দেহের মৃত্যু হয়, দেশের নয়ঃ আপনি কি শুনছেন? পডকাস্ট

পডকাস্ট, আপনি কি শুনছেন?, এই পডকাস্টে আমরা সেই সকল কাহিনীর প্রতি দৃষ্টি প্রদান করছে যা সম্প্রতি গ্লোবাল ভয়েসেস-এর নিউজরুম থেকে প্রকাশিত হয়েছে। এই পর্বে ভেনেজুয়েলা যে বেদনার্ত রূপে পরিবর্তিত হচ্ছে, ভারত শাসিত কাশ্মীরের বাসিন্দারা যে সকল অন্যায়ের স্বীকার হচ্ছে; নাইজেরিয়া তাদের জোলোফ চালের রন্ধন প্রণালীর নিয়ে যে প্রচণ্ড গর্ব করেছে, নির্দিষ্ট ফেসবুক বন্ধুত্বকে দৃশ্যত যে ভাবে থাইল্যান্ডে অপরাধীর সাথে যুক্ত করা হচ্ছে; এবং ব্রাজিলের বিচার বিভাগের মধ্যে যে ভাবে প্রাতিষ্ঠানিক বর্ণবাদ বিদ্যমান রয়েছে, সে সম্বন্ধে আমরা শুনব।

একইসাথে এই পর্বের সম্পাদনার জন্য কাট বাটিইগাসকে ধন্যবাদ, সাথে লরা ভিদাল, মারিন্না পাররা এবং রাফায়েল সাভাক্কো গার্সিয়াকে ধন্যবাদ এর বর্ণনা প্রদানের জন্য। পডকাস্টে আমরা যে গল্প তুলে ধরেছি তার জন্য একই সাথে ধন্যবাদ গ্লোবাল ভয়েসেস-এর কনট্রিবিউটর লুইস কার্লোস ডিয়াজ, নাওয়াচুকুয়া এগবুনিকে, মং পালাটিনো, মারিয়ান্না পাররা, এবং রাফায়েল সাভাক্কো গার্সিয়া এবং পডকাস্টে আমরা যে সকল কাহিনী তুলে ধরেছি তার জন্য আমাদের অংশীদার ভিডিও ভলান্টিয়ার্সকে ধন্যবাদ।
এই পর্বে আমরা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স করা কিছু সঙ্গীত তুলে ধরেছি, যা নেওয়া হয়েছে ফ্রি মিউজিক আর্কাইভ থেকে, এর মধ্যে রয়েছে লি রোসেভেরে-এর লেটস স্টার্ট ফ্রম দি বিগেনিং (সিসি বাই ৪.০); ক্রিস জাব্রিস্কির- দি সান ইজ সিডিউল টু কাম আউট টুমোরো (সিসি বাই এনসি ৩.০); ডেভিড শেজেসটেই –এর ওল্ডি সং(সিসি বাই ৩.০); লী রোজেভেরা-এর অরোরা বোরেলিয়াস (সিসি বাই-এনসি৩.০) কেভিন ম্যাকলিওড-এর ব্যাকড ভাইব ক্লিন (সিসি বাই ৩.০); পোডিংটন বিয়ারের স্কেপটিক (সিসি বাই-এনসি ৩.০) এবং এল জম্বি ফ্লাশের রেজিসটে (সিসি বাই ৪.০)।

সাউন্ড ক্লাউড থাম্বনেইল-এ যে ছবি ব্যবহার করা হয়েছে তা এক কার্টুন, একেছেন এডূয়ার্ডো সানব্রিয়া (এডো ইলাসট্রাডো)। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .