প্রতিবছর শরৎকালে জাপানের পাহাড়ি এলাকা পর্ণরাজিতে ভরে ওঠে। এই সময়ে জাপানজুড়ে ‘লালচে পাতা’ দেখতে ভিড় জমে যায়। এটি জাপানের দীর্ঘদিনের ঐতিহ্য। এ সময়ে জাপানের জাতীয় পর্যটন সংস্থা (জেএনটিও) শরতের পর্ণরাজি দেখার জন্য নির্দেশনাও প্রকাশ করে থাকে। সেখানে জাপানের কোথায়, কোন সময়ে সবচে’ সুন্দর পর্ণরাজির দৃশ্য দেখা যাবে, তার বিস্তারিত তুলে ধরা হয়।
I had fun today. #arashiyama #Tenryuji #kimono
আজ খুব মজা হলো! #আরাশিয়ামা #তেনরাইজি #কিমোনো
শরতে ‘লালচে পাতা’ দেখার মৌসুমে কিয়োটো জাপানের অন্যতম পর্যটন গন্তব্য হয়ে উঠে। কিয়োটো একসময় জাপানের রাজধানী ছিল। এর চারপাশ পাহাড় ও বনজঙ্গলে ঘেরা। তাই যেদিকে তাকানো যায়, কিছু না কিছু চোখে পড়েই। ফলে শরতে কিয়োটোর পর্ণরাজির ছবি দিয়ে টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযাগমাধ্যম ভরে যায়।
জাপানে শরতের পর্ণরাজির সৌন্দর্য অবলোকনের অন্যতম স্থান হলো আরাশিয়ামা। এটি কিয়োটোর পশ্চিমে অবস্থিত। কিয়োটো এবং জাপানের বাইরে থেকে বিপুল সংখ্যক পর্যটক এখানে আসেন। আসার পরই তারা আরাশিয়ামার বাঁশবনে নিজেদেরকে খুঁজে পান।
#বাঁশঝাড় #আরাশিয়ামা #কিয়োটোজাপান #বিউটিফুলকিয়োটো #ট্রাভেলগ্রাম
আরাশিয়ামার ওই নদীর ব্রিজ আরেকটি দর্শনীয় পর্যটন গন্তব্য। প্রতি শরতে টুগেটসুকিও ব্রিজে ছবি তোলার জন্য বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেন।
আকাশের কাছাকাছি। আবহাওয়া সব ঠিক আছে।
আরাশিয়ামার পাহাড়ের উপর থেকে পূর্ব কিয়োটোর শরতের পর্ণরাজির অসাধারণ দৃশ্য চোখে পড়ে। তাছাড়া এখান থেকে ওকোচি মাউন্টেন ভিলাও দেখা যায়।
#টোকোচিসানচো #জাপানিজগার্ডেন #মোমোজি #আরাশিয়ামা #কিয়োটো #জাপান #ক্যানন #ক্যানইওএস৬০ডি কিয়োটো, জাপান ২৫-১০-২০১৬
আরাশিয়ামার আরেকটি জনপ্রিয় পর্যটক গন্তব্য হলো তেনরু মন্দির। ১৪ শতাব্দীতে স্থাপিত এই জেন মন্দিরে বাগান রয়েছে। এই সময়ে পর্ণরাজিতে ভরে উঠে:
Fall foliage in mid-November at Tenryū Temple in Arashiyama.
আরাশিয়ামার তেনরু মন্দিরে নভেম্বরের মাঝামাঝির পর্ণরাজি।
Fall foliage in mid-November at Tenryū Temple in Arashiyama.
আরাশিয়ামার তেনরু মন্দিরে নভেম্বরের মাঝামাঝির পর্ণরাজি।
Fall foliage in mid-November at Tenryū Temple in Arashiyama.
আরাশিয়ামার তেনরু মন্দিরে নভেম্বরের মাঝামাঝির পর্ণরাজি।
আরাশিয়ামার জনপ্রিয় স্ট্রিট খাবার হিসেবে পরিচিত চালের তৈরি আগুনে ঝলসানো ড্যাঙ্গো ডাম্পলিং।
It's the best walking around Arashiyama while eating mitarashi dango (rice dumplings in sweetened soy sauce) on a stick.
কাঠির সাথে আটকানো ড্যাঙ্গো চালের ডাম্পলিং খেতে খেতে হেঁটে আরাশিয়ামা ঘুরে দেখার মজাই আলাদা।
টুইটার ব্যবহারকারী রঞ্জন১৯৫৯ আরাশিয়ামা ঘুরে বেড়িয়েছেন একদিন। তিনি জাপানের শরৎকালের নিসর্গরাজি এবং চেরি ফুলের চমৎকার কিছু ছবি তুলেছেন।
— ranzan1959 (@rannzann1959) October 30, 2016
“Mackerel sky” in autumn.
শরতের পেঁজা তুলার মেঘলা আকাশ।