গ্লোবাল ভয়েসেস এডভোকেসির নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেট সংক্রান্ত অধিকার নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ, জয়ের গল্প ও সাম্প্রতিক প্রবণতাগুলোর একটি চিত্র তুলে ধরে।
ইন্দোনেশিয়ার যোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয় অনলাইনে “অশ্লীল” বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে।
দেশটিকে ইতোমধ্যে অনলাইন পর্নোগ্রাফি, ডেটিং পরিষেবা, যৌন এবং যৌনতা সংক্রান্ত তথ্য এবং ওয়েবসাইট, ইসলামের জন্যে অবমাননাকর অনলাইন বিষয়বস্তু সেন্সর করতে বেগ পেতে হচ্ছে।
মহাপরিচালক স্যামুয়েল প্যাঙ্গেরাপ্যান ঘোষণা দিয়েছেন যে কর্মকর্তারা গুগল, টুইটার এবং হোয়াটসঅ্যাপ (ফেসবুকের মালিকানাধীন) প্রতিনিধিদের ডেকে এসব কোম্পানীকে তাদের নেটওয়ার্ককে যৌনভাবে অশ্লীল মনে হয় এমন বিষয়বস্তু ছাঁকার জন্যে চাপ প্রয়োগ করবেন।
ঘোষণাটি বিশেষভাবে অ্যানিমেটেড “কামুক” জিআইএফ (গ্রাফিকস বিনিময় বিন্যাস) এবং হোয়াটসঅ্যাপে প্রচলিত সাধারণভাবে হাসিঠাট্টা পূর্ণ ছোট বিভিন্ন অ্যানিমেশনের প্রাদুর্ভাব মোকাবেলার উদ্দেশ্যে করা হয়েছে। মন্ত্রণালয় ৪৮ ঘন্টার মধ্যে জিআইএফগুলো অপসারণ করতে ব্যর্থ হলে হোয়াটসঅ্যাপ অবরুদ্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। ফেইসবুকের মালিকানাধীন কোম্পানিটি একে খালি একটি হুমকি হিসেবে দেখেনি কারণ- কর্তৃপক্ষ ২০১৭ সালের জুলাই মাসে বার্তা এ্যাপ্লিকেশন টেলিগ্রাম অবরুদ্ধ করে দেয় প্লাটফর্মটি ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপের কারণে ।
হোয়াটসঅ্যাপের পক্ষে নির্দিষ্ট বার্তাসমূহে “কামুক” বিষয়বস্তু সনাক্ত করে একে অপসারণ কারিগরীভাবে অসম্ভব – কারণ হোয়াটসঅ্যাপ এনক্রিপ্ট করা হয়, যার মানে কোম্পানি ব্যবহারকারীদের মধ্যে পাঠানো বার্তাগুলির বিষযবস্তু বাছাই করতে পারে না। ব্যবহারকারীরা অনলাইনে খুঁজে পাওয়া যে কোন কিছু পরস্পরের সঙ্গে বিনা বাঁধায় ভাগাভাগি করতে পারে। কিন্তু অ্যাপটি তৃতীয় পক্ষের নির্মাতাদের তৈরী ব্যবহার করার জন্যে প্রস্তুত জিআইএফ-এর নির্দিষ্ট প্যাকেজগুলি অফার করে। ঘোষণার অল্প পরেই জনপ্রিয় তৃতীয় পক্ষের প্রস্তুতকর্তা টেনর ইনক এই প্যাকেজগুলিতে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষের চোখে, এই সমস্যাটির আপাতঃ সমাধান হয়েছে বলে মনে হচ্ছে।
অনলাইনে অশ্লীল বিষয়বস্তু দমন করার এই প্রচেষ্টার পাশাপাশি কংগ্রেসের হাউস স্পিকার সেত্যা নোভান্তো সামাজিক গণযোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বিরুদ্ধে একগাদা আইনী হুমকি দিয়েছেন।
ইন্দোনেশিয়ার কংগ্রেসে একজন ক্ষমতাশালী নোভান্তো দুর্নীতির অনেকগুলো অভিযোগ থেকে পার পেয়েছেন। হাউস স্পিকারের এই বিষয়টি প্রায়ই অনলাইনে মন্তব্যের বিষযবস্তু হয়ে ওঠে।
ইন্দোনেশীয় পুলিশ সম্প্রতি প্রতিনিধি পর্ষদের স্পিকার সেত্যা নভান্তোকে ব্যাঙ্গ করার জন্যে ইনস্টাগ্রাম ব্যবহারকারী দিয়ান কেমালা আরিজকিকে অল্প সময়ের জন্যে আটক করেছে। ইন্দোনেশিয়ার সাইবার আইন অনুসারে তার ছয় বছর কারাদণ্ড হতে পারে।
পুলিশ সামাজিক গণমাধ্যমে ফটো এবং সংশ্লিষ্ট মেমে ভাগাভাগি করার জন্যে তথ্য প্রযুক্তি আইন (আইটিই)-এর মানহানি বিরোধী বিধান লঙ্ঘনের অভিযোগে আরো নয়জনকে অভিযুক্ত করা হবে বলে সতর্ক করে দিয়েছে।
আইন বিশেষজ্ঞ হেনরী সুবিয়াক্তো বলেছেন যে মীমগুলো বিদ্রূপের সমগোত্রীয় এবং একে মানহানিকর অথবা অপবাদ ছড়ানোর মতো করে বিবেচনা করা যাবে না।
পাকিস্তান: ব্লাসফেমির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরো
পাকিস্তানে রহিম ইয়ারা খানের একটি আদালত সামাজিক গণমাধ্যমে ধর্মনিন্দা বা ব্লাসফেমির অভিযোগে এক ব্যক্তিকে দণ্ডিত করেছে যাবজ্জীবন কারাদণ্ডে। এধরনের মামলা বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে। এই বছরের শুরুতে একটি সন্ত্রাসবিরোধী আদালত ফেইসবুকে ইসলাম সম্পর্কে একটি ধর্মনিন্দার বিষয়বস্তু ভাগাভাগি করার কথিত অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে।
