জাপানে বসবাসরত কালো মানুষদের নিয়ে একটি তথ্যচিত্র বানানো হয়েছে। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন নাইজেরিয়ান বংশদ্ভূত আমেরিকান শিল্পী আমারাচি এনয়ুসু। ২০১৭ সালে নির্মিত এই তথ্যচিত্রে মূল পাঁচটি বিষয় উপজীব্য করার পাশাপাশি পশ্চিম আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত কালোদের উত্থান তুলে ধরা হয়েছে। তাছাড়া টোকিওতে বসবাসের সুযোগ-সুবিধা, সাংস্কৃতিক ভিন্নতার চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রে নাপিতের দোকানের মালিক, শিল্পী, রেডিও জকি, টোকিও’র পার্শ্ববর্তী এলাকায় মার্কিন এয়ার ফোর্স বেইজে বসবাস করেন এমন একজন মার্কিন নাগরিকের কথাও উঠে এসেছে।
My debut documentary Black In Tokyo just premiered on @thefader via. My platform @MelaninUnscript ! Watch Below✨????https://t.co/yr0rGO5wew pic.twitter.com/1o2r8ozEaS
— Amarachi Nwosu (@AmaraWorldWide) November 20, 2017
আমার প্রথম তথ্যচিত্র ব্ল্যাক ইন টোকিও’র উদ্বোধনী প্রদর্শনী হলো একটু আগে, আমার প্লাটফর্ম @মেলানিনআনস্ক্রিপ্ট হয়ে দ্য ফেডারে। দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
তথ্যচিত্রে একজন সাক্ষাৎকার প্রদানকারী কেন টোকিওতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, জাপানে কালো মানুষ বলতে কাদেরকে বুঝায়, সে সম্পর্কে বলেছেন। মেলানিন আনস্ক্রিপ্ট-এর প্রথম নিবেদন এই তথ্যচিত্র। এটা আমারাচি এনয়ুসু’র সিরিজ তথ্যচিত্রের প্রথমও। আর এই তথ্যচিত্রের মাধ্যমে আমারাচি এনয়ুসু মানুষের শরীরের চামড়ার পার্থক্যের ভেদরেখা তুলে ধরতে চেয়েছেন। মূলধারার মিডিয়া সচরাচর এই বিষয়গুলো নিয়ে কথা বলে না।