্তানের হাজারা সম্প্রদায় হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে
এই বছর ৭০,০০০ পুলিশকে পাকিস্তানের বিভিন্ন স্থান পাহারা দেওয়ার জন্য এ সব এলাকায় মোতায়েন করা হয় এবং এই সময় দেশের মোবাইল ফোন সেবা আংশিক বন্ধ রাখা হয়।
Peaceful completion of Ashura in Pakistan. No untoward incident reported across the country. Good job law enforcement agencies. Mashallah
— Inamullah Khattak (@Khan_Inam1) September 11, 2019
পাকিস্তানে শান্তিপূর্ণ ভাবে আশুরা পালিত হল। দেশজুড়ে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী দারুণ কাজ করেছে। মাশাল্লাহ

এই বছর ৭০,০০০ পুলিশ পাকিস্তানের বিভিন্ন স্থানে পাহারা দেয় এবং সে সময় দেশের মোবাইল ফোন সেবা আংশিক বন্ধ রাখা হয়।
মুহররম এর ইতিহাস
এখন থেকে ১৪ শত বছর আগে আশুরার ঘটনা ঘটে যখন রাসুল হজরত মুহাম্মদ (সাঃ) এর নাতি ইমাম হুসাইন (রাঃ) এবং তার কিশোর পুত্র কারবালার যুদ্ধে উমাইয়া শাসক প্রথম ইয়াজিদের সেনাদের হাতে সংগঠিত কারবালার যুদ্ধে নিহত হন। মুহররম এর শোকার্ত শোভাযাত্রা হচ্ছে শিয়া মুসলমানদের পালন করা কিছু রীতি যা মুলত এই সম্প্রদায়ের নাগরিকেরাই পালন করে থাকে আর এই দিনটি মুসলমান বিশ্বের বেশ কয়েকটি দেশে সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হয়।
সকল মুসলমান এর জন্য মুহররম মাস অত্যন্ত পবিত্র মাস আর বিশেষ করে শিয়াদের জন্য শোক বহ এক মাস যারা ইমাম হুসাইন ও তার পরিবারের মৃত্যুর ঘটনা শোক প্রকাশে উৎসবমুখর কোন অনুষ্ঠান পালনে বিরত থাকে। তারা যে রীতি পালন করে তার মধ্যে রয়েছে কালো পোষাক পড়া, বিশেষ খাবার খাওয়া থেকে বিরত থাকা, রোজা রাখা, তাজিয়ার শোভাযাত্রায় লোহার সেকল দিয়ে নিজের শরীরে আঘাত করা, চাকু বা ধারালো কিছু দিয়ে গায়ের চামড়া কাটা এবং শোকার্ত শোভাযাত্রা শোক প্রকাশ করতে করতে যাওয়া।
This day of Ashura not only reminds us of the sacrifices of Imam Hussain RA but is a lesson to fight and never give up for a just cause. This day is a remembrance of sacrificing everything for righteousness and truth in the face of extremism adversity #Ashura pic.twitter.com/WQkH89RCqf
— Women's Parliamentary Caucus Pakistan (@wpc_pak) September 10, 2019
আশুরার এই দিনটি কেবল ইমাম হুসাইন (রাঃ) ত্যাগকে স্মরণ করে না, সেই সাথে মনে করিয়ে দেয় এক শিক্ষার কথা যে ন্যায়ের দাবীতে লড়াই চালিয়ে যাওয়া। এটি হচ্ছে এমন একটি দিন যা চরম প্রতিকূল পরিস্থিতিতেও ন্যায় ও সত্যের জন্য সকল কিছু ত্যাগ করা।
এই পোস্টে যে সমস্ত ব্যক্তি, স্থান ও মুহররম এর ধর্মীয় রীতির যে সকল ছবি প্রকাশ করা হয়েছে তা এই পোস্টের লেখকের। তিনি যে সকল ছবি তুলেছেন সেগুলো সব পাকিস্তানের ফয়সালাবাদে তোলা।

একজন মানুষ ৯ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে আশুরার শোক প্রকাশের সময় প্রদীপ জ্বালাচ্ছে।ছবি লেখকের, অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।

৯ মুহররম তারিখে পাকিস্তানের ফয়সলাবাদে আলি হাসান (বামে) ও তার বন্ধুরা ছবি তোলার জন্য প্রস্তুত।ছবি লেখকের, অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।

পাকিস্তানের ফয়সালাবাদে ৯ মুহররম এর দিনে আশুরায় যে সমস্ত রীতি পালন করা হয়, এক বিক্রেতা সেসব ধর্মীয় সামগ্রী বিক্রি করছে।

রাস্তার ধারের এক বিক্রেতা ৯ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে আশুরার সকালে ক্রেতার অপেক্ষায়।ছবি লেখকের, অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।

মুহররম এর ৯ তারিখে পাকিস্তানের ফয়সালাবাদে প্রদীপ প্রজ্বলন।ছবি লেখকের, অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।