এই প্রবন্ধটি লিখেছেন লেটিসিয়া লেইতে, ইনিস্টিটিউটো সোসিয়ামবিয়েনটাল নামক ওয়েবসাইটে প্রথম প্রকাশিত হয়। লেখা বিনিময় চুক্তির অনুসারে এই প্রবন্ধটি এখানে পুনরায় প্রকাশিত হল।
ব্রাজিলের পারা প্রদেশের শহর আলতামিরায় এ মাসের শুরুতে, ১৩ অক্টোবর তারিখে, দুজন ঘাতক মোটর সাইকেলে এসে লুইজ আলবারতোকে খুন করে। পুলিশের প্রদান করা তথ্য অনুসারে ৫৪ বছর বয়স্ক এই পরিবেশবীদ, তার পরিবারের সামনে খুন হন। তাঁকে খুন করার সময় লুইজের পরিবার শহরের প্রান্তে অবস্থিত নিজস্ব এপার্টমেন্টে ভবনে হেঁটে হেঁটে প্রবেশ করছিল।
প্রাপ্ত সংবাদ অনুসারে খুন করার পর খুনিদের ব্রাসিল নোভো জেলার দিকে পালিয়ে যেতে দেখা যায় এবং এখন পর্যন্ত তাদের পরিচয় উদঘাটন হয়নি। আর এটাও অজানা যে কেন তারা এই হত্যাকাণ্ড ঘটালো।
এই খুন, এই ধরণের হত্যাকাণ্ডের তালিকাকে আরো দীর্ঘ করল, যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, আর যার শিকার হচ্ছে আমাজান এলাকার পরিবেশবাদীরা। ইতোমধ্যে এই এলাকা বিশ্বের এই ধরনের হত্যাকাণ্ডের রাজধানীতে পরিণত হয়েছে।
আরাউহো এর আগে সাও ফেলিক্স ডো শিঙ্গুয়া এবং একই সাথে পারার পরিবেশ দপ্তরের সম্পাদক হিসেবে কাজ করেছেন। সেখানে তিনি ব্রাজিলের প্রায় সকল শহুরে সম্পত্তিতে পরিবেশ আইন মেলে চলা সংক্রান্ত এক চুক্তির ব্যবস্থা করেন। এবার তার জীবনের ইতি ঘটল অবৈধ ভূমি দখলকারী ও বন উজাড়কারীদের হাতে, যারা তাকে হুমকি দিয়েছিল।
আরাউহো তার এলাকা আলতামিরা শহরে স্বাস্থ্যসম্মত পায়খানা ও লাইসেন্স প্রাপ্ত বর্জ্য পরিশোধনাগার স্থাপনে নেতৃত্ব প্রদান করছিলেন। একই সাথে, যে সমস্ত এলাকা ঐতিহ্যগত ভাবে পরিবেশ ধবংসের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে আসছে সে সব এলাকায় পরিবেশগত নিবন্ধন তিনি বাধ্যতামূলক করেছিলেন। এ সব অঞ্চলের বিপর্যয়কর বন ধবংসের বিরুদ্ধে যে লড়াই-এ তিনি সাফল্য অর্জন করেছিলেন।
পরিবেশগত আইনের পরিপূর্ণ প্রয়োগের কারণে আরাউহো বেশ সুনাম অর্জন করেছিলেন।
“ইনিস্টিটিউটো সোসিয়ামবিয়েনটাল শিনগুয়ার কর্মসূচির সমন্বয়ক রড্রিগো জুনকুয়েরিয়া মনে করেন যে আলতামিরা তার এক অসাধারণ কর্মকর্তাকে হারালো। তিনি বেলমন্তের যে কোন কারখানার নির্মাণের সময় এর মালিককে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত শর্তাবলী পূরণে বাধ্য করতেন। আর [সবসময়] প্রস্তুত থাকতেন স্থানীয় জনগণ এবং আক্রান্ত জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য। জুনকুয়েইরা বলছেন যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রাদেশিক এবং কেন্দ্রীয় পর্যায়ের সরকারের এই অপরাধের বিষয়ে তদন্ত এবং দোষীদের শাস্তি প্রদান করা উচিত।