চীনে বিদেশি গুপ্তচর নির্মূলে তথ্যদাতাদের নগদ পুরস্কার ঘোষণা

জনগণকে গুপ্তচরদের প্রলোভন সম্পর্কে সতর্ক করে চীনের জাতীয় নিরাপত্তা ব্যুরো একটি ভিডিও প্রকাশ করেছে। পর্দাছবি।

চীনের জাতীয় নিরাপত্তা ব্যুরো বিদেশী গুপ্তচরদের সম্পর্কে অভিযোগকারী নাগরিকদের জন্যে বড় অংকের নগদ পুরস্কারের প্রস্তাব দিয়েছে।

২০১৫ সালের নভেম্বর মাস থেকে সন্দেহজনক গুপ্তচরবৃত্তি সম্পর্ক অভিযোগ জানাতে একটি জাতীয় হটলাইন #১২৩৩৯ নাগরিকদের জন্যে চালু করা হয়েছে। কিন্তু ১৫ এপ্রিল তারিখ থেকে নতুনভাবে প্রবর্তিত “গুপ্তচরবৃত্তি সম্পর্কে তথ্য জানাতে নাগরিকদের পুরস্কার প্রদানের পদক্ষেপ” অনুসারে কার্যকর অভিযোগের জন্যে নাগরিকদের পাঁচ লক্ষ ইউয়ান বা প্রায় ৫৮ লক্ষ ৪০ হাজার টাকার সমপরিমাণ পুরস্কার দেয়া হবে।

বেইজিং মর্নিং পোস্টের একটি নিবন্ধ অনুসারে এই পুরস্কার ব্যবস্থাটি করা হয়েছে একটি “গুপ্তচরবিরোধী লোহার প্রাচীর” তৈরির জন্যে:

随着我国改革开放的深入,对外交往明显增多,出入境人员逐年递增。境外间谍情报机关和其他敌对势力也借机加紧对我国进行政治渗透、分裂颠覆、情报窃密、勾连策反等破坏活动。
还有一些人出于个人私利,出卖国家利益,给境外间谍情报机关以可乘之机。北京作为首都,是境外间谍情报机关和其他敌对势力对我进行渗透、颠覆、分裂、破坏和窃密等活动的首选地。
基于以上原因和背景,反间谍侦查工作急需创新工作方式和工作方法,广泛发动群众,激发群众维护国家安全的积极性和自觉性,逐渐构筑起反奸防谍的钢铁长城。

আমাদের দেশে মুক্তদ্বার নীতি সম্প্রসারিত হওয়ার ফলে বিদেশীদের সঙ্গে পারস্পরিক আদান-প্রদান দ্রুত বৃদ্ধি পেয়েছে। দেশে আসা-যাওয়া করার মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে। বিদেশী গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য শত্রুভাবাপন্ন শক্তি আমাদের দেশের রাজনীতিতে ঢুকে গিয়ে বিচ্ছিন্নতা এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপ উস্কে দিয়ে গোপনীয়তা চুরি এবং গুপ্তচরবৃত্তির কার্যক্রম সংঘটিত করছে।

তাছাড়া, ব্যক্তিগত স্বার্থের জন্যে কিছু কিছু ব্যক্তি বিভিন্ন বিদেশী গোয়েন্দা সংস্থার জাতীয় স্বার্থ বিক্রি করে দিচ্ছে। রাজধানী হিসেবে বেইজিং বিদেশী গোয়েন্দা সংস্থার এবং অন্যান্য শত্রুভাবাপন্ন শক্তির অনুপ্রবেশ, অন্তর্ঘাত, বিচ্ছিন্নতাবাদ, ধ্বংস ও গোপনীয়তা চুরি সংঘটিত করার এক নম্বর অবস্থান।

এরকম একটি পরিপ্রেক্ষিতে, গুপ্তচরবিরোধী একটি তদন্তের মাধ্যমে জনগণকে সংগঠিত, সচেতন এবং তাদেরকে জাতীয় নিরাপত্তা রক্ষার প্রণোদনা প্রদান করে গুপ্তচরবিরোধী লোহার প্রাচীর গড়ে তোলার জন্যে একটি উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন।

নতুন পদক্ষেপটিতে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা এবং অসৎ উদ্দেশ্যে অভিযোগ করার ক্ষেত্রে জরিমানা বিষয়ের উপর জোর দেয়া হয়েছে।

এছাড়াও জাতীয় নিরাপত্তা ব্যুরোর বিভিন্ন সংস্থার মাধ্যমে পুরস্কার ব্যবস্থাটির বিশদ ব্যাখ্যা করে এবং কি কি বিষয়ে নাগরিকদের সতর্ক থাকতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। চীনা কেন্দ্রীয় টেলিভিশনের সামাজিক গণযোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট মিয়াওপাইতে প্রকাশিত ভিডিওটি একদিনে ৪৫ কোটির বেশি বার দেখা হয়েছে।

প্রচারণা কর্মকর্তারা গত বছর বেইজিংয়ের জনগণকে বিদেশী গুপ্তচরদের থেকে সাবধান থাকার জন্যে পরামর্শ দিতে শুরু করেছে। তারা গোপন উদ্দেশ্য নিয়ে আসা বিদেশী পুরুষদের দ্বারা প্রলুব্ধ না হতে চীনা নারীদের সতর্ক করে “বিপজ্জনক ভালবাসা” শীর্ষক একটি কার্টুন পোস্টার প্রকাশ করেছে।

২০১৪ সালে পাশ হওয়া গুপ্তচরবৃত্তি-বিরোধী আইন এবং ২০১৬ সালের বিদেশী বেসরকারি সংস্থা ব্যবস্থাপনা আইন অনুসারে সরকারের পূর্ব অনুমোদন ছাড়া বৈদেশিক তহবিল গ্রহণ করা কোন সংস্থার জন্যে কাজ করাকে গুপ্তচরবৃত্তি বিবেচনা করা যেতে পারে।

জাতীয় নিরাপত্তার প্রতি “একটি হুমকি প্রদর্শনের” জন্যে গত দুই বছরে অনেক বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৬ সালের জানুয়ারি মাসে সুইডিশ মানবাধিকার কর্মী পিটার ডাহলিনকে ২৩ দিন আটক রাখার পর চীন থেকে বহিষ্কার করা হয়। আরো সাম্প্রতিক ঘটনা হলো লি মিং-চেহ নামের তাইওয়ানের মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার এবং অস্ট্রেলিয়ান ভিত্তিক চীনা অধ্যাপক ফেং চোঙ্গিকে আটক রাখা।

জনপ্রিয় সামাজিক গণমাধ্যমের প্ল্যাটফর্ম ওয়েইবোতে এই পুরস্কার ব্যবস্থাটি নিয়ে একটি র‍্যাপ গানের মাধমে চীনা যুব কমিউনিস্ট লীগ খুব উৎসাহ দেখাচ্ছে। ওয়েইবোতে লীগের অনুসারীরা চীন সম্পর্কে অনলাইনে উদারপন্থী নেতার নেতিবাচক মন্তব্যের দিকে অঙ্গুলি নির্দেশ করে ভিডিওটির প্রতি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে। নিচে ভিডিওটির সূত্রে সবচেয়ে পছন্দকৃত কিছু মন্তব্য  দেয়া হলো:

不白和尚:微博上至少有几十万。日本美国韩国各个国家都用基金会的名义收买他们,让他们带节奏,侮辱民族英雄,侮辱先烈,挑动地域歧视,民族歧视,职业歧视等所有分解民心的行为,并借助新闻事件造谣惑众,推波助澜。营造国家一团糟的氛围。诸如此类背后都有他们活跃的身影。

“অ-শ্বেতাঙ্গ সন্ন্যাসী”: ওয়েইবোতে অন্তত: হাজার দশেক [গুপ্তচর] রয়েছে। জাপান, মার্কিন যুক্তরাস্ট্র এবং কোরিয়া জাতীয় বীরদের অপমানকারী গায়কদলকে নেতৃত্ব এবং আঞ্চলিক, জাতিগত ও নিয়োগগত বৈষম্য উস্কে দেয়ার জন্যে তাদেরকে কিনে নেয়ার জন্যে সব ধরনের অবস্থান ব্যবহার করে। এছাড়াও তারা দেশের একটি বিশৃঙ্খল চিত্র আঁকার জন্যে গুজব তৈরি এবং মানুষকে বিভ্রান্ত করার জন্যে সংবাদের ঘটনা ব্যবহার করে। তারা এই সমস্ত কিছুর পিছনেই সক্রিয়।

辰时赏雨:其实,间谍不一定是刺探,也许是卧个槽,以正义的名义来传播负能,以真相的方式来煽动极端。

“ভোরে বৃষ্টি দেখা”: যারা গুপ্তচরবৃত্তি করছে তারা আসল গুপ্তচর নয়। বরং যারা ন্যায়পরায়নতার মতো নেতিবাচক শক্তি ছড়াচ্ছে, যারা সত্য প্রকাশ করার মতো চরমপন্থী কর্ম উস্কে দিচ্ছে তারাই এরা।

যুবলীগের কিছু কিছু সমর্থক তাদের মন্তিব্যের অংশে গণবুদ্ধিজীবীদের নাম লেখা শুরু করেছে:

橘子洲头12345:我举报教育部语文出版社长王旭明、袁腾飞、贺卫方、茅于轼是美国间谍。哈哈

“ম্যান্ডারিন ঝুতু ১২৩৪৫”: এখান থেকে আমি অভিযোগ জানাচ্ছি যে শিক্ষা ব্যুরোর অধীনস্থ ভাষা ও সংস্কৃতি প্রেসের পরিচালক ওয়াং জুমিং; ইউয়ান তেংফেই [ইতিহাসের শিক্ষক এবং বিখ্যাত ব্লগার]; হে ওয়েইফ্যাং  [আইনের অধ্যাপক]; এবং মাও ইউশি  [বিশিষ্ট অর্থনীতিবিদ] মার্কিন গুপ্তচর।

苏麻离青rua:袁腾飞之流所谓公知,对国家政府冷嘲热讽,含沙射影。大吹欧美民主台湾正硕。这样的怎么举报?

“সু-মা-লি-চিং রুয়া”: ইউয়ান তেংফেই এবং তথাকথিত গণবুদ্ধিজীবীরা দেশ ও সরকারকে উপহাস এবং পশ্চিমা গণতন্ত্র ও তাইওয়ানের অভিজ্ঞতাকে সঠিক পথ হিসেবে প্রশংসা করে চলছে। কিভাবে এটা অভিযোগ করতে হবে?

ওয়েইবোতে অন্য একটি সংবাদ আলোচনা সূত্রে কণ্ঠ আরো সমালোচনামূলক ছিল:

还间谍呢,先管管贪官污吏再说吧,可别再走清朝老路了,家门都没清理干净,都不需要间谍,自行垮掉。

গুপ্তচরদের সম্পর্কে কথা বলার এখনো সময় রয়েছে। প্রথমে দুর্নীতির উপর মনযোগ না দিলে দেশের পরিণতি চিং রাজবংশের মতো হবে। নিজের বাড়িতে ঠিক না করা হলে এটা নিজের উপরেই ধসে পড়বে।

看看评论 文革就是这样互相举报互相伤害搞起来的

মন্তব্যগুলো পড়ুন। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এবং আঘাত দিয়ে সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়েছে।

如果微博评论自己的观点,都去捉,那得捉多少人?有言论自由不好? 那些观点跟自己不一样就说要捉别人的人,你们都是些什么人?

ওয়েইবোতে কথাবার্তার পর কাউকে গ্রেপ্তার হতে হলে, কত লোক জেলে যাবে? বাক-স্বাধীনতা কি খারাপ? কোন ধরনের মানুষ তাদের নিজেদেরটি ছাড়া ভিন্নমতের জন্যে কারাগারে পাঠাতে চায়?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .