নেট-নাগরিক প্রতিবেদন: বিক্ষোভের পর নিকারাগুয়ায় মিডিয়া নিষেধাজ্ঞা, ডিডস আক্রমণ ও সাংবাদিক অ্যাঞ্জেল গাহোনা হত্যার প্রতিবাদ

২০১৮ সালের এপ্রিলে নিকারাগুয়ার রাজধানী মানগুয়ার রাস্তায় বিক্ষোভকারীরা। উইকিমিডিয়া সাধারণের মাধ্যমে পাবলিক ডোমেইনে প্রকাশিত ভয়েস অব আমেরিকার ছবি।

অ্যাডভক্স নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেট অধিকারগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা থেকে উত্তরণ এবং উদীয়মান প্রবণতাগুলির একটি আন্তর্জাতিক আলোকপাত উপস্থাপন করে।

নিকারাগুয়ার মানবাধিকার কেন্দ্র জানিয়েছে যে গত কয়েক দিনে প্রতিবাদ-বিক্ষোভের সময় নিকারাগুয়াতে একজন সাংবাদিকসহ অন্ততঃ ৩৪ জন নিহত হয়েছে।

সামাজিক নিরাপত্তা সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ হিসেবে শুরু হলেও এটা ১৯৭৯ সালের সান্দানিস্তা বিপ্লবের পর থেকে নানা ভূমিকায় রাজনৈতিক ক্ষমতায় থাকা এবং ১১ বছর রাষ্ট্রপতি পদে থাকা ড্যানিয়েল ওর্তেগার বিরুদ্ধে ব্যাপক-বিস্তৃত জনরোষে পর্যবসিত হয়। কেউ কেউ এখন তার পদত্যাগের আহ্বান জানাচ্ছে

একাধিক টেলিভিশন নেটওয়ার্ক সম্প্রচার বন্ধ করা হয়েছে অথবা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে দেয়া হয়েছে এবং একটি রেডিও স্টেশনে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। স্বাধীন স্থানীয় সংবাদ সাইট ছাপাখানা এবং গোপনীয় অনেকটা (বিভিন্ন উৎস থেকে অসংখ্য কৃত্রিম অনুরোধের মাধ্যমে পরিষেবাকে ধীর গতির অথবা কার্যতঃ অকার্যকর করে দেয়া) (ডিডিওএস) হামলার মতো বিস্তৃত পরিষেবা অস্বীকারের শিকার হয়েছে। দুটোই মাঠ থেকে একেবারে হালনাগাদ প্রতিবেদন করছিল।

২৩ এপ্রিল তারিখে গোপনীয়কে সাত ঘণ্টার জন্যে অফলাইনে ফেলে রাখা হয়েছিল। হামলাগুলির কথা নিশ্চিত করে সম্পাদক কার্লোস কামোরো একটি টুইটে লিখেছেন:

আমাদের পাঠকদের প্রতি গত তিন ঘন্টা ধরে গোপনীয় এর ওয়েবসাইটটি পরিষেবার বাইরে রয়েছে। আমরা বুঝতে পেরেছি যে এটি প্রেস স্বাধীনতার শত্রুদের একটি লক্ষ্য নির্ধারিত আক্রমণ। আমাদের প্রযুক্তি কর্মীরা সাইটটির সংযোগ পুনঃস্থাপনে কাজ করছে। আমরা আমাদের সামাজিক  মিডিয়া চ্যানেলে পোস্ট হালনাগাদ অব্যহত রাখবো।

আন্তঃ-আমেরিকা প্রেস সমিতির ওয়েবসাইট হামলাগুলির নিন্দা জানিয়েছে।

ফেসবুক_সরাসরিতে নিকারাগুয়ার দক্ষিণে ক্যারিবীয় উপকূলের ব্লুফিল্ডস শহরে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যেকার একটি মোকাবেলা চিত্রায়ন ও সম্প্রচারের সময় ভিডিও সাংবাদিক এঞ্জেল গাহোনাকে গুলি করে হত্যা করা হয়েছে। একাধিক সাক্ষী বলেছে কাউকে গুলি করে হত্যা করার মতো সেই এলাকায় একমাত্র অস্ত্রধারী পুলিশই ছিল। গাহোনার মৃত্যুতে পুলিশ এখনো পর্যন্ত একটি বিবৃতি প্রকাশ করেনি।

গাহোনা গুলির আঘাতে সঙ্গে সঙ্গেই মারা যাননি, আর তাই তিনি গুলি খাওয়ার পরের মুহূর্তগুলি ধারণ করতে সমর্থ হয়েছিলেন যা বর্তমানে ইউটিউব এবং বিভিন্ন সংবাদ সংস্থার মাধ্যমে সারাবিশ্ব দেখছে। ইউনিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে তার বোন বলেছেন: “আমি কখনো কল্পনাও করতে পারিনি যে সে তার নিজের মৃত্যুর চিত্র ধারণ করতে পারবে।”

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর সংস্থা  এবং মানবাধিকার বিষয়ক আন্তঃ-আমেরিকীয় কমিশন মিডিয়া নিষিদ্ধের এবং এঞ্জেল গাহোনা হত্যাকাণ্ডের নিন্দা করেছে। আমাকে_অর্থায়ন_কর এর মাধ্যমে তার পরিবার সদস্যরা অন্ত্যেষ্টিক্রিয়া খরচ এবং তাদের ভবিষ্যতের জন্যে সমর্থন চাইছেন।

ফেসবুকে রাজতন্ত্রকে অপমানের কারণে স্পেনীয় রাজনৈতিক কর্মী গ্রেপ্তার

বুরবোঁদের (রাজ পরিবারের) “হাঙ্গরের পেটে” যাওয়া উচিৎ এমন অর্থের একটি বার্তা ফেসবুকে পোস্ট করায় ১৮ এপ্রিল তারিখে স্পেনের টেনেরিফে দ্বীপে বাড়ি থেকে রবার্তো মেসা নামের একজন ডিজিটাল কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। স্পেনীয় ভাষার ছন্দটি এমন: “লস বর্বনেস এ লস টিবরনেস”। সমর্থকদের ধারণা তাকে সাধারণভাবে ঠাট্টা আইন  (“লেই মোর্দাজা”) হিসেবে পরিচিত জননিরাপত্তা আইন এর অধীনে অভিযুক্ত করা হবে, যা প্রকাশ্যে বা অনলাইনে প্রতিবাদের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে থাকে।

তাঞ্জানিয়ার সংবাদ এবং আলোচনার ওয়েবসাইট ডিডিওএস আক্রমণের শিকার

তাঞ্জানিয়ার সংবাদ ভাগাভাগি এবং আলোচনার মঞ্চ জামি ফোরামসকে এই সপ্তাহে একটি ডিডিওএস (বিস্তৃত পরিষেবা অস্বীকার) আক্রমণের মাধ্যমে কিছু সময়ের জন্যে অফলাইনে ফেলে দেয়া হয়েছিল। রেডিটের মতো একই রকম শৈলীর মন্তব্য ও আলোচনা সূত্রের উপর সঞ্চালিত তীব্র রাজনৈতিক আলোচনা এবং দুর্নীতির মুখোশ উন্মোচনের জন্যে পরিচিত জামি পূর্ব আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় স্থানীয় সাইটগুলির অন্যতম। সাইটটির সহ-প্রতিষ্ঠাতা এবং মালিক ম্যাক্সেন্স মেলো বর্তমানে তাঞ্জানিয়ার পুলিশের পাঠানো ফোরাম সদস্যদের ডেটার অনুরোধ অস্বীকার করার সাইবার অপরাধ আইনের অধীনে অভিযোগের বিরুদ্ধে লড়ছেন

চীনে এলজিবিটি বিষয়বস্তু নিয়ন্ত্রণ বন্ধ, জনগণের চাপকে ধন্যবাদ

সামাজিক মিডিয়ার প্রচারাভিযান #আমিএলজিবিটি সামাজিক মিডিয়াতে এলজিবিটি বিষয়বস্তুর উপর সেন্সর ফিরিয়ে আনার  জন্যে চীনের তথ্য নিয়ন্ত্রণ যন্ত্রের উপর চাপ সৃষ্টি করেছিল। কিন্তু ওয়েইবো খেলা, মাল্টিমিডিয়া এবং এলজিবিটি বিষয়বস্তুর উপর তিন মাসের কঠোর পদক্ষেপ ঘোষণা করার পর পাঁচ লক্ষবার #আমিএলজিবিটি হ্যাশট্যাগ ব্যবহৃত এবং মোটামুটিভাবে ৫০ কোটি বার দেখা হয়েছে। কয়েক দিনের মধ্যেই চীনা কমিউনিস্ট পার্টির প্রকাশনা পিপল'স ডেইলিতে প্রকাশিত একটি স্মারকলিপিতে ঘোষণা করা হয়েছে এলজিবিটি বিষয়বস্তুকে যেন অশ্লীল, হিংসাত্মক বা পর্নোর মতো বিষয়বস্তুর সঙ্গে গুলিয়ে না ফেলা হয় এবং ওয়েইবো এলজিবিটি বিষয়বস্তু এখন থেকে আর তিন মাসের কঠোর পদক্ষেপের লক্ষ্যবস্তু নয় বলে ঘোষণা করেছে।

রুশ ট্রল খামার সত্যিই কি একটি সংবাদ সংস্থা চালু করছে?

