যুক্তরাষ্ট্রের একটি শহর তার আদিবাসীদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতকে স্বীকৃতি প্রদান করেছে

Native Americans to respond to "Christopher Columbus." The video, produced by WatchCut Video, was originally published in November 2015, but circulated again on social media around Columbus Day 2016.

আদিবাসী আমেরিকার নাগরিকেরা ক্রিস্টোফার কলম্বাসের দিবসের বিরুদ্ধে সাড়া দিয়েছে। এই ভিডিও, যা ওয়াচকাট ভিডিও নামক প্রতিষ্ঠান তৈরি করেছে তা প্রথম প্রকাশ করা হয় নভেম্বর ২০১৫ সালে। কিন্তু কলম্বাস দিবসে এটি আবার নতুন করে স্যোশাল মিডিয়ায় ছাড়া হয়। ইউটিউবে ভিডিওটি দেখতে ছবিতে ক্লিক করুন।

দি ওয়ার্ল্ড স্টাফ এর এই সংবাদটি ১০ অক্টোবরে পিআরআই.অর্গ এ প্রথম প্রকাশিত হয়। কন্টেন্ট শেয়ারিং চুক্তি অনুসারে এখানে পুনরায় প্রকাশ করা হল।

যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভার নামক শহর আকারে ক্ষুদ্র কিন্তু ক্রমশ বাড়তে থাকা এক তালিকায় যোগ দিয়েছে, যা কলম্বাস দিবসের সাথে যুক্ত।

গত সপ্তাহে, কলম্বাস দিবসের বদলে নগর পরিষদ নিরঙ্কুশ ভাবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের সোমবারকে আদিবাসী অধিবাসী দিবস চিহ্নিত করে।

এ বছরের শুরুতে, উত্তর ক্যারোলিনার, অ্যাশভিলের নগর পরিষদ আদিবাসী অধিবাসী দিবস গ্রহণের পক্ষে ভোট গ্রহন করে, একই উদ্যোগ গ্রহণ করে ইউজিন, অরেগণ, ক্যামব্রিজ, মাসাচুসাটস, বোল্ডার, কলরাডো; সান্টা ফে, নিউ মেক্সিকো; ইয়াকিমা, ওয়াশিংটন, ফিনিক্স, আরিজোনা, এবং ভারমন্ট অঙ্গরাজ্য।

আদিবাসী আমেরিকানরা বছরের পর বছর ধরে আন্দোলন করে আসছে যেন কলম্বাসের আগমন দিবসটির সরকারি ছুটি বাতিল করা হয়, কারণ ইউরোপীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালের এই দিনে একটি মহাদেশ আবিস্কার করেন বলে দাবী করা হয়, যে মহাদেশটিতে তার আগেই শত শত আদিবাসী সম্প্রদায়ের বাস ছিল। এই ছুটি এবং নাম একই সাথে উত্তর ও দক্ষিণ আমেরিকার উপনিবেশবাদ এবং আদিবাসী সংস্কৃতির ধ্বংস সাধনের এক প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়।

ডেনভারের নগর পরিষদ জানাচ্ছেন যে তাদের এই দাবী আদিবাসী নাগরিকদের সম্মান প্রদর্শন এবং এখন থেকে ৫০০ বছর আগে কলম্বাস যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল তার পুনরায় নির্ধারন করার লক্ষ্যে করেছে।

ভোট গণনার পর নগর পরিষদের সদস্য পল লোপেজ বলেন,“আমাদের শহর তার স্থাপনার জন্য ডেনভারের আদিবাসীদের প্রতি কৃতজ্ঞ”।

তিনি বলেন,“আমরা এই কাজটি করেছি কারণ আমাদের বর্তমান ইতিহাস এই ধরণের ইতিহাস মুছে দিয়েছে, একে আর অদৃশ্য না করে আপনি এর প্রতি সম্মান জানাতে পারেন”।

শত বছর আগে, আরাফাহো এবং চেয়নি আদিবাসী সম্প্রদায় এই ডেনভারের আশেপাশের ভূমি এবং নদী মৌসুমের হিসেব অনুসারে ব্যবহার করত। ডেনভারের আশেপাশে বাস করা ১০০ আদিবাসীর মধ্যে আজকে আমেরিকান ইন্ডিয়ানরা প্রতিনিধিত্ব করে।

ডেনভার আমেরিকান ইন্ডিয়ান কমিশনের মায়ামানয়া ফ্লাইং আর্থ বলেন,“আমি অত্যন্ত গর্বিত”।

মায়ামানগোয়া ব্যাখ্যা করেন, আমি নিজেও লোকাটো, অজিবিও, এবং আকিমেল ওঅদহাম। আমি গর্ব অনুভব করি যে একজন আদিবাসী ব্যক্তি হিসেবে লোকজন আলাপ করা শুরু করেছে যে এর মানে আসলে কী। ডেনভারের নাগরিকেরা সম্ভবত স্মরণ রাখবেন যে খুব বেশী দিন আগের কথা নয়, এখানে যারা কলম্বাস দিবসের সমর্থক এবং যারা এর সমর্থক নয়, তাদের মাঝে এক ভয়াবহ সংঘর্ষ হয়েছিল।

মায়ামানগোয়া বলছে যে নতুন এই ছুটির দিন, আদিবাসীদের বিজয় হিসেবে চিহ্নিত হবে এবং প্রদর্শন করবে যে “শিক্ষা এবং জ্ঞান আমাদের এই শহরে অবস্থান করছে এবং আমরা পুরোনো বর্ণনা পাল্টে এমন একটা কিছুতে করতে পারি যা আদিবাসী নাগরিকদের সম্মান প্রদর্শন করতে পারে। যেন তাদের অবদানের স্বীকৃতি প্রদান করতে পারে।

আমি গর্বিত যে আমার কন্যা এমন এক শহরের বাস করার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বেড়ে ওঠবে যে শহর আদিবাসী নাগরিকদের স্বীকৃতি প্রদান করে।

ডেনভারের এই নতুন ছুটির দিন মূলত এক প্রতীকী বিষয়। বেশীরভাগ বাসিন্দারা কাজ করতে যাবে। তারপরেও মায়ামানগোয়া বলছে যে শহর এই সিদ্ধান্ত প্রদর্শন করছে যে মনোভাব পাল্টাতে শুরু করেছে।

তিনি বলেন “ইতিহাস তার দৃষ্টিভঙ্গিতে কেবল বিজয়ের কথা বলে, আর আমাদের ক্ষেত্রে কেবল বিজয়ী শাসকদের। আমাদের ইতিহাসের “উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গি” আর আমাদের জন্য কাজ করে না, সেগুলো আসলে ভুল ইতিহাস”।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .