স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রে জাপানের চটকদার ট্রাক উপসংস্কৃতি

'Dekotora' trucks in Japan

জাপানে ‘দেকোতোরা’ ট্রাক। ছবি ফ্লিকার ব্যবহারকারী কানন সেরিজাওয়া। ছবির লাইসেন্স: সিসি বাই-এনসি-এনডি ২.০

ওগুলো চটকদার, আপনাকে দেখতে বাধ্য করবে এবং তাদের দেখে অনেক টাকা খরচ করানো একটা শখ মনে হবে: কেউ জাপানে কখনো এসে থাকলে সম্ভবত: জাপানের “শিল্প ট্রাক” উপসংস্কৃতি দেখে থাকবেন। দেকোতোরা (デコトラ, “সাজানো ট্রাক“ এর সংক্ষিপ্ত রূপ) নামে পরিচিত জাপানের শিল্প ট্রাকগুলো ঝলকানো নিয়ন বাতি, এয়ারব্রাশ করা ম্যুরাল (দেয়ালচিত্র) এবং প্রচুর পরিমাণ ক্রোম (ক্রোমিয়ামের ধাতব শংকর) দিয়ে কায়দা করে বানানো হয়েছে।

দেকোতোরা সম্পর্কে এত্তো বড় গল্পের একটি সংক্ষিপ্ত ভিডিও তথ্যচিত্র জাপানের ডিআইওয়াই (নিজ হাতে গড়া) ট্রাক সংস্কৃতির অভ্যন্তরে কেবলি মুক্তি পেয়েছে। ইংরেজি সাবটাইটেলযুক্ত ভিডিওটিতে চটকদার ট্রাকের প্রচুর ছবি রয়েছে।

অন্য যে কোন উপসংস্কৃতির মতো ইন্সটাগ্রামেও একটি স্পন্দনশীল দেকোতোরা সম্প্রদায় আছে। এখানে জাপানের “সাজানো ট্রাক”-এর কয়েকটি ছবি রয়েছে।

#JDM #Dekotora #ArtTruck #Bippu #HotRod #Kustom #Lowrider #KaliforniaLook #Hardcore #HardcoreJDM #デコトラ #ビップ

A post shared by KaliforniaLook (@kalifornialook) on

দেকোতোরা বদ্ধ সৌখিনদের দ্বারা প্রভাবিত হলেও আকর্ষণীয় সজ্জা দিয়ে জীবিত করে তোলা জাপানের রাস্তায় এবং মহাসড়কে মালবাহী ট্রাক, মাল খালাস করা (ডাম্প) ট্রাক ও অন্যান্য যানবাহন দেখতে পাওয়া অস্বাভাবিক নয়।

এখানে দেখতে অনেকটা স্টাইলকৃত একটি মাল খালাস করা ট্রাক তোহোকু এক্সপ্রেসওয়ে ইতস্তত: চষে বেড়াচ্ছে:

Typical Japanese truck art. #bonx #gomakenoise #菅原文太 #仁義なき闘い #東北道 #デコトラ

A post shared by Takahiro Miyasaka (@takahir0miyasaka) on

সব দেকোতোরাই বিশেষভাবে চটকদার না হলেও সবগুলোই তাদের মালিকের অনন্য ব্যক্তিত্ব প্রদর্শন করে:

#প্রোফাইলছবি এটা সামনে থেকে দেখতে একটি শেভি ইম্পালা (শেভ্রোলে’র একটি গাড়ি)-এর মতো লাগছে। #কর্মট্রাক #দেকোতোরা

একসময় ম্যুরাল দিয়ে বিতরণ ট্রাক সাজানো অস্বাভাবিক ছিল না। এই ট্রাকটিতে একটি ট্রিপটিক ম্যুরাল (পাশাপাশি আটকানো তিন তক্তার উপর অংকিত ছবি) – গাড়িটির দু’পাশ এবং পিছনের মালামাল বের করার দরজা মিলে – ২০০১ সালের কার্টুন ছবি  “কাই ডোহ মারু” (怪 童 丸)-এর  একটি দৃশ্য  আঁকা রয়েছে:

ম্যুরাল ব্যবহার করা খুব বেশি বিতরণ ট্রাক আগে যেমন থাকতো তেমনটা নেই, তাই না? #মিৎসুবিসিফুসো #ফুসো #ফুসোযোদ্ধা #দেকোতোরা #কাইডোহমারু

এই ট্রাকটির মালিক নাগোয়া উত্তরাঞ্চলের ইনুইয়ামা’র একটি মন্দির পরিদর্শন করছেন। ক্রোমের গ্রিল এবং বেড়ার পাশাপাশি জনপ্রিয় কার্টুনের নায়ক আনপান ম্যান রূপায়িত একটি ম্যুরাল দিয়ে সাজানো:

#রৌদ্রোজ্জ্বলআকাশ একটু #আনপানম্যান। #সাইংগুর #দেকোতোরা #আমারছবিরদিকেতাকানোরজন্যেধন্যবাদ ( ´͈ ᗨ `͈ )◞♡⃛

অনেক ট্রাকওয়ালা ব্যবহারিক অর্থেই তাদের রিগে বসবাস করে। এখানে (ট্রাকের) উইন্ডস্ক্রিনের বাইরের একটি ছবি, নিচে পর্দার ওপারে সাধারণভাবে কাজ করা জাপানের অনেক ট্রাক::

সুপ্রভাত! আজ সারাদিন বৃষ্টি হচ্ছে! #বোঝাইকরারপ্রতীক্ষায় #আরেকটিদিন #দেখাপেয়েখুশি #নিরাপদগাড়িচালনা #কাজশেষহলেআমিআমারট্রাকধুয়েফেলি #দেকোতোরা

ইন্সটাগ্রামে হ্যাশট্যাগ #デコトラ ব্যবহার করে জাপানের দেকোতারা শিল্প ট্রাক খূঁজে বের করা যেতে পারে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .