রাশিয়ায় প্রথম “গুগল কর” প্রদান করা একশটি কোম্পানির মধ্যে রয়েছে ফেসবুকের নাম

সুত্রঃপিক্সাবে

রোববারে ভেদেমোস্তি নামক সংবাদপত্র সংবাদ প্রদান করে যে রাশিয়ার তথাকথিত “গুগল কর” প্রদানে ফেসবুক রাজি। এই করের অধীনে রাশিয়ায় ইলেকট্রনিক উপাদান বিক্রি করা বিদেশী প্রতিষ্ঠান সমূহকে ১৮ শতাংশ ভ্যাট প্রদান করতে হবে (ভ্যালু অ্যাডেড ট্যাক্স)। অ্যাপেল, মাইক্রোসফট, নেটফ্লিক্স, ব্লুমবার্গ এবং অন্য প্রায় একশ বিদেশী কোম্পানির সাথে ফেসবুক এই তালিকায় যোগ দিয়েছে, যারা রাশিয়ার কেন্দ্রীয় আয়কর দপ্তরে এই কর প্রদানে নিজেদের নাম নিবন্ধন করেছে।

গত গ্রীষ্মে রাশিয়ার সংসদে এই “কর সংক্রান্ত আইন” পাশ হওয়ার পর এ বছরের ১ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হয়েছে। এই আইনের অধীনে অনলাইনে সঙ্গীত, ইলেকট্রনিক বই বা ই-বুক, ভিডিও গেম, ডোমেইনারে নাম এবং অন্যান্য পণ্য ও সেবা বিক্রিকারী প্রতিষ্ঠানকে কর হিসেবে নির্দিষ্ট অর্থ প্রদান করতে হবে। রুশ সরকার বলছে ইউরোপীয় ইউনয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনলাইন উপাদান সামগ্রী বিক্রি করা প্রতিষ্ঠানসমূহকে যে ধরনের ভ্যাট প্রদান করতে হয়, এটি হবে সে রকম একটি কর।

কর প্রদানে যে সমস্ত কোম্পানি নাম নিবন্ধন করেছে, তারা এ বছর প্রায় ১০ বিলিয়ন রুবেল (১৭৪ মিলিয়ন মার্কিন ডলার সম পরিমাণ অর্থ) কর প্রদান করতে যাচ্ছে। এই অর্থ দেশটির বাৎসরিক বাজেটের সাথে যুক্ত হবে। কোম্পানিসমূহকে প্রথম চার মাসের কর এ বছরের ২৫ এপ্রিলের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে।

কিছু কোম্পানি এই করের কারণে অনলাইনে বিক্রি করা পণ্যের দাম ইতোমধ্যে বাড়িয়ে দিয়েছে, যার মাধ্যমে তারা কর প্রদানের বিষয়টি পরোক্ষ ভাবে রুশ ক্রেতাদের উপর চাপিয়ে দিয়েছে।যেমন উদাহরণ হিসেবে বলা যায় সংসদে এই কর আইন পাশের পর গত বছর গুগল তার পণ্য ‘গুগল ড্রাইভের’ দাম ১৮ শতাংশ বৃদ্ধি করেছে। তবে বিখ্যাত অ্যাপেল কোম্পানি রাশিয়ায় তার কোন পণ্যের দাম বৃদ্ধি করেনি। একই ভাবে ওয়ারগেমিং নামক ভিডিও গেম প্রস্তুতকারক কোম্পানি জানাচ্ছে তার কোন গ্রাহককে এই করের বোঝা বইতে হবে না।

উবার নামক ট্যাক্সি সেবা প্রদানকারী কোম্পানি, যারা রাশিয়াতে অনলাইনে বৈধ ভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নিবন্ধিত হওয়ার কারণে এই কর প্রদানে বাধ্য, তারা শুরুতে নিজস্ব গাড়িচালকদের আহ্বান জানিয়েছিল যেন অস্থায়ী ভাবে গাড়িচালকেরা ক্রেতাদের কাছ থেকে এই কর আদায় করে। কিন্তু এর প্রতিবাদের কয়েকজন গাড়িচালক উবারের হয়ে গাড়ি চালানো বন্ধ করে দিলে কোম্পানি নিয়ম বদলে জানায় নিজস্ব তহবিল থেকে কোম্পানি এই কর প্রদান করবে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .