
চি হিতোসুয়েমা’র “পেপার ট্রেইলস” নামক প্রচারমূলক ভিডিও /এপিআর ক্রিয়েটিভ মার্কেটিং ম্যানেজমেন্ট ইউটিউব চ্যানেল থেকে পাওয়া।
চি হিতোসুয়েমা বলেছেন, “সংবাদপত্রের সংগ্রহ থেকে তৈরি করা আমার পশুপাখি ভাস্কর্যগুলো সম্ভবত বিভিন্ন পর্যায়ে আমাদের নিজেদের এবং আমাদের জীবনের প্রতিকৃতি অঙ্কন করেছে।” জাপানি এই শিল্পী মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর প্রথম সফরে এসেছেন। ২০১৭ সালের জানুয়ারি মাস পর্যন্ত দেশটির বিভিন্ন অংশে একযোগে তাঁর চারটি প্রদর্শনী চলবে। এই সময়ে তিনি ক্যালিফোর্নিয়ার ল্যানচেস্টারে এমওএএইচঃ সিডারে আবাসিক শিল্পী হিসেবে বসবাস করছেন।
হিতোসুয়েমা কাগজ দিয়ে ম্যাশে কৌশল অবলম্বন করে বিভিন্ন জিনিস তৈরি করে থাকেন। তিনি মূলত পশুপাখি বানিয়ে থাকেন। আর তাঁর সৃষ্টিগুলো অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং কিছু কিছু এতো বড় যে সম্পূর্ণ ঘর জুড়ে থাকে।
এক টুকরো কাগজ পেঁচাতে পেঁচাতে হিতোসুয়েমা বলেন, এতে করে কাগজ মজবুত হয়ে ওঠে। আর একটির সাথে আরেকটি এবং এক কোনার সাথে আরেক কোনা আঠা দিয়ে জোড়া লাগানো হলে প্রতিটি সূতার সাহায্যে তিনি সযত্নে দেহরেখা এবং বাঁকগুলো তৈরি করতে পারেন।
জেএআই এ্যান্ড জেএআই প্রকাশিত একটি শৈল্পিক বক্তব্যে হিতোসুয়েমা কাগজ দিয়ে বিভিন্ন নকশা তৈরি করতে তাঁর পদ্ধতিটি ব্যাখ্যা করেছেন। উল্লেখ্য জেএআই এ্যান্ড জেএআই লসএঞ্জেলসের একটি গ্যালারীঃ
প্রতিদিন সংবাদপত্র প্রকাশ হয় এবং একই সময়ে প্রতিদিন সেগুলো ফেলেও দেয়া হয়। এই চক্রে আমাদের স্মৃতিগুলো সাথে নিয়েই কাগজগুলোর পুনর্জন্ম হয় এবং মৃত্যুর পুনরাবৃত্তি ঘটে। এক্ষেত্রে আমি এই চক্রকে মানবজীবনের সাথে তুলনা করি। মানুষ তাঁদের নিজস্ব গল্পগুলোর পুনরাবৃত্তি ঘটায় এবং জীবন ও মৃত্যু চক্রের অভিজ্ঞতা অর্জন করে।
তাঁর সাম্প্রতিক আমেরিকান প্রদর্শনীর আগে ইতোমধ্যে হিতোসুয়েমা জাপানে তাঁর শিল্পকর্মের জন্য স্বীকৃতি অর্জন করেছেন। মাউন্ট ফুজির কাছে অবস্থিত শিজুকাতে তিনি বসবাস করেন।
全部、新聞紙で出来てるそう
造形作家の一ツ山チエさんの作品です pic.twitter.com/RN4DhhHtdS— ももん (@ff_mon) October 25, 2015
তাঁর সবগুলো শিল্পকর্মই নিউজপ্রিন্ট কাগজ দিয়ে তৈরি। হিতোসুয়েমার নির্বাচিত কয়েকটি কাজ এখানে তুলে ধরা হল।
জাপানের এমন এক অঞ্চলে হিতোসুয়েমা বসবাস করেন যেখানে অনেকদিন ধরেই কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরির প্রচলন রয়েছেঃ
富士山紙フェアで、地元のアーティスト、一ツ山チエさんの作品
新聞紙のこよりで出来ています pic.twitter.com/hCY52gC4Sa— mumin (@MuminTa623) October 25, 2015
মাউন্ট ফুজি কাগজ মেলায় স্থানীয় শিল্পী চি হিতোসুয়েমা কাগজের তৈরি তাঁর বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শন করছেন। উল্লেখ্য মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত শিজুকার উত্তর-পূর্বাঞ্চলে অনেকগুলো কাগজ কল রয়েছে।
তাঁর সৃষ্টিকর্ম বস্তুনিষ্ঠতার এমন এক স্তরে পৌঁছেছে যেন মনে হয় তাঁর বানানো পশুপাখিতে প্রাণ রয়েছে।
一ツ山チエさんの個展へ(o^^o)
全部新聞紙で出来てます!とても好きな作家さんpic.twitter.com/6ObhPHEf6D— Shinohara Namiko (@naichip) December 11, 2015
আমি এখন হিতোসুয়েমার একক প্রদর্শনীতে (০^^)
সবকিছুই নিউজপ্রিন্ট কাগজে তৈরি করা। আমি সত্যিই এই শিল্পীকে খুব পছন্দ করি।
হিতোসুয়েমার এই শিল্প প্রদর্শনী ২০১৭ সালের জানুয়ারি মাস পর্যন্ত একই সাথে লস এঞ্জেলস, শিকাগো, ল্যানকেস্টার এবং মিয়ামিতে চলবে।
আরও তথ্য জানতে হিতোসুয়েমা স্টুডিও ফেইসবুক পেইজ দেখুন। কাগজের ম্যাশে দিয়ে তৈরি হিতোসুয়েমার শিল্পকর্মের আরও কিছু উদাহরণ তাঁর আমেরিকান সফরের জন্য তৈরিকৃত এই প্রাদেশিক ভিডিওটিতে দেখা যাবে।
একইসাথে শিল্পীর ওয়েবসাইটেঃ