হত্যার বিচার চেয়ে মাদক হত্যার নথিবদ্ধন করলেন ফিলিপাইনের এক ক্যাথলিক চার্চ কর্মী

তোখাঁং এর অধিকাংশ শিকার (অ্যান্টি-ড্রাগ অপারেশন) শহুরে দরিদ্র অধিবাসীরা। ছবিঃ সিরিয়াকো সান্টিয়াগো, অনুমতিক্রমে ব্যবহৃত।

সিরিয়াকো সান্তিয়াগো’কে ম্যানিলার বাকলারান চার্চের একজন সাধারণ ধর্মপ্রচারক বলে মনে হতে পারে, কিন্তু তিনি একজন রাত্রিকালীন ফটোগ্রাফার, যারা ফিলিপাইন পুলিশের মারাত্মক মাদক বিরোধী অপারেশন কভার করার জন্য অন্য অনেক সাংবাদিকের সাথে যোগ দেন।

পুলিশ রেকর্ড অনুযায়ী, ২০১৬ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মাদক-বিরোধী অপারেশনে ২০০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। কিন্তু কিছু লোক আশংকা প্রকাশ করেছেন যে, এটি অতিরিক্ত বিচারিক হত্যাকাণ্ডের অন্তর্ভুক্ত হলে সংখ্যা আরও বেশি হতে পারে।

যদি গণমাধ্যমের কাজ হয় সরকারের ‘মাদকদ্রব্যের বিরুদ্ধে যুদ্ধে'র সর্বশেষ হত্যাকাণ্ডের প্রতিবেদন করা, তবে সান্টিয়াগো এর ভূমিকা হচ্ছে ক্ষতিগ্রস্তদের প্রোফাইল তৈরি করা এবং মাদক বিরোধী অপারেশন বা তোখাঁং অতিরিক্ত বিচারিক হত্যাকাণ্ড নথিভুক্ত করা যা ভবিষ্যতে মানবাধিকার অপব্যবহার তদন্তে ব্যবহার করা যেতে পারে।

ভ্যাটিকান ইনসাইডারের সাথে একটি সাক্ষাত্কারে সান্তিয়াগো ব্যাখ্যা করেছেন, মাদক যুদ্ধের লঙ্ঘনের বিষয়বস্তু প্রকাশ করা কেন গুরুত্বপূর্ণ:

এটা সম্পর্কে খবর তৈরির আগেই সমগ্র বিশ্বকে এই বৈধ বর্বরতা সম্পর্কে জানানো যে, এটি একটি মানবিক কাজ। বৈধতা এবং আইনের লজ্জাজনক লঙ্ঘনের বিষয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং হত্যা বন্ধ করা। সাংবাদিকতা সত্যিই জনসাধারণের সেবা এবং সবার ভাল’র জন্য কাজ করতে পারে।

সান্টিয়াগো এর কাজ গীর্জা এবং স্কুলের বিভিন্ন প্রদর্শনীতে দেখানো হয়েছে। এছাড়াও রাইজ-আপ মানবাধিকার নেটওয়ার্ক নামের সংগঠন তার ছবিগুলি অতিরিক্ত বিচারিক হত্যাকাণ্ডে পুলিশের সম্ভাব্য জড়িত থাকার প্রমাণ হিসাবে জমা দিয়েছে যা মূলত ফিলিপাইনের রাজধানী শহরের মেট্রো ম্যানিলার শহুরে দরিদ্রদের লক্ষ্যবস্তু করেছে।

২০১৬ সালে মাদক যুদ্ধ একটি জাতীয় সমস্যা হয়ে ওঠে যখন দেশের নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মাদক কারবারি নেতা এবং তাদের রক্ষাকর্তাদের হত্যার মাধ্যমে এই সমস্যা শেষ করার অঙ্গীকার করেছিলেন

অনেক ক্ষেত্রে, তোখাঁং অপারেশনগুলিতে নিরীহ বেসামরিকদের হত্যা করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে নিরস্ত্র সন্দেহভাজন এবং অন্যান্য ক্ষুদ্র মাদকাসক্ত ব্যক্তিকে হত্যা করার অভিযোগ রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের প্রতিদ্বন্দ্বী গ্যাংকে ধংস করার অভিযোগে অভিযুক্ত করেছে।

রেডম্যাপরস্ট ক্যাথলিক চার্চের ব্রাদার সিরিয়াকো সান্তিয়াগো। উৎস: ফেসবুক

সান্টিয়াগো, যিনি তার গির্জার সঙ্কট ব্যবস্থাপনা সমন্বয়কারী গত ডিসেম্বর ২০১২ তারিখে শহুরে দরিদ্র প্যারিশিয়নদের সাথে জড়িত বিভিন্ন মামলা এবং অভিযোগ বৃদ্ধির প্রেক্ষিতে তার ডকুমেন্টেশনের কাজ শুরু করেন।

শহুরে দরিদ্র সম্প্রদায়ের মাঝে তার এক ভ্রমণের সময়, সান্টিয়াগো এক কিশোর মামলা সম্পর্কে জানতে পারেন যারা মুখোশধারী পুরুষদের একটি গ্রুপ দ্বারা নিহত হয়। কমিউনিটি নেতারা স্বীকার করেন যে সেসব কিশোররা অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল না। অনেকে বিশ্বাস করেন যে হত্যাকাণ্ডটি একটি তোখাঁং অপারেশন হতে পারে।

সান্তিয়াগো সেই কিশোরদের সম্পর্কে লিখেছেন এবং অন্ত্যেষ্টিক্রিয়া নথিভুক্ত করেছেন:

তাঁদের স্বপ্ন ছিল। তাদের সবাই তাদের পড়াশোনা শেষ করতে চেয়েছিল। আশা করছিল যে আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে একসময় ভাল চাকুরি পাবে।

দারিদ্র্যের কারণে তাদের কাজ এবং সঞ্চয় করতে হয়েছিল। তারা পড়াশোনা শেষ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তা যত সময় লাগুক না কেন।

কিন্তু সেই স্বপ্নটি সেই ভয়াবহ রাতে বিলীন হয়ে গিয়েছিল, সেই সাথে গ্রামের শান্তিপূর্ণ পরিবেশও।

জাগরণটি সংক্ষিপ্ত ছিল। নিহতদের পরিবার এবং আত্মীয়দের পক্ষে তাদের মৃতদের জন্য একটি শালীন সমাধিস্থলের ব্যবস্থা করার সামর্থ্য ছিল না। তাদের কাছে বিকল্প ছিল, একসাথে তাদের সবার কবর – একে অপরের পাশাপাশি।

তখন্দের মতো অপারেশনে নিহত হয়েছে এমন কিশোরদের খরচ কমাবার জন্য একে অপরকে পাশাপাশি রেখে সমাহিত করা হয়। সমাজের নেতারা কিশোরীদের নির্দোষতা স্বীকার করে। ছবিঃ সিরিয়াকো সান্টিয়াগো, অনুমতিক্রমে ব্যবহৃত।

শহুরে দরিদ্র সম্প্রদায়ের মধ্যে মাদক যুদ্ধের বিপজ্জনক প্রভাব তুলে ধরা এবং তোখাঁং শিকারদের ছবি সহ মূলধারার সাংবাদিকদের প্রতিবেদন করার মাধ্যমে সান্টিয়াগো এর কাজ সম্পন্ন করেছে।

সান্টিয়াগো তরুণ আলোকচিত্রীদের দরিদ্রদের পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করার জন্য উৎসাহিত করছেন, বিশেষত যারা সরকারের মাদক যুদ্ধের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে:

একজন ফটো সাংবাদিক হিসাবে সব সময় দরিদ্রদের সঙ্গে থাকুন, তাদের সামাজিক বাস্তবতা বুঝতে চেষ্টা করুন।

সর্বদা প্রতিদ্বন্দ্বি শ্রেণীর স্বার্থের সংঘর্ষ হয়, সংগ্রামরত ও দরিদ্র মানুষের পাশে থাকবেন।

নিচে সান্তিয়াগো কর্তৃক কিছু ছবি নেওয়া হয়েছে, যেখানে শহরের দরিদ্র গ্রামগুলিতে তোখাঁং বলতে সাধারণ ফিলিপিন্সের কাছে কি অর্থ দাঁড়ায় তা প্রকাশ করেছে:

একজন পুলিশ কর্মকর্তা একটি সম্ভাব্য ড্রাগ সন্দেহভাজন মৃতের শরীর দেখছেন। শবদেহের কাছাকাছি একটি ট্রাকে রাষ্ট্রপতির নাম সহ স্লোগান সম্বলিত একটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। ছবিঃ সিরিয়াকো সান্টিয়াগো, অনুমতিক্রমে ব্যবহৃত।

একটি দুঃখী পরিবারের সামনে তোখাঁং এ মৃত একজনের লাশ বহন করা হচ্ছে। ছবিঃ সিরিয়াকো সান্টিয়াগো, অনুমতিক্রমে ব্যবহৃত।

দেশটিতে মাদক সম্পর্কিত হত্যাকাণ্ডের তদন্ত ও হত্যা প্রতিরোধ করার জন্য ধর্মীয় সেক্টরে তোখাঁং এ হত্যার শিকার হওয়াদের কথা পৌছানো হয়েছে। ছবিঃ সিরিয়াকো সান্টিয়াগো, অনুমতিক্রমে ব্যবহৃত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .