নেট-নাগরিক প্রতিবেদন: কলম্বিয়ার আদালত সাংবাদিকদের ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড দাবি করেছে

ছবি: ফ্লিকার ব্যবহারকারী জিভিজ ছবির। সিসি বাই ২.০

গ্লোবাল ভয়েসেস এডভোকেসির নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেটের অধিকারগুলির বাধা-বিপত্তি, জয়লাভ ও উদীয়মান প্রবণতার একটি সংক্ষিপ্ত আন্তর্জাতিক চিত্র প্রদান করে।

স্বাধীন সংবাদ সাইট ডিসিআরসিএ'র জন্যে প্রশাসনিক দুর্নীতি প্রশাসনিক দুর্নীতির বিষয়ে নিয়ে লেখা একাধিক নিবন্ধের জন্যে কলম্বিয়ার অনুসন্ধানী সাংবাদিক উইলিয়াম সোলানোকে তার নিজ পৌরসভা বুগাতে সুনামহানির জন্যে বিচার করা হচ্ছে। সোলানো তার কাজের প্রতিক্রিয়া হিসেবে ব্যক্তিগতভাবে হুমকি লাভ করেছে।

সাংবাদিকদের চলমান এই বিচারে স্থানীয় জেলা অ্যাটর্নি সোলানোর প্রতিবেদনের এখনো পর্যন্ত বেনামী থাকা প্রধান প্রধান উৎসগুলি সনাক্ত করার জন্যে তার যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার চেয়েছেন।

জুন মাসের শেষের দিকে বুগার একজন বিচারক সোলানোর ফেসবুক একাউন্ট অনুসন্ধানের জন্যে জেলার অ্যাটর্নিকে অনুমোদন দিয়েছেন। প্রসিকিউটর এখন সাংবাদিকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দাবি করছেন।

কলম্বিয়ার প্রেস ফ্রিডম ফাউন্ডেশন বলেছে যে এই আদেশটি সাংবাদিকদের উৎস প্রকাশ না করার সাংবিধানিক সুরক্ষা লঙ্ঘন করে  এবং এই অনুসন্ধানটি থেকে সোলানোকে রক্ষা করার জন্যে তারা একটি পদক্ষেপ নিয়েছে।

বোগোটা্র ফুন্দাসিওন কারিসমার নাগরিক অধিকার সমর্থনকারীরাও একে স্বাধীনতা ও গোপনীয়তা প্রকাশের অধিকারের লঙ্ঘন অভিহিত করে অনুসন্ধান অনুমোদনের বিরুদ্ধে দৃঢ়ভাবে কথা বলেছে এবং বলেছে যে সাংবাদিকদের ফেসবুক একাউন্টে প্রবেশ করতে পারলে কর্তৃপক্ষ মামলাটির প্রয়োজনের চেয়ে অনেক বেশি তথ্যে প্রবেশাধিকার পেয়ে যাবে:

…en el caso de William Solano se autorizó a la fiscal a acceder no solo a la información relacionada con el caso….sino que además se autorizó conocer todo tipo de información relacionada con otros artículos escritos por el periodista (que también están protegidos por la reserva de la fuente) y a información personal y familiar (que nada tienen que ver con el caso y que debe quedar por fuera de las manos del Estado).

… উইলিয়াম সোলানোর ক্ষেত্রে জেলার অ্যাটর্নি শুধুমাত্র মামলার সাথে সম্পর্কিত তথ্য ছাড়াও সেই সাংবাদিকের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্যসহ (যার সাথে এই মামলার কোন সম্পর্ক নেই এবং যা রাষ্ট্রের নাগালের বাইরে থাকতে হবে) লিখিত অন্যান্য নিবন্ধের সাথে সম্পর্কিত তথ্যে প্রবেশাধিকারের অনুমোদন ছিল (যা সুরক্ষিত সূত্রগুলোকেও প্রভাবিত করতে পারে)

তারা এটাও উল্লেখ করেছেন যে ফেসবুকের কাঠামোতে – তাদের বিষয়বস্তুগুলো পড়ার ছাড়া – বার্তা এবং পোস্টগুলির মধ্যে পার্থক্য করার জন্যে কোন সরঞ্জাম থাকে না – এবং এগুলি – এক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। আর এর ফলে সোলানোর গোপনীয়তার সম্ভাব্য লঙ্ঘন ঘটতে পারে।

কাশ্মীরে আবারো মোবাইল ইন্টারনেট গতিহীন

কাশ্মীর অঞ্চলের একটি রাজ্য সরকার ৮ জুলাই, ২০১৬ তারিখে অঞ্চলটির একটি জঙ্গি গ্রুপের জনপ্রিয় যুবক কমান্ডার বুরহান ওয়ানির প্রথম বার্ষিকীতে অস্থিরতার আশংকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে

অভিযুক্ত না হয়েও তুর্কি মানবাধিকার কর্মীরা গরাদের ওপারে

সুইডেন ও জার্মানীর দু’জন তথ্য প্রযুক্তি প্রশিক্ষকসহ তুরস্কের সবচেয়ে সম্মানিত মানবাধিকার সুরক্ষাকর্মীদের আটজনকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০জনই এখনো পুলিশের হেফাজতে এখনো পুলিশ হেফাজতে রয়েছেন কিন্তু থাকলেও তাদের কোনও অপরাধে অভিযুক্ত করা হয়নি। গ্রুপটি ৫ জুলাই তারিখে ইস্তাম্বুলে ডিজিটাল নিরাপত্তা এবং তথ্য ব্যবস্থাপনা কর্মশালার জন্যে জড়ো হলে পুলিশ অভিযান চালিয়ে এর অংশগ্রহণকারীদের এবং কম্পিউটার ও মোবাইল ফোনসহ ইলেকট্রনিক যন্ত্রপাতি আটক করে। কর্তৃপক্ষ ১১ জুলাই তারিখে ঘোষণা করেছে যে ১০জনকে অন্ততঃ আরো সাত দিন পর্যন্ত আটক রাখা হবে।

সাংবাদিকদের সাথে কথা বলায় আদালত নাবিল রজবের সাজা আরো বাড়িয়েছে

সাংবাদিকদের সাথে কথা বলার কারণে বাহরাইনের মানবাধিকার নেতা নাবিল রজবকে তার অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি থাকার কারণে বাহরাইনের মানবাধিকার কেন্দ্রের সভাপতি রজব আদালতে হাজির হতে পারছেন না। বাহরাইনের কারাগারে নির্যাতনের বিরুদ্ধে টুইট করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে গত বছরের বেশিরভাগ সময় তিনি নির্জন কারাবাসে ব্যয় করেছেন এবং ১৫ বছরের কারাদণ্ডের সম্মুখীন। সংবাদটি সম্পর্কে রজবের আইনজীবিরা খবরটি সম্পর্কে জানিয়েছে:

বাহরাইনের আইন অনুযায়ী হাসপাতালে থাকা একটি বৈধ অজুহাত এবং তিনি আদালতের অধিবেশনে যোগ দিতে না পারা পর্যন্ত তার বিচার মুলতবি থাকবে; তবে বিচারকের বিচার চালিয়ে যাওয়ার এবং নাবিলের আত্মপক্ষ সমর্থনকে খারিজ না করেই ২০১৭ সালের ১০ জুলাই তারিখে রায় প্রদানের সিদ্ধান্ত [বাহরাইনি আইনের] পরিপূর্ণ লঙ্ঘন।

মেক্সিকো কর্তৃপক্ষ কী ছাত্র নিখোঁজের তদন্তকারীদের উপর গুপ্তচরবৃত্তি চালাচ্ছে?

নতুন গবেষণা প্রায় তিন বছর আগে পুলিশের সাথে সংঘর্ষের পর অদৃশ্য হয়ে যাওয়া জোরপূর্বক নিখোঁজ ৪৩জন শিক্ষার্থী  বিষয়ে তদন্তের জন্যে নিযুক্ত একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে পর্যবেক্ষণ করার জন্যে ইজরায়েলের কোম্পানি এনএসও গ্রুপের তৈরী নজরদারি যন্ত্র ব্যবহারের ইঙ্গিত করেছে। মেক্সিকোর সরকারের কেনা নজরদারি প্রযুক্তির অপব্যবহার বিষয়ে একাধিক এনজিও’র করা প্রতিবেদনের একটি অংশ হিসেবে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের নাগরিক ল্যাব থেকে এই গবেষণাটি এসেছে।

সংবাদটি নজরদারি প্রচারাভিযানে একটি আন্তর্জাতিক মাত্রা যোগ করেছে: দলটি কূটনৈতিক বিমুক্তি লাভ করেছে। এর ফলে কোন কেন্দ্রীয় বিচারকের – এমনকি তাদের সেটা করতে বলা হলেও – কোন আইনী কর্তৃপক্ষকে গোয়েন্দাগিরি করার জন্যে পরোয়ানা প্রদান করার কোন এখতিয়ার নেই। সরকার গুপ্তচরবৃত্তির দায়িত্ব অস্বীকার করা সত্ত্বেও বিরোধীদলীয় আইন প্রণেতা এবং আন্তর্জাতিক কর্মকর্তারা কেলেংকারিটি নিয়ে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।

রুশ দুর্বৃত্ত সাইট বিক্ষোভকারীদের চিহ্নিত করা ও লজ্জা দেওয়ার জন্যে মুখ চেনার সফটওয়্যার ব্যবহার করছে

“জে সুস ময়দান” নামের একটি বেনামী গোষ্ঠী গত মাসে রুশ বিরোধীদলীয় রাজনীতিবিদ এবং ব্লগার আলেক্সি নাভালনির সমর্থনে করা একটি সমাবেশে অংশগ্রহণকারীদের চিহ্নিত করা ও লজ্জা দেওয়ার জন্যে বিতর্কিত চিহ্নিতকারী সফটওয়্যার ফাইন্ড-ফেস ব্যবহার করছে। সফটওয়্যারটি ব্যবহারকারীদের ফেসবুকের রুশ প্রতিদ্বন্দ্বী ভিকন্তাক্তের প্রোফাইল পাতার ছবি মিলিয়ে দেখতে সক্ষম। ম্যাক্সিম পার্লিন নামক একজন রুশ বিজ্ঞাপনদাতা লুকানো-ক্যামেরায় ও পর্নোগ্রাফি ভিডিওতে  থাকা অস্বীকারকারী নারীদের সনাক্তকরণ এবং প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রীদের বিরুদ্ধে সাইবারগুন্ডামি অভিযান পরিচালনা করার জন্যে ফাইন্ড-ফেস তৈরী করেছিলেন। কাউকে এই নেটওয়ার্ক থেকে বের হতে চাইলে অর্থ প্রদান করতে হয়

ঘৃণার ভিডিও প্রস্তুতকারকদের মুখোশ উন্মোচন করতে ওসাকা মেয়রের গোপনীয়তা আইনে খোঁচা

জাপানী শহর শহর ওসাকার মেয়র স্থানীয় সরকারকে কোরীয় বংশোদ্ভুত জাপানী নাগরিকদের লক্ষ্য করে চরম ডানপন্থী গোষ্ঠীর বিক্ষোভ প্রদর্শনের অনলাইন ভিডিওর প্রতিক্রিয়া হিসেবে (ঘৃণার) এই ভিডিওটির নির্মাতাদের সনাক্ত করতে সহায়তা করতে জাপানের ইন্টারনেট গোপণীয়তা আইনসমূহের শিথিলতা চান।

ফিলিপিনো সিনেটরের মিথ্যা সংবাদবিরোধী খসড়া আইন

ফিলিপাইনের একজন সিনেটর প্রস্তাবিত একটি নতুন খসড়া আইন পাস হলে “মিথ্যা সংবাদ” বিতরণ করার দায়ে আপনার কারাদণ্ড হতে পারে পাঁচ বছর পর্যন্ত। খসড়া আইনটিতে “মিথ্যা সংবাদের দূষিত বন্টন”কে অপরাধ গণ্য করে “আতংক, বিভেদ, বিশৃঙ্খলা, সহিংসতা এবং ঘৃণা অথবা কাউকে কলংকিত বা কারো সুনামহানী করা জন্যে কোন প্রচারণা”কে মিথ্যা সংবাদ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বিলটির ব্যাপকভাবে বিস্তৃত সংজ্ঞা এবং এটি সেন্সরশিপের জন্যে ব্যবহার করা হতে পারে বলে মিডিয়া বিশেষজ্ঞরা এর সমালোচনা করেছেন।

নতুন গবেষণা

  • Who Has Your Back? 2017 (আপনার পিছনে কে আছে? ২০১৭) – ইলেক্ট্রনিক সীমান্ত ফাউন্ডেশন

 

নেট-নাগরিক প্রতিবেদনের গ্রাহক হোন

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .