টোকিও ক্যামেরা ক্লাব খুবই সক্রিয় একটি ক্লাব। এখানকার সদস্যরা নিয়মিতভাবে জাপানের চমৎকার সব ছবি পোস্ট করেন। এবং সেগুলো নিয়ে আলোচনা করেন। এদের ফেইসবুক পেইজের ফলোয়ার সংখ্যা ৪ লাখের উপরে। আর ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা ৩ লাখেরও বেশি। এদের কোনো কোনো পোস্টে হাজার হাজার লাইক পড়ে। অসংখ্যবার শেয়ার হয়ে থাকে। পাশাপাশি মন্তব্যও পড়ে অনেক।
ক্লাব পরিচালনার খরচ তুলে আনতে টোকিও ক্যামেরা ক্লাব বিভিন্ন ক্যামেরা নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে স্পনসরশিপ এবং বিজ্ঞাপন নিয়ে থাকে। চমৎকার সব ছবি দেখার পাশাপাশি এই গ্রুপ থেকে কবে কোথায় ছবি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত খবরগুলোও জানা যায়।
টোকিও ক্যামেরা ক্লাবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেসব ছবি প্রকাশিত হয়েছে, সেখান থেকে কিছু ছবি তুলে ধরা হলো এই পোস্টটিতে:
টোকিও ক্যামেরা ক্লাব-এর বাছাই ছবি। লাইক এবং মন্তব্য কাম্য। ছবিটি তুলেছেন পাওলো ফরটেডস।
Originally submitted by Instagram user @fujihirotanaka to the @photo_shorttrip Instagram account, this photo receives many likes and comments. Photo_shorttrip is a competition organized by Tokyo Camera Club that uses the hashtag #photo_shorttrip to showcase single images of a short trip.
ইনস্টাগ্রামে ছবিটির মূল পোস্টদাতা ফুজিহিরো তানাকা। ফটো_শর্টট্রিপ প্রতিযোগিতার অংশ হিসেবে তিনি এই ছবি পোস্ট করেছিলেন। ছবিটিতে অসংখ্য মন্তব্য এবং লাইক পড়েছে। উল্লেখ্য, ফটো_শর্টট্রিপ প্রতিযোগিতা হলো টোকিও ক্যামেরা ক্লাবের একটি আয়োজন, যেখানে প্রতিযোগীরা ভ্রমণকালীন সময়ের একটি একক ছবি পোস্ট করেন।
টোকিও ক্যামেরা ক্লাব-এর বাছাই ছবি। লাইক এবং মন্তব্য কাম্য। ছবিটি তুলেছেন তেইসেইকো ৭৫।
টোকিও ক্যামেরা ক্লাব-এর বাছাই ছবি। লাইক এবং মন্তব্য কাম্য। ছবিটি তুলেছেন রি_রি_রি৩।
Originally submitted by Instagram user @akira_1972_ to the @photravelers Instagram account. Please like and comment on this photo. With this feature, Tokyo Camera Club showcases submissions to its Instagram and Facebook pages images that uses the hashtag #photo_travelers. Follow: @photravelers #photo_travelers#photravelers #travel #traveler
ইনস্টাগ্রামে ছবিটির মূল পোস্টদাতা আকিরা_১৯৭২_। ছবিটিতে আপনার লাইক ও মন্তব্য অবশ্যই কাম্য। ফটো_ট্রাভেলার হ্যাশট্যাগের মাধ্যমে টোকিও ক্যামেরা ক্লাব তাদের ফেইসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছে।
One of Tokyo Camera Club's top 10 images. This is from part one of a review of the new Vanguard travel tripod: http://vanguard.tokyocameraclub.com/veo2_userreview/page01.php
Photographer Hara Tomoshi took the Vanguard tripod on a trip to photograph waterfalls and night scenes of industrial complexes. […]
টোকিও ক্যামেরা ক্লাবের শীর্ষ ১০টি ছবির একটি এটি। নতুন ভ্যানগার্ড ট্রাভেল ট্রাইপডের রিভিউয়ের ছবিও এটি।
ফটোগ্রাফার হারা তোমোশি ভ্যানগার্ড ট্রাইপড ব্যবহার করে রাতের বেলা এই শিল্প স্থাপনার ছবিটি তুলেছিলেন।
টোকিও ক্যামেরা ক্লাব-এর বাছাই ছবি। লাইক এবং মন্তব্য কাম্য। ছবিটি তুলেছেন ওয়াই_ওসেতো.পিএস।
টোকিও এবং টোকিও’র বাইরে বসবাসকারী যে কেউ টোকিও ক্যামেরা ক্লাবে ছবি প্রকাশ করতে পারবেন। তবে ছবিটি অবশ্যই জাপানের কোথাও হতে হবে। ছবি পোস্ট করার নিয়মাবলি পাবেন এখানে।
টোকিও ক্যামেরা ক্লাবের আরো ছবি দেখতে চান? তাহলে তাদের ফেইসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ওয়েবসাইট ভিজিট করুন।