সাম্প্রতিক সাক্ষাৎকারে হারুকি মুরাকামি জাপানের হেইসেই যুগের কথা উল্লেখ করেছেন

Haruki Murakami

নভেম্বর ২০১৮ এ হারুকি মুরাকামি ইকুয়েডোর এ ভাষণ দিচ্ছেন। ছবি পাবলিক ডোমেইন থেকে নেওয়া।

সাম্প্রতিক সাক্ষাৎকারে জাপানের উপন্যাসিক হারুকি মুরাকামি জাপানের হেইসেই যুগের কথা টেনে এনেছেন, জাপানের বর্তমান সম্রাটের সিংহাসন ত্যাগের মধ্যে দিয়ে ৩০ এপ্রিল ২০১৯ যে যুগের পরিসমাপ্তি ঘটার কথা।

একজন উপন্যাসিক হিসেবে মুরাকামিকে জাপানের হেইসেই যুগের এক প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়, এই যুগের শুরু ৮ জানুয়ারি ১৯৮৯ তে। এই যুগে জাপানের “বুদবুদ অর্থনীতির” পতন ঘটে, এই যুগ ৯০ এর দশকের মন্দা প্রত্যক্ষ করা ছাড়াও ১৯৯৫ সালে এক প্রলয়ংকরী ভূমিকম্পের শিকার হয় যে ভূমিকম্প দেশটির কোবে শহরকে ধ্বংস করে দেয়।

এই সাক্ষাৎকারে মুরাকামি বলেন:

আমি জানি না কেন কিন্তু মনে হচ্ছে আমার বই পড়া হচ্ছে, বিশেষ করে যখন অতীতে যা ছিল তা হঠাৎ করে ভেঙ্গে পড়ছে কিংবা হারিয়ে যাচ্ছে। আমি অনুভব করি যে (আমার বই) জাপানে প্রয়োজনীয় গ্রহণযোগ্যতার শুরুর সময়কেও ঘিরে লেখা, যে হেইসেই যুগের শুরু এক সম্রাটের মৃত্যুর মধ্যে দিয়ে। এই সময়ে স্ফীত হতে থাকা সম্পদের যে অর্থনীতি তার পতন ঘটেছে, আর ভয়াবহ হানশিন ভূমিকম্প ও পাতাল রেলস্টেশনে বিষাক্ত সারিন গ্যাস হামলার মত ঘটনা ঘটেছে।

হেইসেই যুগে প্রকাশিত ১২০টি বই পর্যালোচনার পর সেগুলো উপর করা জরীপে মুরাকামির “আইকিউ ৮৪” নামের উপন্যাস ১৯৮৯ থেকে ২০১৮ সালের মধ্যে প্রকাশিত সেরা উপন্যাস নির্বাচিত হওয়ার পর তার এক সাক্ষাৎকার নেওয়া হয়। আশাহি সিম্বুন নামের জাপানি সংবাদপত্র এই জরিপ পরিচালনা করে।

এই সাক্ষাৎকারে মুরাকামি নিজের অনেক বই এর বিষয়ে কথা বলেছেন, যার মধ্যে রয়েছে “আইকিউ৮৪”, “ভূমিকম্পের পরে” এবং “পাতাল রেলঃ টোকিওর গ্যাস হামলা ও জাপানী আত্মা”।

হারুকি মুরাকামির সম্পূর্ণ সাক্ষাৎকারটি আশাহি শিম্বুন এর ওয়েবসাইটে পড়া যাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .