কিম জং-ন্যাম হত্যাকাণ্ডে জড়িত দেশের নাম নিয়ে চীনা বিতর্ক

এনটিডি টিভি সংবাদ থেকে ধারণকৃত স্ক্রিন

পশ্চিমা এবং দক্ষিণ কোরিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ১২ ফেব্রুয়ারি তারিখে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং ন্যামের হত্যাকাণ্ডের মিডিয়া কাভারেজকে চীন এবং বিছিন্ন মিত্র উত্তর কোরিয়ার মধ্যে একটি গুরুতর এবং ক্রমবর্ধমান উত্তেজনা শুরুর ইঙ্গিত হিসেবে সঙ্গে সঙ্গেই ব্যাখ্যা করা হয়েছে

খবরটা যাচাই করার অপেক্ষায় হলেও বর্তমানে বিস্তৃত অনুমান হলো পিয়ংইয়ং থেকেই সিংহাসনের একটি সম্ভাব্য দাবিদারকে নির্মূল করার জন্যে ক্ষমতাসীনের সহোদরের উপর আঘাতটির আদেশ দেয়া হয়েছে, যিনি তার দুই পরিবার নিয়ে চীনের আশ্রয়ে বেইজিং এবং ম্যাকাউতে বসবাস করতেন। এই সংস্করণটি সত্য হলে ক্রমেই কমিউনিস্ট প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে পড়া বেইজিংয়ের জন্যে এটা একটা বড় বিড়ম্বনা বলে প্রতিভাত হবে।

এযাবৎ বেশিরভাগ রাষ্ট্রীয় অধিভুক্ত চীনা সংবাদমাধ্যম সংবাদটির উপর মন্তব্য করা থেকে বিরত থাকায় মনে হচ্ছে বেড়ে চলা আঘাতটির বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার কৌশল নিয়ে কিছু জড়তা তৈরি হয়েছে। চীন উত্তর কোরিয়ার পারমাণবিক নীতির সমালোচনা করার পর দেশ দু’টি “ঠোঁট আর দাঁতের মতো কাছাকাছি” নেই, আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুঙ একবার যেমন বলেছিলেন।

তারপরেও মার্কিন সাম্রাজ্যবাদী কর্তৃত্বকে দেশটির প্রতি হুমকির বড়  একটি উৎস – এবং উত্তর কোরিয়াকে একটি ঐতিহ্যগত মিত্র  হিসেবে  দেখতে পছন্দ করা জল্পনা-কল্পনার ভারে পরিপূর্ণ নীরব চীনা জাতীয়তাবাদী মন্তব্যকারীরা দক্ষিণ কোরিয়ার দিকে একটা আঙ্গুল তুলেছে।

তারা উত্তরের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত টার্মিনাল হাই এরিয়া ডিফেন্স (টিএইচএএডি- থাড) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার জনসমর্থন যোগাড় করার জন্যে এই হত্যাকাণ্ডটি চালায় বলে সিউলকে দোষারোপ করে।

তবে চীনা টুইটার সমতুল্য ওয়েইবো’র কিছু কিছু ব্যবহারকারী এই তত্ত্বটিকে মেনে নিয়েছে।

জাতীয়তাবাদীদের পক্ষপাতী গ্লোবাল টাইমস তার ১৭ ফেব্রুয়ারি  তারিখের সংবাদ প্রতিবেদনে প্রথমে অনলাইন ষড়যন্ত্র তত্ত্বটি  উদ্ধৃত করে:

网上有阴谋论大胆推测,韩国保守派人士可能涉事,因为他们一向都对朝鲜持有强烈敌意,暗杀金正男后再将责任嫁祸于朝鲜,可令平壤政府受到国际谴责

একটি অনলাইন ষড়যন্ত্র অনুসারে উত্তর কোরিয়ার প্রতি শত্রুতাবশত:  দক্ষিণ কোরিয়ার [সরকার]  এ ঘটনায় জড়িত থাকতে পারে। তারা হয়তো কিম জং-ন্যামকে হত্যা করে উত্তর কোরিয়াকে দায়ী করবে যেন  আন্তর্জাতিক সমাজ পিয়ংইয়াং-কে নিন্দা করে।

কাগজটি  এরপর ষড়যন্ত্র তত্ত্বটির সমর্থনে লিয়াওনিং সামাজিক বিজ্ঞান একাডেমির একজন গবেষক লু চাও-কে উদ্ধৃত করে:

韩国政界和媒体对金正男之死炒得不亦乐乎,各媒体不断“爆料”,这对他们来说好像兴奋剂一样。韩国似乎把这条消息当成抹黑、颠覆朝鲜的一个“重磅炸弹”,从这一角度来看,已经超出了新闻的范围,有很大的政治目的性。

দক্ষিণ কোরিয়ার রাজনীতিক ও মিডিয়া কিম জং-ন্যামের মৃত্যুর সংবাদে আনন্দে আত্মহারা হেয়ে উঠে। এসব সংবাদমাধ্যম প্রতিষ্ঠান [এই বিষয়ে] “ব্রেকিং নিউজ” প্রকাশ করতে থাকে। ঘটনাটির প্রভাব এলএসডি (লাইসার্জিক এসিড ডাইইথাইলামাইড নামের মানসিক বিভ্রম সৃষ্টিকারী ড্রাগ)-এর মতো। দক্ষিণ কোরিয়া এই সংবাদটিকে উত্তর কোরিয়ারকে দোষারোপ এবং অন্তর্ঘাত করার মতো একটি “শক্তিশালী বোমা” হিসেবে দেখে। এই দৃষ্টিকোণ থেকে এটা এখন আর কোনো সংবাদ নয় বরং একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

আপাত: দৃষ্টিতে লু চাও-এর মতো মন্তব্যকারীরা কিম জং-উনের অনিশ্চিত শাসকগোষ্ঠীকে অঞ্চলটির অন্যান্য দেশগুলোর মতোই চীনেরও ভয় করার মতো যথেষ্ট কারণের ক্রমবর্ধমান প্রমাণ থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার চেয়ে টিএইচএএডি বা থাড ব্যবস্থাটিকে চীনা জাতীয় নিরাপত্তার প্রতি বৃহত্তর হুমকি হিসেবে গণ্য করে।

বিশিষ্ট চীনা সাংবাদিক গাও ইয়ু এখনও উত্তর কোরিয়ার পক্ষপাতকারীদের টুইটারে নিন্দা করেছেন:

মালয়েশিয়ায় কিম জং-ন্যামের হত্যাকাণ্ড একটি সন্ত্রাসী ঘটনা। কিন্তু আমি এইমাত্র দুজন পণ্ডিতকে ভিওএ (সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকা)-র সঙ্গে কথা বলতে শুনেছি যে ঘটনাটি  চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কে কোন প্রভাব ফেলবে না কারণ কিম জং-উনের ক্ষমতায় থাকা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্যে জটিলতা সৃষ্টি করবে। এই ধরনের ঠান্ডা মাথার পণ্ডিতরা আতঙ্কজনক। তাদের দৃষ্টিভঙ্গি সারা বিশ্বকে চাচা এবং ভাইকে হত্যাকারী কিম জং-উনকে সমর্থন করতে বলছে।

বিষয়টির উপর চীনা কেন্দ্রীয় টেলিভিশনের সংবাদ প্রতিবেদনের  নিচের  ওয়েইবো মন্তব্য সূত্রতে বেশিরভাগ মন্তব্যকারী তাদের বিশ্বাস বিবৃত করেছেন যে উত্তর কোরিয়া হলো হত্যাকাণ্ডটির সবচেয়ে সম্ভাব্য অপরাধী।

地球人都知道,这是三胖子在向中国示威而已。三胖子发射导弹,原以为会获得中国支持(因为这几年都是毛左路线),想不到这次不同,毛左开始失去控制权,中国严厉指责朝鲜,并通知要断绝对朝支持(包括禁止进口朝鲜煤),双方立即谈崩。三胖子担心中国扶持喜欢改革的正男上台。。果断出手杀了正男,。

সারাবিশ্ব জানে যে ঘটনাটি চীনের বিরুদ্ধে তৃতীয় মোটু (কিম জং-উন)-এর একটি প্রতিবাদ। মোটু মিসাইল উৎক্ষেপণ করে তার কর্মের জন্যে  চীনা সমর্থন প্রত্যাশা করেছিল […]  কিন্তু এবার চীন উত্তর কোরিয়ার নিন্দা জ্ঞাপন করে উত্তর কোরিয়া কে সমর্থন করা বন্ধ  (এবং উত্তর কোরীয় কয়লা আমদানী নিষিদ্ধ)  করবে বলে দেয়। সম্পর্কগুলো ভেঙ্গে  পড়ে। মোটু চিন্তিত হয়ে পড়ে যে চীন হয়তো সংস্কারবাদী জং-ন্যামকে নেতৃত্ব নিয়ে নিতে সমর্থন করবে … এবং জং-ন্যামকে হত্যা করা হয়।

蠢货才会相信朝鲜是中国的小弟,事实上中国是朝鲜大后方。中国对朝鲜内外政治毫无影响力,却不得不提供各种资源输血

শুধু মুর্খরাই বিশ্বাস করে যে উত্তর কোরিয়া চীনের ছোট ভাই […] চীন উত্তর কোরিয়ার ওপর কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে না বরং তাকে সে দেশে সরবরাহের প্রস্তাব দিতে হয়।

预感,中国要协助北朝鲜统一南北朝鲜了。萨德,是中国协助的理由。。。。。威胁到了,中国的安全。。这步棋下的很波折啊。只有,南北朝鲜统一了,中国的东北边防和东部海防环境才会安稳,前提是,中国协助统一。。如果是美国协助统一,就是另一回事了。

আমার মন বলছে যে চীন উত্তর এবং দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণে সাহায্য করবে। চীনা জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি হচ্ছে  টিএইচএএডি বা থাড… যা খুবই সুদূরপ্রসারী। শুধু দু’টির পুনরেকত্রীকরণই কেবল উত্তর-পূর্বাঞ্চলীয় চীন এবং [অঞ্চলটিতে] শান্তি আনবে। কিন্তু চীনকে সাহায্য করতে হবে…  যদি কিনা মার্কিন যুক্তরাষ্ট্র পুনরেকত্রীকরণের নেতৃত্ব নিয়ে নেয়, (তখন) সেটা ভিন্ন গল্প হতে পারে।

কিছু কিছু সুবিধাভোগী জাতীয়তাবাদী পণ্ডিতদের চেয়ে ভিন্ন বিশ্বাস চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের বাসিন্দাদের; তারা টিএইচএএডি বা থাড এবং দক্ষিণ কোরিয়ার চেয়ে উত্তর কোরিয়াকে অনেক বেশি ভয় করে:

不想说啥,我只知道三胖搞核武,我们这里都地震好几次了,去年最厉害的一次,上课的孩子们都跑到操场疏散,最后校长紧急决定放假。呵呵。替他叫好的,想想大东北的安危再说话。别忘了你是中国人。

আমি খুব বেশি কিছু বলতে চাই না। আমি শুধু জানি যে কিম জং-উনের পরমাণু পরীক্ষার কারণে আমরা এখানে কয়েকটি ভূমিকম্প অনুভব করেছি। সবচেয়ে মারাত্মক ভূমিকম্পটি ঘটেছে গত বছরে, যখন স্কুলের বাচ্চাদের দৌড়ে খেলার মাঠের দিকে ছুটে যেতে হয়েছে এবং স্কুলগুলোর প্রধান শিক্ষকদের নিরাপত্তাজনিত কারণে স্কুলদিবস বাতিল করার সিদ্ধান্ত নিতে হয়েছে। যারা [কিম জং-উন] এর জন্যে উৎফুল্ল দয়া করে উত্তর-পূর্বাঞ্চলীয় চীনের নিরাপত্তা সম্পর্কে ভাবুন। আর ভুলে যাবেন না আপনি একজন চীনা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .