জাপানের হরর (ভৌতিক) সিনেমা নিয়ে আপনার আগ্রহ আছে? তাহলে আপনি ঢুঁ মারতে পারেন সিনেমার একশ’ বছর নামের ইউটিউব চ্যানেলে। এখানে জাপানের হরর সিনেমা নিয়ে ১৫ মিনিটের একটি তথ্যচিত্র রয়েছে।
তথ্যচিত্রটির নাম জাপানি হরর সিনেমার সংক্ষিপ্ত ইতিহাস। সেখানে যুগ যুগ ধরে লোককাহিনি আর কাবুকি নাটকের মাধ্যমে জাপানি সংস্কৃতিতে ভীতিকর বিষয়বস্ত কীভাবে ঠাঁই করে নিয়েছে, সেটাই তুলে ধরা হয়েছে।
ডকুমেন্টারি ভিডিওতে কাইদান ও অনিবাবা’র মতো পঞ্চাশ ও ষাট দশকের স্বর্ণযুগের হরর সিনেমা যেমন স্থান পেয়েছে। তেমনি সাম্প্রতিককালের টেসাও: দ্য আইয়র ম্যান এবং রিনগু’র মতো সিনেমার কথাও তুলে ধরা হয়েছে।
শুধু কি তাই? এই ইউটিউব চ্যানেলে ‘হাউ মেট্রোপলিস চ্যালেঞ্জড দ্য ওয়ে উই সি দ্য ফিউচার’, সিনেমার আবিস্কার (১৮৮৮ থেকে ১৯১৪) এবং ‘হোয়াট ডু পজেজড হ্যান্ড মুভিজ টেল আস অ্যাবাউট ফিয়ার (কিভাবে ভুতে ধরা লোক আমাদের ভয় সম্পর্কে বলে)?’ শিরোনামে আরো কিছু ছোট ছোট তথ্যচিত্র রয়েছে।
আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে আনবাউন্ড ওয়ার্ল্ড ওয়েবসাইটে ফেলিজা কাসানোর ‘জাপানি হরর সম্পর্কে জানতে চান: তাহলে এখান থেকে শুরু করুন’ শিরোনামের লেখাটি পড়তে পারেন। তবে এই ওয়েবসাইট মূলত সায়েন্স ফিকশন এবং ফ্যান্টাসি নিয়েই বেশি লেখা প্রকাশ করে থাকে।