সেন্ট পিটার্সবার্গে ইন্টারনেট গবেষণা সংস্থার সঙ্গে সংযুক্ত একটি রুশ ট্রল খামার আগামী মাসে “যুক্তরাষ্ট্র আসলে” শিরোনামের একটি  নতুন উদ্যোগ চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে। প্রাথমিকভাবে ইইউ বনাম মিথ্যাতথ্য প্রতিবেদন করা আগেকার ইন্টারনেটের গবেষণা সংস্থার পশ্চিমা-বিরোধী অবস্থানের তথা উদারবাদবিরোধী আখ্যান  প্রচেষ্টার সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রকল্পটি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের আগে ও পরে ২০১৬ সালে আন্তর্জাতিক শিরোনাম  হয়েছিল। স্বঘোষিত “সংবাদ সংস্থা” রিয়া ফ্যান ঘোষণা করেছে:

রুশ ফেডারেশনের সুনাম হানির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে আসা তথ্যপ্রবাহ রুশ মিডিয়ার কাছে আর জবাবহীন থাকবে না… তথ্য ক্ষেত্রে কেন্দ্রীয় সংবাদ সংস্থা (ফ্যান) কর্তৃত্ববাদী মার্কিন কর্তৃপক্ষেকে আর সহ্য করবে না।

মূলতঃ অপব্যবহার ও সহিংসতা চিত্রায়ণের কারণে ইউটিউব লক্ষ লক্ষ ভিডিও নামিয়ে ফেলছে

ইউটিউব ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ৮২ লক্ষেরও বেশি ভিডিও সরিয়ে ফেলেছে যাদের ৬৬ লক্ষ ৮০ হাজারটিই এর ব্যবস্থাটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই যৌন নির্যাতন এবং হিংসাত্মক চরমপন্থার চিত্র হিসেবে পতাকাঙ্কিত হয়েছিল। কোম্পানীটি তার একেবারে সাম্প্রতিকতম স্বচ্ছতা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রথমবারের মতো সিলিকন ভ্যালির একটি গুরুত্বপূর্ণ কোম্পানি তার মঞ্চ থেকে বিষয়বস্তু অপসারণ সম্পর্কে এই স্তরের বিস্তারিত অন্তর্ভুক্ত করেছে। লাইনে এর পরে কে?

ফেসবুক বিষয়বস্তু নিয়ন্ত্রণের অভ্যন্তরীণ নির্দেশিকা প্রকাশ করেছে

পরিচালকদের সম্প্রদায়গত মান প্রয়োগ করার ক্ষেত্রে ব্যবহৃত অভ্যন্তরীণ নির্দেশিকাগুলির বেশিরভাগ প্রকাশের মাধ্যমে ফেসবুক তার বিষয়বস্তু সংশোধন প্রক্রিয়াগুলিকে আরো স্বচ্ছ করার পথে অগ্রসর হয়েছে। ব্যবহারকারীরা যাতে নির্দেশিকা প্রকাশনার সুবিধা গ্রহণ করতে না পারে এই কারণে কোম্পানিটি সন্ত্রাসবাদের মতো বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্য বাদ রেখেছে।

এছাড়াও কোম্পানিটি নির্দিষ্ট কিছু বিষয়বস্তুর ক্ষেত্রে ব্যবহারকারীদেরকে অ্যাকাউন্ট বা পাতা অপসারণ ছাড়াও ছবি, ভিডিও বা পোস্ট অপসারণের বিরুদ্ধে আবেদন করতে দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। ফেসবুক বলেছে ভবিষ্যতে এটি জনগণকে অতিরিক্ত প্রসঙ্গের এবং ব্যবহারকারীদের অভিযুক্ত ও উঠিয়ে নেয়া বিষয়বস্তু সম্পর্কে আবেদন করার সুযোগ প্রদান করবে।

নতুন গবেষণা

 

নেট-নাগরিক প্রতিবেদনের গ্রাহক হোন

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .