ড্রামার যখন আপেল সাইজের মাস্কট!

nyango star japanese mascot

জাপানের জনপ্রিয় মেটাল ফিউশন ব্যান্ড বেবিমেটালের ‘আইডল’ গানের সাথে ড্রাম বাজাচ্ছে ইয়ানগো স্টার। স্ক্রিনশট-টি ইয়ানগো স্টার-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নেয়া হয়েছে। .

মাস্কট-টা দেখতে আপেলের মতো। সেটাই ড্রাম বাজাচ্ছে। আর এই ড্রাম বাজানোর ছবি গেল মার্চ মাসে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

মাস্কটটির নাম ইয়ানগো স্টার। ইতোমধ্যে সে সুপারস্টারের মর্যাদা পেয়েছে। বাচ্চাদের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আনপান মার্চ’-এর থিম সংয়ে ড্রাম বাজানোর ভিডিও ৯১ হাজার বারের বেশি রিটুইট করা হয়েছে। ১১৩,০০০ এর বেশি মানুষ এতে লাইক দিয়েছেন।

রক ব্যান্ড এক্স জাপানের ক্রিমসন গানের সাথেই শুধু টিউন করেনি, ইয়ানগো স্টার বাচ্চাদের অনুষ্ঠান আনপান মার্চেও বাজিয়েছে।
এখানে তার দ্বিতীয় গান-টি রইলো। একবার দেখুন। তার বাজানোটা দিন দিন কতোটা সুতীব্র হয়ে উঠছে।

ইয়ানগো স্টার একটি ‘য়ুরুচারা’ মাস্কট। এটি এসেছে উত্তরপূর্ব জাপানের আওমোরি অঞ্চলের কুরোইশি থেকে। জাপানি ‘য়ুরুচারা’ শব্দের মানে হলো হাসিখুশি ও ভদ্র টাইপের কেউ। জাপানের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আরো অনেক মাস্কট রয়েছে।

রেডিটে একজন মন্তব্য করেছেন:

Please know that Nyango star is a yuru-chara mascot from Japan representing Aomori prefecture that's part of the Tohoku-region which was devastated by the earthquake and subsequent tsunami in March 11th, 2011. So, anytime Nyango star makes public appearances it is to promote the region and help it recover from the tragedy. It isn't drumming for its personal gain but for its beloved home.

আপনাদের অবগতির জন্য জানাই যে, ইয়ানগো স্টার একটি ‘য়ুরুচারা’ মাস্কট। এটি তুহোকু’র আওমোরি অঞ্চলের প্রতিনিধিত্ব করে। এই অঞ্চলটি ২০১১ সালের মার্চ মাসের ভূমিকম্প এবং সুনামির কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আপনি যখন ইয়ানগো স্টারকে দেখবেন, তখন মনে রাখবেন, এই অঞ্চলের প্রচারণা ক্যাম্পেইন চালাতে এবং ভয়াবহ ক্ষতি থেকে জেগে উঠতে এটি সাহায্য করছে। ড্রাম বাজানোর তার ব্যক্তিগত কোনো অর্জন নয়। এটি করছে সে তার মাতৃভুমির জন্য।

ইয়ানগো স্টার আপেলের সাইজ নিয়েছে। আর এটি আওমোরিকে জাপানের মধ্যে বিখ্যাত করে তুলেছে। আপেল সাইজ হলেও এর সাথে বিড়ালের মিল রয়েছে। আমরা বিড়ালের ডাককে যেমন ‘মিয়াও’ বলি, তেমনি জাপানে বিড়ালের ডাককে ‘ইয়ান’ বলে। অন্যদিকে আপেলের জাপানি নাম রিঙ্গো। আর এই দু’টির সমন্বয়ে মাস্কট-টি ইয়ানগো বলে খ্যাতি পেয়েছে। আর স্টার শব্দটি এসেছে বিখ্যাত ব্যান্ড সংগীতের দল বিটলস-এর ড্রামার রিঙ্গো স্টার থেকে।

নিচের ভিডিওতে ইয়ানগো স্টারকে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ড্রাম বাজাতে দেখা যাচ্ছে। এসময়ে সে জাপানের বিখ্যাত রক ব্যান্ড এক্স জাপানের ক্রিমসন গানটি পারফর্ম করে। এই পারফর্মেন্সের মধ্যে দিয়ে সে আওমোরি অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরে।

ইয়ানগো স্টারের ড্রাম বাজানোর আরো ভিডিও দেখতে চাইলে ইয়ানগো স্টার-এর অফিসিয়াল পেইজে ঢুঁ মারতে পারেন। তাছাড়া তার টুইটার, ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেলেও এ ভিডিওগুলো পাবেন। জাপানের পপ কালচার বিষয়ক ইংরেজি ব্লগ গ্র্যাপিতে ইয়ানগো স্টার সম্পর্কে আরো ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .