জিভি অভিব্যক্তিঃ প্রেসিডেন্ট ওবামা, অস্কার লোপেজ রিভেরাকে ক্ষমা করার এখনই সময় [২৩ নভেম্বর তারিখে গ্রিনিচ সময় সন্ধ্যা ৬টায় সরাসরি সম্প্রচার]

তিনি বিশ্বের দীর্ঘতম সময় ধরে কারাগারে থাকা রাজবন্দীদের একজন। তিনি তাঁর জীবনের অর্ধেকেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন।

পুয়ের্তো রিকার নাগরিক অস্কার লোপেজ রিভেরা গত পঁয়ত্রিশ বছর ধরে কারাভোগ করছেন। পুয়ের্তো রিকো এর স্বাধীনতা অর্জনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তিনি এই শাস্তি ভোগ করছেন। এমনকি যদিও তিনি কারও কোন ক্ষতি করেননি বা ক্ষতি করার অভিযোগ তাঁর বিরুদ্ধে নেই। লোপেজ রিভেরা সত্তর বছরের কারাদণ্ড ভোগ করছেন। ফলে পুয়ের্তো রিকো এর ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘতম সময়ের জন্য সাজাপ্রাপ্ত রাজবন্দী।

অস্কারের বয়স বর্তমানে তিয়াত্তর বছর এবং ২০২৩ সালে তাঁর প্রস্তাবিত মুক্তির তারিখে তাঁর বয়স হবে আশি বছর। ২০১৭ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার আগে তাঁকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে বিস্তৃত সংখ্যক রাজনৈতিক, নাগরিক এবং ধর্মীয় নেতা, পাশাপাশি শিল্পী ও তারকাদের সমর্থন সঙ্গে নিয়ে একটি তৃণমূল আন্দোলন চলছে।

গ্লোবাল ভয়েসেসের আড্ডা বিষয়ক ধারাবাহিক জিভি অভিব্যক্তির এই পর্বে আমরা অস্কার লোপেজ রিভেরার মুক্তির জন্য জেগে ওঠা আন্দোলন নিয়ে আলোচনা করব। পুয়ের্তো রিকোতে গ্লোবাল ভয়েসেসের জন্য কাজ করা দল অর্থাৎ আমাদের স্প্যানিশ ভাষার সম্পাদক ফিরুজেহ শোকুহ ভেলে, সুরকার এবং জিভি প্রদায়ক এ্যাঞ্জেল ক্যারিওন এবং ঐতিহাসিক এবং জিভি প্রদায়ক আনা গ্যাব্রিয়েলা ক্যালডেরোনকে সাথে নিয়ে এই আলোচনা চলবে।

এই গল্পে ব্যবহৃত ফিচার ছবিটি বলছে অস্কারকে মুক্তি দাও। প্ল্যানেটাকিকে ডট কম থেকে নেয়া কিকে এসত্রাদার তোলা ছবিটি অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .