
জাপানের এক কুকুর। ছবি নেভিন থম্পসন এর
গুগল স্ট্রিট ভিউ এ ধারণ করা ও দেখতে সুন্দর এক সারমেয় বা কুকুরের ছবি জাপানের টুইটার জগতে ভাইরাল হয়ে পড়ে। আদরননীয় হাউন্ড প্রজাতির এই কুকুরের ছবি ১০০,০০০ বার টুইট করা হয় এবং সাথে সাথে এই অনুসন্ধান শুরু হয় ঠিক কোন জায়গায় এই ছবিটি তুলা হয়েছে।
মে মাসে, টুইটার একাউন্ট রেওএমন ((れおえもん) একটি ভিডিও প্রদর্শন করে যাতে দেখা যায় একটি ছোট্ট কুকুর একটা গাড়িকে ধাওয়া করেছে যা গুগুল ম্যাপ এর স্ট্রিট ভিউ এ ধারণ করে হয়েছিল।
「Googleマップでめっちゃ追いかけてくるイッヌ」です pic.twitter.com/abvUCW73kv
— れおえもん (@reo_03) May 10, 2019
গুগল ম্যাপে দেখা যাচ্ছে এক কুকুর আমাকে ধাওয়া করেছে
(উপরের টুইটে প্লে চিহ্নিত বাটনে ক্লিক করে নিশ্চিত হোন।
অন্যরা দ্রুত টুইটটি খেয়াল করেন এবং নিজেরা দেখার জন্য স্ট্রিট ভিউতে কুকুরটিকে খুঁজতে থাকেন।
見つけた!!(*`・ω・´)ノ pic.twitter.com/KzRjyOc24L
— kaki_3 (@kaki_3) May 10, 2019
আমি কুকুরটিকে খুঁজে পেয়েছি!! (*`・ω・´)ノ
発見‼からの、
待ってー?( ˙꒳˙ 三/ ˙꒳˙)/?すごく好きです✨ pic.twitter.com/XDvYwXgRX6
— peri (@kaname_mochi) May 10, 2019
আমি একে খুঁজে পেয়েছি। মনে হচ্ছে কুকুরটি বলছে, “আমার জন্য অপেক্ষা কর!” ?( ˙꒳˙ 三/ ˙꒳˙)/?
আমার এটি পছন্দ হয়েছে! ✨
তানেগাশিমায় এলাকায় এই কুকুরটিকে দেখা যাবে যা জাপানের দক্ষিণ পশ্চিমের কাগাশিমা জেলার কায়ুশু অঞ্চলের একটি দ্বীপ।
কয়েকজন টুইটার ব্যবহারকারী অন্য কয়েকটি কুকুরের ছবি পোস্ট করেছে যা তারা স্ট্রিট ভিউ এ খুঁজে পেয়েছে। ছবি দেখে মনে হচ্ছে যে এখানেও তারা গুগল ম্যাপসের গাড়ি ধাওয়া করছে।
最近僕も追いかけてるイッヌ見つけました。 pic.twitter.com/RRXAbSAlZM
— TOUGH (@abbotsforder) May 10, 2019
সম্প্রতি আমি একটি কুকুর খুঁজে পেয়েছি দেখে মনে হচ্ছে যে সেও স্ট্রিট ভিউতে একটি গাড়িকে ধাওয়া করছে।
আর ইন্টারনেটে গিয়ে অন্যরা জাপানের রাস্তার বেড়ালদের খুঁজে পেয়েছে।
千鳥の島の母ちゃんの店
ネッコいた pic.twitter.com/8kYAVKn5ki— やじ (@yajijovi) May 12, 2019
নাগাসাকির চিদোরি দ্বীপে আমার মায়ের ভাঁড়ার ঘরের সামনে খেলতে থাকা বেড়াল।