ভেনিজুয়েলায় সরকারের সমালোচনা করার পর ফটোগ্রাফার নিখোঁজ
সাংবাদিকদের সুরক্ষা কমিটির প্রতিবেদন অনুসারে, ৪ নভেম্বর তারিখ থেকে ফটোগ্রাফার ও সাংবাদিক যেসুস মেদিনা ইজাইন নিখোঁজ হয়েছেন। ভেনিজুয়েলার সবচেয়ে সহিংস ও জনাকীর্ণ বিভিন্ন কারাগারের উপর একটি নিবন্ধ প্রকাশের পর থেকে সরাসরি হুমকি পাচ্ছেন বলে তিনি টুইটারে অভিযোগ করেছেন। নিবন্ধটি ভেনিজুয়েলা সরকার ও ক্ষমতাসীন দলের সমালোচনামূলক সংবাদসহ কালো বাজারের বিনিময় হারের তথ্য প্রদান করা মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংবাদ সাইট আজকের ডলার এ পোস্ট করা হয়েছিল।
অনশনরত আলজেরীয় ব্লগার অকুল পাথারে
জেলে থাকা আলজেরিয়ার ব্লগার মারজৌগ তুয়াতি কারাগারের পরিস্থিতি নিয়ে ১৩ সেপ্টেম্বর তারিখে শুরু করা একটি অনশন ধর্মঘট ভঙ্গ করেছেন। তুয়াতি “আলজেরিয়ার সামরিক বা কূটনৈতিক অবস্থা অথবা তার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে বৈদেশিক শক্তি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সাথে এমন বিনিময়” এর অভিযোগে ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে কারাগারে আছেন। একজন ইসরায়েলী কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়ার পর ইউটিউব এবং তার ব্লগে সেই সাক্ষাৎকার পোস্ট করার পর অভিযোগগুলি দায়ের করা হয়। তার ২০ বছরে কারাদণ্ড হতে পারে। তার ফাইলটি আলজেরীয় ফৌজদারি আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি একটি রায়ের অপেক্ষায় আছেন।
ইইউ আদালতে নজরদারী চ্যালেঞ্জ করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো
বিভিন্ন মানবাধিকার সংস্থার একটি জোট এই সপ্তাহে মানবাধিকারের ইউরোপীয় আদালতে বেআইনী নজরদারী বিষয়ে যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ শুনতে সম্মত হয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। মামলাটিতে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য বিনিময়ের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক গোপনীয়তা (যুক্তরাজ্য), মার্কিন নাগরিক স্বাধীনতা ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সবার জন্যে বাইট (পাকিস্তান), কানাডীয় নাগরিক স্বাধীনতা সমিতি, মিশরীয় ব্যক্তি অধিকার উদ্যোগ এবং হাঙ্গেরীয় নাগরিক স্বাধীনতা ইউনিয়ন জোটটিতে অন্তর্ভুক্ত।
ইরানে সঙ্গীতের ধারা বয়ে চলছে
ইরানে সঙ্গীত স্ট্রিমিং সাইট সাউন্ডক্লাউড এবং স্পটিফাই এখন আবার অনলাইনে প্রবেশাধিকারযোগ্য। তবে, স্পটিফাই এর অভ্যন্তরীণ কর্পোরেট নিয়মগুলি এখনও স্পষ্টতই ইরানীদের তাদের পরিষেবার ব্যবহার থেকে বিরত রেখেছে যার কারণ কোম্পানীটি আনুষ্ঠানিকভাবে কখনোই ব্যাখ্যা করেনি। কেন সঙ্গীত প্ল্যাটফর্মগুলো হঠাৎ প্রবেশধিকারযোগ্য করা হয়েছে সেটা স্পষ্ট নয়। জিভির মাহা আলিমার্দানি লিখেছেন, কিছু কিছু নেতৃস্থানীয় ইরানী নেট-নাগরিক এটা ভুল করে করা হয়েছে ধারণা করলেও অন্যেরা এটাকে ইন্টারনেটের বিষয়বস্তুতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপ হিসেবে এটি দেখছে।
নেট-নাগরিক সক্রিয়তা
স্পেনীয় সক্রিয় গোষ্ঠী #সাইবার_নারীবাদী_ডাইনী_সংঘ অনলাইনে সাইবারগুন্ডামীর বিরুদ্ধে লড়াই করার জন্যে একটি নারীবাদী আত্মরক্ষা সজ্জা জড়ো করেছে।
নতুন গবেষণা
- The Slippery Slope of Internet Censorship in Egypt – (মিশরে ইন্টারনেট সেন্সরের পিচ্ছিল ঢাল) – ইন্টারনেট পর্যবেক্ষক
- Managing the Message: What you can’t say about the 19th National Communist Party Congress on WeChat (বার্তা ব্যবস্থাপণা: উইচ্যাট বিষয়ে ১৯তম জাতীয় কমিউনিস্ট পার্টির সম্মেলন সম্পর্কে আপনি যা বলতে পারবেন না) – নাগরিক গবেষণাগার
নেটনাগরিক প্রতিবেদনের গ্রাহক হোন
আফেফ আব্রেগুই, এলেরি রবার্টস বিডল, মোহামেদ এলগোহারি, মং প্যালাতিনো, তালাল রাজা, জিউক ক্যারোলিনা রুমুয়াত এবং সারাহ মায়ার্স ওয়েস্ট এই প্রতিবেদনে অবদান রেখেছেন।